নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনানন্দ বাংলার রূপ দেখে প্রেম করেছেন,ভালোবেসেছেন, লিখেছেন, আমরা জেনেছি। রুপসী বাংলার সেই যৌবন কবে হারিয়ে গেলো, এখন সবাই বাংলা ছাড়তে চায়। ট্রাম ধাক্কা দিয়ে প্রাণ বায়ু মিশিয়ে দিয়েছিলো নিজের মায়ের লেখা আদর্শ ছেলের মতই।দ্বিজেন্দ্র লাল ভবিষ্যৎ দেখেছিলেন বটে, না হলে কীভাবে ধন্যধান্যের বাংলা বসুন্ধরা হয়ে গিয়েছে বলতে পেরেছেন। নজরুল সবসময় লাথি মেরে তালা ভাঙতে চেয়েছে,দারিদ্রতা উনার রক্তে প্রবেশ করে সবসময় দুঃখী হয়েছে। রবীন্দ্রনাথ প্রকৃতির মাঝে থেকে স্বর্গীয় সুখে পেয়েছে, লিখেছে সাহিত্যের সব শাখায় কলমের কালি ঢুকেছে, কিন্তু উপন্যাসে চোখও দেয়নি।জসীমের কবর দিয়ে স্কুল-কলেজে আজও প্রতিযোগিতা হয়।
হুমায়ন লিখেছেন,আমরা পড়তে বাধ্য হয়েছি বটে; তবে হিমুর রহস্য কতটুকু মিসির আলী সমাধান করেছেন জানা যায়নি। নির্মলেন্দু মুজিব নিয়ে কবিতা লিখেছেন,এখন বই লিখতে হয় বড় পরিসরে অনেক কিছুর আশায়। মুজিব নিয়ে মুভি হচ্ছে আজকাল,শেখ হাসিনা বৈঠক করেন পশ্চিমবঙ্গের লোকদের সাথে। নোলান সাহেব মুজিব বানালে সবাই হয়তো কিছুদিন মগজ ব্যবহার করার সুযোগ পেত।নোবেলহীন টলস্টয় লিখেছেন যেটা বারবার পড়তে হবে আপনাকে, আপনি পড়েছেন?
প্রাচীন মানুষ কোনোকিছু বুঝার আগে ভয় পেত, কালচার উদ্ভব করে সমাধানের চেষ্টা করেছে; তারপর গুহা থেকে গোত্র,গোত্র থাকে ভৃমি দখল করে রাজতন্ত্র, রাজতন্ত্রের সময়কার মানুষ সমস্যা সমাধানের সাহায্য নিতো ধর্মের। এখন বিশ্বব্যাপী ট্রেন্ড চালু হয়েছে "মনের কথা শুনো ; ভবিষ্যৎ'এ হয়তো সবাই বলবে "মেশিনের কথা শুনো।যারা মন থেকে মেশিন রিপ্লেসমেন্টের কাজ করছে উহাদের কথা কে শোনে?
সৃষ্টিকর্তা সবার কথা শোনে,তবে উনি কথা বলেন না, কাজ করেন শুধু।এই বাংলা থেকে প্রতিদিন কত হাজার বিচার চাওয়া হয় উনার কাছে, যারা বিচার চাইছে উহারা জানে না হয়তো ফাইল অনেক তলানিতে পড়ে গেছে।আপনি বিচার দিয়েছেন কখনো? উনি শুনেছে?
৩০ শে মে, ২০২২ রাত ১২:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
এত মানুষ পালিয়ে যাবেই বা কোথায়!
২| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: সব কিছুর একটা শেষ আছে।
শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই।
৩০ শে মে, ২০২২ রাত ১২:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
শেষ অবশ্যই আছে, তবে কতভাগ জীবদ্দশায় শেষ দেখে যেতে পারে।
৩| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: মিসির আলিরা কি আসলেই সব রহস্যের সমাধান করতে পারে ?
৩০ শে মে, ২০২২ রাত ১২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
না, পারে না।
৪| ৩০ শে মে, ২০২২ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: বিচারের মালিক তিনিই, যিনি বিশ্বনিয়ন্তা।
৩০ শে মে, ২০২২ সকাল ১১:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
যিনি বিশ্বনিয়ন্ত্রক, তিনি বিচারেরও নিয়ন্ত্রক শুধুমাত্র অপরাধের নয়।
৫| ৩০ শে মে, ২০২২ দুপুর ১২:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জীবনানন্দের বাংলা এখন গোয়েবলস নেতাদের কথায় আছে কাজে নেই।
৩০ শে মে, ২০২২ দুপুর ১:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
হিটলার কে?
৬| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এতো দিন কোথায় ছিলেন?
৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
জেনারেলে ছিলাম; কর্তৃপক্ষের কাছে কতদিন থাকবো জানতে চাওয়াতে মুক্ত করে দিলো।
৭| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
জেনারেলে ছিলাম; কর্তৃপক্ষের কাছে কতদিন থাকবো জানতে চাওয়াতে মুক্ত করে দিলো।
ওয়েলকাম ব্যাক।
৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ জলদস্যু ; আচ্ছা আসল জলদ্স্যু হওয়ার যোগ্যতা কি?
৮| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০১
রানার ব্লগ বলেছেন: জীবনান্দের বাংলা এখন ভাগাড়ে পরিনত তাই !!!!
৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
এই ভাগাড়ে বনলতা সেন 'রা জীবিত আছে?
৯| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ জলদস্যু ; আচ্ছা আসল জলদ্স্যু হওয়ার যোগ্যতা কি?
জলদ্স্যু হওয়াটা এখন নিরাপদ নয়।
আমি পরামর্শ দিবো যদি আপনার পর্যাপ্ত বেকার অর্থ থাকে তাহলে একটি নির্জন এলাকায় বিশাল পরিমান জমি কিনুন। সেখানে একটি বাগান বাড়ি বানান। সেই বাগান বাড়িতে একটি সু্ইমিং পুল বানান। চাঁদনী রাতে সেই সুইমিং পুলে জলদস্যু সেজে নেমে পরেন।
৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
আমি আপনার আশ্রমের আশে পাশের জলের দস্যু হতে চাই।
১০| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৪
রানার ব্লগ বলেছেন: বনলতারা রাস্তার ধারে নিয়ন বাতির আড়ালে আড় চোখের ইশারায় খদ্দের ধরে !!!
৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
জীবনানন্দের বনলতা খদ্দের বুঝতো?
আজ আমরা ভাগাড় বানিয়ে ওঁদের খদ্দের খোজায় নিয়োজিত রেখেছি।
১১| ৩১ শে মে, ২০২২ সকাল ৮:৪৩
শ্রাবণধারা বলেছেন: রবীন্দ্রনাথ উপন্যাস চোখেও দেয়নি এর মানে কী? রবীন্দ্রনাথ মোট ১৩ খানা উপন্যাস লিখেছেন।
আপনি হয়তো নাও জেনে থাকতে পারেন, জীবনানন্দের রূপসী বাংলা তার জীবদ্দশাতেই অংশত যৌবন হারিয়ে ফেলেছিল বা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। রাজনৈতিক অস্থিরতা, ২য় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দেশভাগ সব মিলিয়ে রূপসী বাংলার পাণ্ডুলিপি কবির ট্রাংকে স্থানান্তরিত হয়েছিল। রূপসী বাংলা প্রকাশিত হয়েছিল কবির মৃত্যুর পরে।
৩১ শে মে, ২০২২ সকাল ৯:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক কিছু না জেনেই আমি পোস্ট ফেঁদে বসে আছি, ধন্যবাদ।
১২| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে আছেঃ গোরা, নৌকাডুবি, চোখের বালি, শেষের কবিতা, বৌ ঠাকুরাণীর হাঁট, দুইবোন, যোগাযোগ। সাহিত্যের সর্ব শাখায়ই ওনার বিচরণ। ওনার উপন্যাসও পাঠক নন্দিত। তবে ওনি সবচেয়ে বেশি মূল্যায়িত হবেন ছোটোগল্প ও নাটকের জন্য। গানের জন্যও। ওনাকে ছোটোগল্পের জনকও বলা হয়।
৩১ শে মে, ২০২২ বিকাল ৫:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
সাহিত্য সম্ভবত রবীন্দ্রনাথকে আকড়ে থেকে বাঁচবে।
১৩| ৩১ শে মে, ২০২২ রাত ৮:২৫
মৌরি হক দোলা বলেছেন: ভিন্ন ধরণের লেখা। পড়তে ভালো লেগেছে।
০১ লা জুন, ২০২২ রাত ১:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
ফিডব্যাকের জন্য ধন্যবাদ।
১৪| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:৩৫
নূর আলম হিরণ বলেছেন: তলস্তয় নোবেলহীন থাকা খুবই আশ্চর্যের ব্যাপার।
০১ লা জুন, ২০২২ সকাল ১০:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কি মনে হয়? কেন পায়নি নোবেল।
১৫| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:২৯
আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,
জীবনানন্দের বাংলা এখন "হ্যাংলা" হয়ে গেছে, শঙ্খচিল আর শালিকের দেখা মেলেনা তাই .....
০১ লা জুন, ২০২২ সকাল ১০:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
শঙ্খচিল ও শালিকেরা খেতে পাচ্ছে তো ঠিকমত?
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২২ রাত ১২:০৩
সোনাগাজী বলেছেন:
আমি অভিযোগ করি না, দু:খ প্রকাশ করি।
বাংলা দখল করেছে ২ লাখ পরিবার। একা বসুন্ধরা ২/৩ কোটী মানুষের সম্পদ ও সুযোগ দখল করছে; ২৩% মানুষ ভুমিহীন, এইসব কারণে মানুষ পালাচ্ছে