নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা বনাম রাশিয়ার ছায়া যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন

২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬



রাশিয়া যখন আমেরিকানপন্থী ইউক্রেনে যুদ্ধে পড়িয়ে দেশটিকে ধ্বংস করে দিচ্ছে, তখন, প্রথম দিকে কেন যেন তুরস্ক ঘরানার অনেকে হাত তালি দিয়েছিলো। তারা সম্পূর্ন ভাবে রাশিয়াকে সাপোর্ট দেয়। এরপরে, আমেরিকা ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংস-যজ্ঞ চালাতে থাকে, তখন তুরস্ক ঘরানার মানুষেরা হায় হায় পার্টিতে পরিণত হয়।

কিন্তু, এইসব যুদ্ধে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। হয়েছে হত্যাযজ্ঞের শিকার। Action on Armed Violence (AOAV)-এর একটি রিপোর্টে দেখা যায়, বিভিন্ন দেশে যুদ্ধে ২০২৩ সালে ৩৩,৮৪৬ -জন সিভিলিয়ান মৃত্যুবরন করেন অথবা আহত হোন।

অন্যদিকে, যুদ্ধবাজরা ঠিকই ধরা ছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে! মাঝে থেকে অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হয়েছে। ২০১৯ - ২০২৩ পর্যন্ত, আমেরিকা, জার্মানী ও ইতালি ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে। আর, ইউক্রেনকে দিয়েছে আমেরিকা, জার্মানী ও পোল্যান্ড। অন্যদিকে, পৃথিবীর ২য় বৃহত্তম অস্ত্র আমদানীকারক সৌদি আরব ও কাতারকে অস্ত্র দিয়েছে আমেরিকা, ফ্রান্স, স্পেন ও ইটালি।

এইসব অস্ত্রবাজ দেশগুলোর সাধারণ মানুষকে বুঝতে হবে, যুদ্ধ কোন ভালো কিছু বয়ে আনে না। তাঁরাই পারেন, বিশ্বের যুদ্ধবাজ সরকারগুলোকে নিরস্ত্র করতে। নিজেদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাঁরা সেই কাজ করবেন কি না, তা সময়ই বলে দিবে।




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।

২| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১১

সৈয়দ কুতুব বলেছেন: যুদ্ধ জীবন কেড়ে নেয়,নতুন জীবন দিতে পারে না।

৩| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩

নাহল তরকারি বলেছেন: সব অস্ত্র ব্যাবসায়ীদের বুদ্ধি।

৪| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৩

কামাল১৮ বলেছেন: নিজেদের কথা চিন্তা করেন।আমরাও যে কোন সময় গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.