নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সংখ্যা দিয়ে স্রষ্টাকে বুঝার একটু চেষ্টা

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩০

'১' (এক) সংখ্যাটায় কি রহস্য?

যিনি 'এক'... তিনি '0' (শূন্য) থেকে সব 'সৃষ্টি' করতে পারেন।
তারমানে, ১ এবং 0 আলাদা সত্বা।
যিনি ১, তিনি 0 থেকে মহাবিশ্ব তৈরি করার পরে ২ মানব - মানবী সৃষ্টি করেছেন। তাহলে, 0 এর স্থান ১- এর আগে হতে পরে না। গণিতবিদরা কেন ১- এর আগে 0-কে স্থান দেন?

আর, যদি 0 = অস্তিত্বহীনতা বুঝায়, ১ দিয়ে আল্লাহ, ২ দিয়ে সৃষ্টি হলে, আল্লাহর নুর বা আলোকে কোন সংখ্যা দিয়ে বুঝানো যাবে?

আল্লাহর নুর অর্থ কি আল্লাহর গুণ বুঝায়? যদি তাই হয়, খোদার গুণবাচক নামের সংখ্যা ৯৯। সেই অর্থে, নুর = ৯৯?

কিন্তু, মানুষ আলো-কে একটি একটি শক্তির মর্যাদা দিয়েছে। আর, বিজ্ঞানীরা বলেন, শক্তির কোন বিনাশ নেই। শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়। এভাবে, আলো যদি একটি শক্তি হয়ে থাকে, তাহলে, আলোর মান কত?

সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়ে পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করে। সূর্য যখন থাকে না, তখন সে চাঁদকে আলোকিত করে। কিন্তু, যখন সূর্য ও চাঁদ দুটোই পৃথিবী থেকে দেখা যায় না, তখন? অমাবস্যা হয়। তবে, অমাবস্যায় তারার আলো ঠিকই অন্ধকারকে কিছুটা হলেও দুর করে।

সৃষ্টির সেরা জীবের মান ২ হয়ে থাকলে, উপরে বর্ণিত অন্যান্য সৃষ্টিগুলোকে কিছু সংখ্যা বা মানের মধ্যে আনা গেলে ভালোই হতো!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৭

আহরণ বলেছেন: এগুলো কী?? অযথা সময় নষ্ট, @ ভাইয়া??

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার সময় নষ্ট করার জন্যে দুঃখিত।

আমার হাতে কিছু সময় ছিলো। তাই, এসব নিয়ে চিন্তা করলাম!!!

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.