নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
পথশিশু টোকাইদের নিয়ে একটি গান।
পথের ধারে ছোট্ট জীবন
স্বপ্নেরা কত অজানা
আলো-ছায়ায় ঘেরা দিনে
সুখের পথ যেন বেদনা
ভাঙা পথের গানে গানে
হাতগুলো সব মেলানো
শিশুর চোখে স্বপ্ন ভাঙা
তবু হাসি লুকানো
রোদ্দুরে ঝলসে যাওয়া
তাদের জীবন সংগ্রাম
আশা আর নিরাশার মাঝে
বেঁচে থাকার অভিমান
ভালোবাসা যতই খুঁজুক
পথেই যেন বাসা
পথশিশুরা বেঁচে থাকে
দিন আর রাতের আশা
অভিমানের আলোতে মাখা
পথিকের জীবন ধারা
দুঃখভরা কাহিনী যেন
হ্রদয়ে জন্ম তারা
রোদ্দুরে ঝলসে যাওয়া
তাদের জীবন সংগ্রাম
আশা আর নিরাশার মাঝে
বেঁচে থাকার অভিমান
২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩০
আজব লিংকন বলেছেন: দারুণ।। তবে... আমার মনে হয়
সেড মেলোডি হলে আরও ভালো লাগতো।
২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৪
সোনাগাজী বলেছেন:
সমগ্র বাংলাদেশে কি পরিমাণ টোকাই আছে?
২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রায় ৫ কোটি হবে।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৪
ছোট কাগজ কথিকা বলেছেন: পথশিশুদের জীবনের কঠিন বাস্তবতা ও সংগ্রামের সুন্দর এক প্রতিচ্ছবি তুলে ধরেছে। তাদের দৈনন্দিন কষ্টের মাঝে লুকিয়ে থাকা আশা, স্বপ্ন, এবং বেঁচে থাকার নিরন্তর চেষ্টাকে স্পর্শকাতরভাবে প্রকাশ করেছে। জীবনের অভিমান ও অভাবের মাঝেও তারা স্বপ্ন দেখে, হাসে, এবং বেঁচে থাকে— সে কথাই হৃদয়গ্রাহীভাবে ফুটিয়ে তুলেছে।