নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শবযাত্রীদলের ভীড়ে আমি সেই কবে হারিয়ে গিয়েছি, নক্ষত্রের ঝলকানি, ঘুটঘুটে অন্ধকার ও জীবনের প্রতি বাঁকে বাঁকে তীব্র বেদনার নীল রং দেখেছি। অস্পষ্ট ভাবনায় পরিচালিত হয়ে ভবিষ্যৎ অঙ্কন করেছি, আমি বোবা হয়ে চিৎকার দিয়েছি ,কাফনের কাপড় পড়ে হেটেছি মাঠের পর মাঠ কেউ প্রশ্ন করেনি, হতাশা আমাকে গ্রাস করেছে কালো মেঘের মত, কিছুই করতে পারিনি।
কাটাতারে বিধে থাকা মরদেহ, হৃদয়ের গহীনে অযাযিত কল্পনা, মগজের অপচয় নিষ্পেষিত করেছে আমায়। চোখের সামনে নিমগাছ অশরীরী হয়ে গেলো,বাচ্চা পেঁচা বড় হয়ে গেলো, অথচ আমার হতাশা পাহাড়সম হয়েছিলো,কেউ বেঁচে ছিলো আশেপাশে?
একদিন মধ্যগগণে বেওয়ারিশ লাশে নখ বসাবে শকুন ,লাশের গন্ধের ভিতরে তীব্র প্রতিশোধ বাতাশে মিলিয়ে ভারী হবে,আন্তঃনগর লাশঘরে ভৌতিকতা বজায় থাকবে, কিন্তু স্বাদের হতাশা শক্তির ন্যায় রূপ বদলে অন্যের আত্নায় ডুকে যাবে অবলীলায়।
০৮ ই জুন, ২০২২ রাত ৮:১২
শূন্য সারমর্ম বলেছেন:
অস্বাভাবিক ভাষায় হতাশা ব্যক্ত করার ব্যর্থ প্রচেষ্টা বোধ হয়।
২| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউই থাকবেনা।
০৮ ই জুন, ২০২২ রাত ৮:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
অন্তঃমিলের অপেক্ষায় পরীক্ষিত হয়ে মিলিয়ে যায় সব।
৩| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:১৪
অধীতি বলেছেন: সুন্দর কাব্য ভঙ্গি। আত্নহত্যার মাধ্যমে কেবল হতাশার কাছে হেরে যাওয়া যায়।
০৮ ই জুন, ২০২২ রাত ৮:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ ফিডব্যাকের জন্য।
হতাশার জন্মই হয়তো হয়েছে জিতে যাবার জন্যই,মানুষের ভিতরকার সত্তার সাথে প্রতিযোগিতায় প্রায় সবসময়ই বিজয়ী হয়।
৪| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
কোনো কারণে কি মন বিক্ষুব্ধ? লেখাটি ভালো হয়েছে, কোনো জানি মনে হচ্ছে আপনার কোনো কারণে হয়তো মন খারাপ।
০৮ ই জুন, ২০২২ রাত ৯:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
জী, মেনটাল ডিসঅর্ডারে ভুগছি অনেকদিন।
৫| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
০৮ ই জুন, ২০২২ রাত ৯:২১
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ ফিডব্যাকের জন্য।
৬| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:১০
সোনাগাজী বলেছেন:
আপনার ক্লাশ চলছে?
০৮ ই জুন, ২০২২ রাত ৯:২২
শূন্য সারমর্ম বলেছেন:
সেমিস্টার ব্রেক চলছে ;ঈদের পর ক্লাস।
৭| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতার মোরকে লেখা!!
০৮ ই জুন, ২০২২ রাত ১০:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
মুখোরোচক মোড়ক হয়েছে কিনা কে জানে!
৮| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: আবেগ এবং হতাশা বা বিষন্নতায় ভরা লেখা।
০৮ ই জুন, ২০২২ রাত ১০:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
জি! আবেগ, হতাশায় মিশ্রিত লিখা।
৯| ০৯ ই জুন, ২০২২ রাত ১২:৪৮
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ভালো লাগা।
জগতের সব শবদেহেই বিলীন আমরা।
শুভ কামনা
০৯ ই জুন, ২০২২ সকাল ৯:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
শুভকামনা আপনার জন্য, ফিডব্যাকের জন্য ধন্যবাদ।
১০| ০৯ ই জুন, ২০২২ ভোর ৫:৪৫
বেবিফেস বলেছেন: কবিতার মোড়কে বিষন্ন আবেগ। ভালো লাগলো।
০৯ ই জুন, ২০২২ সকাল ৯:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক ধন্যবাদ।
১১| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:০২
জুল ভার্ন বলেছেন: এত হাতাশ হবেন না। নতুন উদ্দীপনায় জেগে উঠুন! প্রতিটি নতুন সকালে নতুন ভাবে নিঃশ্বাস নেওয়ার মত নতুন করে জন্ম নিন! লেখালেখি চালিয়ে যাওয়ার প্রত্যাশা রইল। ধন্যবাদ।
০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:১০
সোনাগাজী বলেছেন:
কেমন অস্বাভাবিক ভাষা; এই ধরণের ভাষা থেকে আসল বিষয় জানা কি সম্ভব?