নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.দেশে চাকুরীর বাজারদর কেমন? কত বেতনের স্যালারীর চাকরি কত টাকায় বিক্রি হয়?
২.সচিবালয়ের চিত্র কেমন?(তদবীর,ঘুষ,আচরণ)
৩.মন্ত্রণালয়ের চিত্র কেমন?(তদবীর,ঘুষ,আচরণ)
৪.নিয়োগ পরীক্ষার হাল চাল কেমন?(প্রশ্নফাস,ঘুষ,তদবীর)
৫.বিসিএসে অস্চ্ছতা কেমন?( আমলাতন্ত্রের ১ পয়সা মূল্য আছে)?
৬. বেসরকারী চাকুরী আজকাল বিক্রি হচ্ছে)?
৭.সরকারী ও বেসরকারী চাকুরিজীবির আচরণ?
৮.দেশের পোর্ট,কাস্টমস, বিমানবন্দরের অবস্থা কেমন?
৯. সস্তা শ্রমের চাকুরী বাদে বাকি চাকুরীতে দক্ষতা,গ্রাজুয়েশন কতটুকু কাজে লাগে?
১০.হাতে মিনিমাম কত টাকা থাকলে এই বাংলায় চাকুরী নিশ্চিত?
০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২
শূন্য সারমর্ম বলেছেন:
সরকারী প্লান থাকবে না,বাংলাদেশে ম্যাক্সিমাম জানবে না ও সরকারের লোকেরা উচ্চারণ করবে না -এটাই বাংলা।
উপরের প্রশ্নগুলো থেকে আপনার কিছু অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে পারেন।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০১
সোনাগাজী বলেছেন:
৯ নং:
গ্রেজুয়েশন চাকুরীর জন্য দরকার, সাথে সাথে মানুষের দরকারী পরিমাণ জ্ঞান আহরেণের জন্য গ্রেজুয়েশনের দরকার আছে।
০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
দেশের গ্রাজুয়েটরা দেশেই ভরসা পায় না মানের কারণে।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৮
সোনাগাজী বলেছেন:
চাকুরী নিয়ে বেকারেরা জমায়েত হয়নি, ব্লগারেরাও লেখে না। দেখেছেন, রূপকের চাকরী নিয়ে পোষ্ট দেয়ার পর, তেমন কেহ সাড়া দেয়নি।
০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
চাকুরী নিয়ে বাঙালীর আচরণ হলো,দুনিয়ার সব কিছু আলাপ করা যাবে তবে চাকুরির কথা আসলে টপিক চেন্জ করতে হবে।
৪| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪০
রাজীব নুর বলেছেন: আপনার প্রশ্নের উত্তর গুলো আমি জানি। কিন্তু বলব না।
০৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
কিন্তু বলবেন না কেন?
৫| ০৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:১০
জ্যাকেল বলেছেন: ২। খুব খারাপ।
৩। সেইম
৪। ঘুষ হইলেও আজকাল মিলে না, তবে তদবির হইলে পাওয়া যায়।
৫। বিসিএস এ চাকরি সোনার হরিণ
৬। বেসরকারি চাকরি পাওয়া যায় তবে খাটায় বেশি পয়সা কম
৭। দিন রাত তফাৎ। তবে জায়গা বুঝে সেবার তারতম্য আছে। ধরেন আপনে বেসরকারি চালু একটা বংকে গেলেন আপনে তেমন সেবা পাইবেন না যদি আপনার অঢেল পয়সা না থাকে।
৮। খুবই চরম অবস্থা। এদের উপরি কামাই সীমাহীন
৯। তেমন না, দেশের অধিকাংশ গ্রাজুয়েট বেকার
১০। দশ লাখ
০৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:২০
শূন্য সারমর্ম বলেছেন:
ব্যাচেলর্স কমপ্লিট করে হাতে দশ রাখলেই হবে? প্রসেসটা কি?
৬| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৮
জ্যাকেল বলেছেন: প্রসেস জানা কঠিন কিছু না। চাকরির লাইনে হাটলে এম্নিতেই এইসব জানা যায়।
০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কিসে চাকুরী করেন?
৭| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৪
জ্যাকেল বলেছেন: হেঃহেঃহেঃ এই তথ্য কিন্তু বলা যাবে না।হেঃহেঃহেঃ এই তথ্য কিন্তু বলা যাবে না।
০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
উনি নিজের বানানো ভ্যাক্সিন নিয়েছে?
৮| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৬
শার্দূল ২২ বলেছেন: সব আগের মতই আছে বাট আপনি কেমন?????? আপনি ঠিক হলে সব ঠিক।
০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
আগের মত কেমন? বলেন। দেখি সিস্টেমে ঢুকতে পারি কিনা
৯| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সার্টিফিকেটের চেয়ে দক্ষতা কে বেশী গুরুত্ব দেয়া উচিৎ অথচ এই দেশে পুরা উল্টো।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
দক্ষতাকে গুরুত্ব দিবে যদি এক্সটাঅর্ডিনারী হয়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৫
সোনাগাজী বলেছেন:
"চাকুরী সৃষ্টি করা"র জন্য একটি সরকারী প্ল্যান থাকতে হয়; বাংলাদেশে কেহই এই বিষয়টা জানে না, বা সরকারের লোকেরা ইহা কখনো উচ্চারণ করে না।