নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সংখ্যার হিসেবে পোস্টে গড় হিট বিবেচনায় ২০২৪ সাল পর্যন্ত সামু\'র সেরা ১৯ সক্রিয় ব্লগারদের লিস্ট

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০



তাঁরাই সামু মাতিয়ে রাখেন। এখনকার সময়ে এই ব্লগারদেরই সামু'র প্রাণ-ভোমরা বলা যায়! যদিও সবাই-ই কিছু না কিছু অবদান রাখছি, কিন্তু, গত কিছু দিন ধরে এই ব্লগাররা সামুকে সব সময়ে আলোচনার পাতায় রাখতে সর্বশ্রম দিয়ে যাচ্ছেন। এই ব্লগারদের নিয়ে একটু স্টাডি করা দরকার ছিলো। তাঁরা কি এমন লিখেন যে তাঁদের পোস্টে এতো এতো হিট হয়?!!! যদিও জানি, তাঁরা হিটের জন্যে লিখেন না। কিন্তু, এই ১৯-জনই কিন্তু এই সময়ের আলোচিত-সমালোচিত ব্লগার। চলুন তাহলে দেখা যাক, এই ব্লগারগণ কারা!

এই ব্লগারদের পোস্টে এখন পর্যন্ত গড় হিট সংখ্যা কেমন? এখানে কে কয়টা পোস্ট করেছেন, বাঁ কত পুরনো ব্লগার তা হিসেবে আনা হয় নাই। শুধু পোস্ট সংখ্যা দিয়ে ভিউ-কে ভাগ করে যা পাওয়া গিয়েছে, তা তুলে আনা হয়েছে।


১) জটিল ভাই - প্রতি পোস্টে গড়ে ৭০২৪টি হিট
২) শায়মা - প্রতি পোস্টে গড়ে ৪৫৯৬টি হিট
৩) অপু তানভীর - প্রতি পোস্টে গড়ে ২১৭৬টি হিট
৪) গিয়াস উদ্দিন লিটন - প্রতি পোস্টে গড়ে ১৭৭৪টি হিট
৫) সাড়ে চুয়াত্তর - প্রতি পোস্টে গড়ে ১৭১৭টি হিট
৬) মোহামমদ কামরুজজামান - প্রতি পোস্টে গড়ে ১৬০৭টি হিট
৭) সৈয়দ মশিউর রহমান - প্রতি পোস্টে গড়ে ১১০১টি হিট
৮) নতুন - প্রতি পোস্টে গড়ে ৯৪৯টি হিট
৯) কাজী ফাতেমা ছবি - প্রতি পোস্টে গড়ে ৭৭২টি হিট
১০) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - প্রতি পোস্টে গড়ে ৭৭২টি হিট
১১) শেরজা তপন - প্রতি পোস্টে গড়ে ৭৫৮টি হিট
১২) রাজীব নূর - প্রতি পোস্টে গড়ে ৭০৯টি হিট
১৩) জুল ভার্ন - প্রতি পোস্টে গড়ে ৬৯৩টি হিট
১৪) গেছো দাদা - প্রতি পোস্টে গড়ে ৬৮৬টি হিট
১৫) মরুভূমির জলদস্যু - প্রতি পোস্টে গড়ে ৬৭০টি হিট
১৬) প্রামানিক - প্রতি পোস্টে গড়ে ৬৬২টি হিট
১৭) সোনাগাজী - প্রতি পোস্টে গড়ে ৫৩৬টি হিট
১৮) মহাজাগতিক চিন্তা - প্রতি পোস্টে গড়ে ৪৫৪টি হিট
১৯) শাহ আজিজ - প্রতি পোস্টে গড়ে ৪৫৩টি হিট

কেউ কি বাদ পড়লেন?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: জটিল ভাইয়ু!!!!!!!!!!!!!!!!! X(( X(( X((




ভাইয়ু হিট দিয়ে তেলাপোকা নিধন হয়!!! সেই হিটের লিস্ট নাকি!!!!!!! :)))

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা!, হা, হা!!!

ব্লগে তেলাপোকা আছে নাকি যে সেই হিটের দরকার????!!!!

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার নাম নাই :(

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাইয়া, সামনের বার এসে পড়বে!!!

আরও বেশি বেশি ব্লগিং করুন!!!

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: জটিল হিসাব।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জটিল নয় মোটেই!!!

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭

মামুন ইসলাম বলেছেন: সব হিটকারীরা আরো বেশি বেশি হিট করেন সেই কামনা করছি।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৯

মামুন ইসলাম বলেছেন: সবার ব্লগের লিঙ্ক গুলো যোগ করে দিতে পারেন।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার নাম দেখে বিস্মিত হয়েছি। :) আপনার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ঠিক আছে তো? :)

আমি একজন প্রতিভাবান ব্লগারকে মিস করছি। তিনি হলেন ম্যাভেরিক। অনেক দিন ওনাকে দেখা যাচ্ছে না। ১ বছর আগে আরেকটা নামে ব্লগে উপস্থিত থাকতেন (সম্ভবত মামুন এবং রশিদ শব্দ দুটি ছিল ঐ নিকে)। হারিয়ে যাওয়ার কারণে আমি ওনাকে নিয়ে চিন্তিতও বটে।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


হিট কীভাবে কাউন্ট হয়?

৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২২

আহরণ বলেছেন: ভাইয়া, আপনি কি মাদ্রাসার প্রোডাক্ট? প্রাইমারিতে অংকে কত পেয়েছেন?? যাচ্ছেতাই ভুলভাল পোস্ট।

সোনাগাজী দাদাকে স্যালুট। তিনি সবার উপরে।

৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস।

১০| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি নেই । :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.