নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সব জ্ঞান সবার জন্য নয়। এজন্যে, কিছু কিছু জ্ঞান ইসলামে লুকিয়ে রাখা হয়েছে।
কুরআনে এমন একটি আয়াত আছে যা দিয়ে মৃত জীবকে জীবন্ত করা যায়। যেমন, নবী ইব্রাহিম করেছেন। আরেকটি আয়াতে ফেরেশতাদের মতো উড়তে পারার ক্ষমতা দেওয়া হয়েছে। কুরআনের ভাষায় যা ইসমে আজম নামে পরিচিত। আরেকটা আয়াতে উল্লেখ আছে, নবী দাউদ কিভাবে খাবার খাওয়া দেখে কে ভালো মানুষ আর কে খারাপ সেটা বের করতে পারতেন। দাউদ নবীর মতো পাখিদের কথা বুঝার মতো ক্ষমতা আমাদেরই জন্যে। নবী মুসার মতো লাঠিকে সাপ বানানোর ক্ষমতাও আমাদেরই জন্যে। কিংবা, চিকিৎসক নবী ঈসার মতো রোগীর রোগ সারানোর কৌশল আমাদের জমানার কিছু মানুষের কাছে প্রকাশ করা হয়েছে।
আপনিও ইচ্ছা করলে সেরকম ক্ষমতাপ্রাপ্ত হতে পারতেন, যদি কুরআনের উপর বিশ্বাস রাখতেন। আপনাকে সেই কৌশল জানানো হতো। কিন্তু, সেটা না করে আপনি ব্লগের কিছু গর্ধভদের মতো খুঁচা-খুচির পথ বেঁছে নিলেন! আফসোস লাগে আপনার জন্যে।
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মাইন্ড করবো কেন!!!
আমি টেকনোলজিকাল এডভান্সমেন্টকে অস্বীকার করি না।
তবে, আধ্যাত্মিকতা এমনকি অধ্যাপক এপিজে আবদুল কালামও বিশ্বাস করতেন।
কিন্তু, কিছু বেকুব বাঙ্গালী কিছুই বুঝে না! না বিজ্ঞান, না আধ্যাত্মিকতা!
২| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি পারবেন?
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি এমন একজনকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছেন যিনি এই বিশ্ববিদ্যলাওয়ের জুনিয়র অধ্যাপক!
৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:১০
সৈয়দ কুতুব বলেছেন: গতকাল সবাই ধর্ম নিয়ে লেখালেখি করেছে। কারণ টা কি?
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার ফাঁসির রায় কি হয়ে গিয়েছে?
শুভেচ্ছা।
৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৪
রানার ব্লগ বলেছেন: অনেক জ্ঞ্যান হজম করা হইলো।
২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার জ্ঞান নেওয়ার বয়স।
উপদেশ দিচ্ছি, জ্ঞান নেওয়ার চেষ্টা করেন।
৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: ইসলামের আলোয় আলোকিত হোক বিশ্ব।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৫৩
আহরণ বলেছেন: কিছু বাদ পড়ে গেছে, ভাইয়া?
১। গাধার পিঠে চড়ে মহাশূন্য ভ্রমন।
২। আঙুলের ইশারায় চাঁদ মামাকে দ্বিখন্ডিত করা।
হা হা হা................. মাইন্ড কইরেন্না।