নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

লালসালুর মজিদ হতে চেয়েছিলেন কখনো?

১২ ই জুন, ২০২২ রাত ৮:২১




পূর্বাকাশে কালো মেঘ জমেছে,লোকজন বাজার ছেড়ে বাড়ির দিকে যাচ্ছে বলাবলি করছে এ মেঘ নাকি অনেকদিন বৃষ্টি জড়াবে।গ্রামের মোড়ল গ্রাম্য শালিসে পান্জাবীর পকেটে টাকা ডুকিয়ে অবিচার শেষ করেছে,মোড়ল পরিবার অনেক বছর আগে মার্ডার বাড়িতে পরিণত হয়েছিলো,এখন যোগ হয়েছে রাজনৈতিক পদের গন্ধ ও ওজন। জনশ্রতি আছে, উনি নাকি অনেক আগেই মারা যেত কোনো এক দরবারে গিয়ে হায়াত বাড়িয়ে এনে মোড়লগিরি চালাচ্ছে।

‌লালসালুর মজিদ হওয়া জীবনের লক্ষ্য না হলেও এখন অঘোষিতভাবে সবাই হয়ে যাচ্ছে,অপরের কাধে পা দিয়ে, গলায় ছুরি ধরে তৃপ্তি পায়। সন্ধ্যায় ঝুম বৃষ্টি শুরু হলো,আকাশে চাঁদ দেখা যাবে না ভেবে মন বিষণ্ন করে বসে অাছে আছির,বয়স ৪৫, বাবা-মা বিয়ে দেয়নি,নিজের ভিটায় ভাইয়ের সাথে অন্য রুমে থাকে, নিজে নিজে কথা বলে,আজ চাঁদের সাথে দুঃখ কস্ট ভাগাভাগি করতে পারবে না বলে কান্না করতে লাগলো।গ্রামের মোড়ল আছিরকে পছন্দ করে, পাগল হিসেবে সবাই চিনলেও গায়ের কাপড় কখনো ময়লা থাকে না; মোড়ল প্রায় বলে, আছিরকে যত্ন করো, তাঁর ভিতরে অলৌলিকতা আছে।


‌গ্রামের অন্য পাড়ায় এক পরিণত মজিদ মারা গিয়েছে,পরিবার চিন্তিত এই বৃষ্টিতে জানাযায় মানুষ কম হবে, দাফন-কাফনে সমস্যা,হুজুর দিয়ে কোরান খতমে সমস্যা, যাই হোক সবকিছু সম্পন্ন হলো, বৃষ্টিও থামলো। কয়েকদিন পর আছিরকে দেখা গেলো কবরের খেজুর পাতা ধরে বসে বিড়বিড় করছে, তারপর সন্ধ্যায় আলো কমে আসায় কবর ছেড়ে ঈশান কোনে মিলিয়ে গেলো।


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:


সব তো ধুয়ার মতো বাতাসে ভাসছে

১২ ই জুন, ২০২২ রাত ৮:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

পরিবেশ দূষণের লিস্টে বাংলার গ্রাম যে কখন ডুকবে সেটাই ভাবনার বিষয়।

২| ১২ ই জুন, ২০২২ রাত ৮:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: না তো।

১২ ই জুন, ২০২২ রাত ৯:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ,আপনার মন হয়তো পরিস্কার।

৩| ১২ ই জুন, ২০২২ রাত ৯:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: পরিষ্কার হলো না।
সব তো ধুয়ার মতো বাতাসে ভাসছে!! (কপি-পেস্টে করা হলো।)

১২ ই জুন, ২০২২ রাত ৯:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

ব্যর্থতা স্বীকার করলাম। আছিরের মজিদ সিনড্রোম ছিলো না।

৪| ১২ ই জুন, ২০২২ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে হয় সবার ভিতরেই এক এক জন
মজিদের বাস। কেউ বোঝে কেউ বুঝে না!
আমিও বুঝি না!

১৩ ই জুন, ২০২২ রাত ১২:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

আমি মজিদকে খুজেও বের করতে চাই না।

৫| ১৩ ই জুন, ২০২২ রাত ২:৪০

রাজীব নুর বলেছেন: লাল সালু প্রতিটা মানুষের পরা দররকার।

১৩ ই জুন, ২০২২ সকাল ৯:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

আর কি কি পড়া দরকার?

৬| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই বলছে "সব তো ধুয়ার মতো বাতাসে ভাসছে।"

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ, বাতাসে কতকিছুই ভাসে।

৭| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৩

রায়হান চৌঃ বলেছেন: প্রশ্ন ছিল- আর কি কি পড়া দরকার?

উত্তরে থাকবে: মতিউর রহমান রেন্টুর "আমার ফাঁসি চাই"

ফলাফল কি হবে জানেন? ফলাফল হবেআমার ভাই- তোমার ভাই" এর পরিবর্তে "হালার ভাই- চুদির ভাই", রাজনীতির মডেলে চেইন খুলে প্রস্রাব-পায়খানা

আফসুসের বিষয় হলো সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেব নাই, থাকলে হয়তো আমার সমাজ কে এটা ই শিখিয়ে যেতেন।

১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো বলেছেন ; ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.