নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গতকাল শায়মা আপুনি মাকাল ফল নিয়ে একটি ছড়া লিখেছিলেন। সাথে ঐ ফলের ছবিও দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে, মাকাল ফল দেখতে আপেলের মতো। আর, এই আপেল নিয়ে জর্জ বার্নার্ড শো বলেছেন - "তোমার এবং আমার কাছে যদি একটি করে আপেল থাকে, এবং আমরা পরস্পর যদি সেই আপেল দুটি বিনিময় করি, তাহলে, দুজনের কাছেই একটি করে আপেল রয়ে গেলো। কিন্তু, আমাদের দুজনের একটি করে আইডিয়া থাকে, এবং, আমরা যদি সেই আইডিয়া দুইটি পরস্পর বিনিময় করি, তাহলে, দু'জনের কাছেই দুইটি করে আইডিয়া থাকবে।"
এই কথা চিন্তা করেই, আমি আমার সব আইডিয়া ওপেন করে দিয়েছি। আশা করি, সবার কাজে লাগবে। আমার আইডিয়াগুলো কেমন হলো, আশা করি জানাবেন।
আইডিয়াগুলো ডাউনলোড করার লিংক - view this link
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দুঃখিত।
উপরের লিংকটি কেন যেন কাজ করছে না!!!
এখানে আবার দিলাম - https://gre.academia.edu/MohammadFasihUlIslam
ধন্যবাদ নিরন্তর।
২| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২০
আমি সাজিদ বলেছেন: কিছু আইডিয়া নিয়ে লেখুন। ক্লিক দিতে ভয় লাগে।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভয়ের কিছু নেই। আমি দস্যু নই!!!
এখানে পুরো লিংক দেখতে পারবেন - https://gre.academia.edu/MohammadFasihUlIslam
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬
সোনাগাজী বলেছেন:
শায়মা ১ জন শিক্ষক ও ব্লগের ১ জন এডমিন; ব্লগে এসব অর্থহীন ছড়া লেখা কি উনার সাজে?
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, আমার আইডিয়াগুলোর দেখার জন্যে ধন্যবাদ। আমি এনালিটিক্সে দেখলাম যে, আপনি ক্লিক করেছেন।
আমার আইডিয়াগুলো কেমন হয়েছে আশা করি জানাবেন।
ভালো থাকুন নিরন্তর।
৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯
আমি সাজিদ বলেছেন: শায়মা ছড়া লিখলে সোনাগাজীর সমস্যা কি? ভালো না লাগলে এড়িয়ে গেলেই হয়।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সাজিদ ভাই, আমরা কি আমার এই পোস্টের আইডিয়াকে ইগনোর করছি?
ভালো থাকুন নিরন্তর।
৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১
আমি সাজিদ বলেছেন: মনে হয় ভাই শাইয়্যান। সোনাগাজী চাচা এখানে অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন। আচ্ছা আপনার আইডিয়া দেখে আসি।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আইডিয়াগুলোতে উঁকি দিতে চাওয়ায় ধন্যবাদ নিরন্তর।
৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩
সোনাগাজী বলেছেন:
আমি সবগুলো দেখার পর জানাবো।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, আমার পোস্টে আপনাকে কেউ অপমান করার চেষ্টা করলে আমি প্রতিবাদ জানিয়ে তা ইরেজ করে দিয়েছি।
তেমনি, আপনি যা লিখেছেন, তা ডেল্ট করে দিলাম।
আইডিয়াগুলো আমার মাথা থেকে এসেছে। সম্প্রসারণের জন্যে কিছু ক্ষেত্রে এ,আই সাহায্য করেছে। কিন্তু, মূল আইডিয়া আমার।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯
সোনাগাজী বলেছেন:
ঠিক আছে।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বুঝতে পারার জন্যে অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আমার কন্যা স্কুলে শিখেছে, শেয়ারিং ইজ কেয়ারিং।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গুড!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৮
সোনাগাজী বলেছেন:
আপনার দেয়া লিংকটা ক্লিক করলে, আপনার নিজস্ব ( সামুর ভেতরে ) ব্লগিং এলাকায় নিয়ে যায়, যেখানে আপনার পোষ্টগুলো আছে; আপনি কি এটাকেই আপনার "আিডিয়াগুলো" বলতে চেয়েছেন?