নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বিপ্লব ভিন্নধর্মী, তাই মৃত্যুও অগণিত?

১৫ ই জুন, ২০২২ সকাল ১১:১৪



কার্ল মার্ক্স প্রভাবিত ছিলো অনেক চিন্তাবিদের ভাবনায় বিশেষ করে হেগেলের।মার্ক্সের ভাবনা পরিচিতি পায় মৃত্যুর পর, উনার মৃত্যু পরবর্তী অনুষ্ঠানে মাত্র ১২/১৪ জন মানুষ উপস্থিত ছিলো। মার্ক্স যা চেয়েছেন, লিখেছেন, বইয়ে ছিলো, কাগজে ছিলো, উনি মাঠে ছিলেন না। মাঠে ছিলেন লেনিন, আগের বিপ্লবে ভাইয়ের মৃত্যু হয়তো শক্তি যুগিয়েছে, লেনিন -মার্ক্স ভাবনার মিলিত রুপের ফলাফল রুশ বিপ্লবে লেনিন জয়ী, জার পরাজিত।

কার্ল মার্ক্স কখনো স্বপ্নে লেনিনকে দেখা দিয়েছিলো কিনা জানা নেই, ইতিহাস দেখলে মনে হয় উনি লিখে লেনিনকে স্ক্রিপ্ট দিয়ে বলে যা কাজটা করে আয়।

ভাবেন, চে বিপ্লবী নয়, উনি প্রেসার মাপছেন, নাপা লিখে দিলেন কাগজে, আপনি উনার সান্নিধ্য পেয়ে খুশি। উনি স্বপ্নযোগে বিপ্লবী হবার সুত্র পেয়েছিলেন? না,আশেপাশের পরিবেশ, মানুষের দুঃখ-কষ্ট উনাকে বিপ্লবী বানিয়েছিলো, দেশ ছেড়ে দেখেন ফিদেল নামের একজন উনার মত ভাবে, দুজন মিলে কিছু করার জন্য প্রস্তত হলেন। চে দেখতে সুন্দর, টি-শার্টে মানায়, ক্যাপে মানায়, চেতনায় মানায় না।

বিপ্লব হারিয়ে গেছে? ফিরে আসবে কখনো আর? লেনিন/চে'র আত্নায় ভর দিয়ে পৃথিবীরর কোথাও সম্ভব? ২০০০ সালের পর মহামারীর সাক্ষী হয়েছি পূর্বের মহামারী সম্পর্কে বুঝেছি, আরেকটা বিপ্লবের সাক্ষী হওয়া দরকার পূর্বের বিপ্লব সমূহ বুঝতে।



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের বিপ্লবীদের প্রেতাত্তারা ভর করেছে নব্য
বিপ্লবীদের মাঝে! এই প্রেতাত্তাদের ভিটা ছাড়া
করতে আর একটা বিপ্লব দরকার!

১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


বিপ্লবে আপনি লেনিনের আসনে বসেন, আমি বিপ্লবী জোগাড় করে আপনার পেছনে আসছি।

২| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০১

গেঁয়ো ভূত বলেছেন:


এ যুগে আলেকজান্দার দুগিন যাকে ভ্লাদিমির পুতিন এর মগজ বলে মনে করা হয়, তার ব্যাপারে কি মত?

১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:

পুটিনের বাম হাত নড়ে না, ডান হাত যা নড়ে তা দুগিনই নাড়ায়।

৩| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০৫

খাঁজা বাবা বলেছেন: অত্যাধুনিক সমাজে সাম্যবাদ আবার ফিরবে, ফিরতেই হবে। সভ্যতার প্রয়োজনে। তবে নতুন কোন রুপে।

১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


নতুন মোড়ক বিবর্তিত সাম্যবাদ ফিরবে, যে পরিস্থিতিতে নিশ্বাস আটকে গেলে সাম্যবাদ দরকার হয়,সেদিকে এগিয়ে যাচ্ছে।

৪| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১:৩০

জুল ভার্ন বলেছেন: ছোট্ট পোস্ট কিন্তু অনেক প্রশ্ন যার উত্তর নাই।

১৫ ই জুন, ২০২২ দুপুর ১:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


আমি সবসময়ই প্রশ্ন লাভার; উত্তর আপনারা দিবেন।

৫| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, অনেক কিছু দেখার সুযোগ পেলেও বিপ্লব দেখার সুযোগ সেইভাবে হয় নাই আমাদের।

১৫ ই জুন, ২০২২ দুপুর ১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

বিপ্লব দেখার ইচ্ছা ছিলো,উহার অংশ হতে পারলে তো আরও ভালো।

৬| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। ছোটবেলায় এক বিপ্লবীকেই চিনেছিলাম । ছোট্ট একটা পোষ্ট কিন্তু শক্তিশালী পোস্ট।

১৫ ই জুন, ২০২২ দুপুর ২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ।
বইটির pdf আছে?

৭| ১৫ ই জুন, ২০২২ দুপুর ২:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: একটি অনিবার্য বিপ্লব অতি আবশ্যক।

১৫ ই জুন, ২০২২ দুপুর ২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


জি! লেনিন কে আমাদের?

৮| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ সবাইকে ছাড়িয়ে গেছে।
কার্ল মাক্স বেঁচে থাকলে আর বাংলাদেশে আসলে নিজের মাথা নিজেই চুলকাবে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

মাথা চুলকাতে চুলকাতে বলবে "এটাই বিপ্লবের আসল জায়গা।

৯| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্লোভ মানুষ ছাড় এগুলো কিছুই সম্ভব না।

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

ষড়রিপুর ফাঁদ থেকে বের হওয়া যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.