নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ব্লগের প্রথম পাতা সমাচার ( সাময়িক)

১০ ই জুন, ২০২২ রাত ১২:৩৩



বাঙালীর শিক্ষিত স্যাম্পল কি ভাবছে, পোস্টে তা আসছে_

১.সত্যপথিক - পুকুর চুরির সাক্ষী, ভারতের সাম্প্রদায়িকতার শতকরা ভাগ।

২.শাহ আজিজ- সরল মনে সাহায্য করতে গিয়ে নিজেকে সান্তনা দিতে বাধ্য হওয়া, সামুর এড নিয়ে বিরক্তি।

৩. নূর হিরণ - বাংলার রাজনীতি আই.সিউ.তে, মির্জা সাহেব পোস্ট পড়লে হয়তো স্ক্রিপ্ট নিয়ে যাবে উনার থেকে।

৪. সোনাগাজী - সারা বিশ্বের মানুষের খাদ্য নিয়ে চিন্তিত।

৫.জলদস্যু- ফুল ফল নিয়েই জীবন, সাথে জয়দেবপুর আশ্রম।

৬.আখেনাটেন - পুরো ভারতের পায়ে নূপূর পড়ানো থাকলেও উনি জানাতে চাইছেন বাংলায় কে নূপূরে নখ বসাবে।


আপনি মেডিটেশন করে মন পবিত্র করে প্রথম পাতায় চোখ বুলালে, "জলদস্যুর বাগানবিলাসই ভালো লাগবে, বাকি সব জায়গায় অপবিত্রের ছড়াছড়ি ; (ঘুষ,প্রতারণা,অপরাজনীতি,যুদ্ধবাজি,ধর্মকটাক্ষ)

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ রাত ১২:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো পর্যবেক্ষণ। আমার লেখাটা কালকে দিতে চেয়েছিলাম। কিন্তু, সাড়ে নয়টার পরে থেকে আমার পোষ্ট দেওয়া অবধী একটাও নতুন লেখা চোখে পড়ায় শেষে পোস্ট দেওয়ার সিদ্ধান্ত নিলাম।

আজকে আসলেই কয়েকটা মন খারাপ করে দেওয়া পোস্ট এসেছে।

১০ ই জুন, ২০২২ রাত ১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ ফিডব্যাকের জন্য ; সময় পেলেই লিখুন আমরা পড়ি,জানি ও আলোচনা করি।

২| ১০ ই জুন, ২০২২ রাত ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাজারে সব কিছু সহজ লভ্য হবে
তবেইনা বাজার জমবে!
দামী পণ্যের সাথে সস্তাও
কিছু চাই!
যারা সস্তা খোঁজে
তাদের নিরাশ করতে নাই

১০ ই জুন, ২০২২ রাত ১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলার মানুষের দাম কত সস্তা!! আহা!!

৩| ১০ ই জুন, ২০২২ রাত ১২:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে মৌলিক লেখা গুলো শুধু আসুক।।ধন্যবাদ আপনাকে।

১০ ই জুন, ২০২২ রাত ১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

মৌলিক লেখাই দরকার। ধন্যবাদ।

৪| ১০ ই জুন, ২০২২ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: আমি প্রথম পাতাতে নাই আজ দুই দিন। ইচ্ছা করে পোষ্ট দিচ্ছি না। অথচ পাঁচ টা লেখা লিখে রেখেছি।

১০ ই জুন, ২০২২ রাত ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

পোস্ট দিলে হয়তো নাম উঠে আসতো।

৫| ১০ ই জুন, ২০২২ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার পর্যবেক্ষণ ভালো হয়েছে।
বিশেষ করে আমার নাম দুইবার আছে বলে বেশী বেশী ভালো হয়েছে। ;)

১০ ই জুন, ২০২২ রাত ১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

আশ্রমকে জান্নাতের টুকরো বানান,বিশ্রাম নিতে যাবো।
ফিডব্যাকের জন্য ধন্যবাদ।

৬| ১০ ই জুন, ২০২২ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:


ব্লগার জুল ভার্ন আমাদের কবি নজরুল ইসলামের ২য় পুত্র বুলবুলের মৃত্যু নিয়ে পোষ্ট লিখেছিলেন, আপনি পড়েননি?

১০ ই জুন, ২০২২ রাত ১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

পড়েছিলাম বায়োপিক বানাতে বলেছি, আমার পোস্ট লিখার সময় প্রথম পাতায় ছিলো না।

৭| ১০ ই জুন, ২০২২ ভোর ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



কবিপুত্র বুলবুলের মৃত্যু হয়েছে ১০২৯ সালে; জুল ভার্ন লিখেছেন ১৯২৮ সালে; জুল ভার্ন ১টি পোষ্টও নির্ভুলভাবে লিখতে পারেন না।

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার এই এক সমস্যা, ভূল ধরবেন ভালো কথা, গ্রহণযোগ্যতা বিবেচনায় নেন।

৮| ১০ ই জুন, ২০২২ সকাল ৮:২০

জুল ভার্ন বলেছেন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভ্লগার বলেছেন, জুলভার্ন সব সময় ভুল তথ্য দেয়....কবি নজরুল পূত্র বুলবুলের মৃত্যু সম্পর্কে পোস্টে আমি সূত্র উল্লেখ করে মৃত্যু সন ১৯২৮ উল্লেখ করেছিলাম। এখন গুগল ঘেটে দেখলাম বুলবুলের মৃত্যু হয়েছে ১৯৩০ সনের ৭ মে। সূত্রঃ বংগ দর্শন পত্রিকা। সর্বশ্রেষ্ঠ শিয়াল পন্ডিত ১৯২৯ কোথায় পেলেন?

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি সোনাগাজীকে কমেন্ট ব্যানে রেখেছেন কেন? কি দরকার!

৯| ১০ ই জুন, ২০২২ সকাল ৯:০০

সোনালি কাবিন বলেছেন: বিশ্বব্রহ্মান্ডে অনন্য বেহায়াপন্ডিতের নির্লজ্জ চ্যালাচামুণ্ডারা কই?

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

বিশ্বব্রহ্মাণ্ড অপেক্ষারত।

১০| ১০ ই জুন, ২০২২ সকাল ৯:১০

শেরজা তপন বলেছেন: জনাব গাজী সাহেব ও জুলভার্ন ভাই -আপনাদের মত বিজ্ঞ সু-পন্ডিত ব্লগারেরা যদি একে অন্যকে এভাবে খোঁচাখুঁচি করেন তাহলে পরবর্তী শিক্ষিত প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবে!!!!!!!!!!!!!!!!

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

শিখছি তো ' কিভাবে গ্রহনযোগ্যতা হারায় পন্ডিত হওয়ার পরেও সেটার প্যাটার্ন।

১১| ১০ ই জুন, ২০২২ সকাল ৯:৩৪

সোনাগাজী বলেছেন:




@শেরজা তপন ,

যারা ভুল ধারণা নিয়ে ব্লগে লেখেন, তাদের ভুল নিয়ে আলোচনা করলে, তারা আমাকে কমেন্ট ব্যান করে দেয়; ইহাদের ১ জন ব্লগার ভার্ন; সেজন্য, আমি মাঝে মাঝে ২/১টি পয়েন্ট তুলে ধরি। আমার কাছে যারা আমেরিকা ও ইউরোপ সম্পর্কে শুনতে চান, তাঁদের কোন অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই।

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার ভূলধরা অন্তরের অন্তঃস্থলে বিঁধে কেন অনেকের?? কি মনে হয়?

১২| ১০ ই জুন, ২০২২ সকাল ৯:৪০

সোনাগাজী বলেছেন:


@জুল ভার্ন ,

বুলবুল ঠিক কত বয়সে মারা গেছে, আমার জানা নেই; তবে, মোটামুটি ৪ বছরের চেয়ে সামান্য বেশী বয়সে মারা গেছে; তা'হলে, ১৯২৮ সালে তার মৃত্যু হয়নি; হয়তো, ১৯২৯ সালের শেষের দিকে, না'হয় ১৯৩০সালের ১ম দিকে মৃত্যু হয়েছে। আমি কবির উপর লিখলে, এসব লতাপাতা নিয়ে লিখি না; আপনি এই ব্যাপারটাকে নিয়ে বরাবরের মতো ভুল ও আজগুবি পোষ্ট লিখেছেন।

আমি যা নিয়ে লিখি, সেখানে কোন ধরণের ভুল থাকে না।

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি মানুষ, ভূল করুন,শুদ্ধ হোন ;তারপর আবার ভূল করুন।

১৩| ১০ ই জুন, ২০২২ সকাল ৯:৪৩

নূর আলম হিরণ বলেছেন: হাহাহা, আমার পোস্ট সম্পর্কে ভালো বলেছেন।

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ আপনার ফিডব্যাকেরর জন্য।

১৪| ১০ ই জুন, ২০২২ সকাল ৯:৪৪

নূর আলম হিরণ বলেছেন: মির্জা সাহেবের জন্য কপিরাইট ফ্রি করে দিলাম যান :)

১০ ই জুন, ২০২২ সকাল ৯:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

আমি থার্ড পার্টির কাজ করেছি কিছু কমিশন পাবো আশা করছি।

১৫| ১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগুশ্রেণীর ব্লগিং মানে হচ্ছে গালি আর আর ব্যক্তি আক্রমণ। এরা আর কিছু পারেনা। এই বিষয়বস্তু নিয়ে একটা পোস্ট লিখুন।

১০ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

এটা এত পরিমাণ কাদা ছুড়াছুড়ি হয়েছে যে, কাদা আর বাকি আছে কিনা আমার জন্য দেখতে হবে। দেখি চেষ্টা করবো।

১৬| ১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভুল লিখিতে বারে বারে ভূল!
জ্ঞাণ বাড়েনি এক চুল!

১০ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

সত্যেন্দ্রনাথের আত্না ভর করেছে আপনার উপর।

১৭| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৩২

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় ভালো হয়েছে প্রথম পাতার সার-সংক্ষেপ।

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৮| ১০ ই জুন, ২০২২ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,




"মেডিটেশন" যে করবেন তার উপায় আছে ? নতুন বাজেটের পরে মেডিটেশন এর দাম বৃদ্ধি পাবে যে!!!!!!
তখন "হেজিটেশন" নিয়ে প্রথম পাতায় চোখ বোলা্নো ছাড়া রাস্তা খোলা থাকবেনা.... :)

১০ ই জুন, ২০২২ রাত ১১:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো বলেছেন ; অন্য কোনোদিন আপনার পোস্ট প্রথম পাতায় থাকলে আমিও পোস্ট দেবো।

১৯| ১০ ই জুন, ২০২২ রাত ৮:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেষ দুটো লাইন দারুণ হয়েছে।

১০ ই জুন, ২০২২ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদজ্ঞাপনে আমি নিজে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.