নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শায়মা আপুনি\'র মাকাল ফলের ছড়াটা নিয়ে সুনোতে আমার গলা মিক্স করে গান!!! :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৬



মাকাল ফলের আকাল হলেও,
ব্লগেও স্থান পায়।
তাই বলে কি, হুতুম পেঁচা,
জাতে উঠে যায়?

ধারুম ধুরুম, ঠুস-ঠাস,
চলছে ভালো বেশ!
মাকাল ফুল চুলে লাগিয়ে,
দুলাচ্ছে আপুনি কেশ!







মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৮

শায়মা বলেছেন: হা হা অনেক অনেক ভালো হয়েছে কিন্তু আসলেই....

কিন্তু তোমার গলা দিলে কেমনে!!!!!!!!!

ভাইয়া এইবার একটা শুনো এআই মিউজিক নিয়ে টিউটোরিয়াল পোস্ট লেখো......

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

আমার কিছু কাভার গান ছিলো। ঐ গানগুলো থেকে মিউজিক ও স্বর আলাদা করে সুনোতে আপলোড করে দেই। তারপরে, মেলোডি সিলেক্ট করে দিলাম। হয়ে গেলো!!!

খুব সোজা! আকস্টিক মেলোডি দিও। তাতে তোমার গলা চলে আসবে। কোন মেলোডি সিলেক্ট না করলেও আসবে।

খুব সোজা, সবাই পারে, তাই পোস্ট দেই নাই।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৬

শায়মা বলেছেন: এটাও শোনো ভাইয়ু

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তুমি বরুণা!!!

অসাধারণ হয়েছে কবিতাটা।

ভালো থাকো নিরন্তর!

৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: আমি তো বরুণা, জরিনা, মালেকা, সালেকা কত কিছুই জানোনা??? :P

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভালো! নিজেকে একেক রূপে প্রকাশ করাটা সত্যিই দারুণ কাজ!

তুমি ব্লগে অনেক সময় দাও!

আমি পারি না।

ভালো থাকো নিরন্তর।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: কবিতাটা প্রতিফলনের লেখা.....

গানটাও সেই বানিয়েছে। :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রতিফলনের ব্লগ পেইজে উঁকি দিয়েছি।

তোমার ইউটিউবে বেশ কয়েকটা গান।

শুনবো একে একে।

ধন্যবাদ নিরন্তর।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:



- আপনার গান বেশ চমৎকার হয়। আপনি কি মোটামুটি নিয়মিত চর্চা করেন? শুভকামনা রইলো।
- অ.ট. : আপনার কফি বাগানের কি খবর? ফুল এসেছিলো?

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

আমার কফি বাগান বিক্রি করে দিয়েছি। ভালো মুনাফা হয়েছে!

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৮

আহরণ বলেছেন: চমৎকার হয়েছে............... @ ভাইয়া।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


এটা কি পিপল প্লিজিং আইটেম?

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঠিক ধরেছেন!!! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.