নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমাদের এই গাধাটির মতো সাহসী ও করিৎকর্মা হতে হবে

১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩



একজন কৃষকের একটা বুড়ো গাধা ছিলো। তার মেয়ে সেই গাধাটিকে খুব পছন্দ করতো। বয়সের কারণে এখন সেই গাধা আর কাজ করতে পারে না। গাধাটির এতোটাই বয়স হয়ে গিয়েছিলো যে কৃষক তাকে ঘাস খাওয়ার জন্যে মুক্ত জমিতে ছেড়ে দেয়।

একদিন গাধাটি জমিতে নিজের মনে চরছিল, হঠাৎ জমিতে থাকা একটি কুয়ায় সে পড়ে গেলো। কুয়াতে পড়ে গাধা বেশ ভয় পেলো। এখন সে কি করবে? সে অনেক চেষ্টা করেও কুয়া থেকে উঠতে পারলো না। তখন সে ডকা ছেঁড়ে কাঁদতে লাগলো।

গাধাটার ডাক শুনে কৃষকটি সেই কুয়ার ধারে উপস্থিত হয়ে দেখতে পেলো তার বুড়ো গাধাটি তাতে পড়ে গিয়েছে। তখন কৃষকটি অনেক চেষ্টা করে যখন গাধাটাকে উঠাতে পারলো না, তখন, আশে-পাশের অন্যনায় কৃষকদের ডাক দিলো। তারা সবাই মিলেও গাধাটিকে উঠাতে পারলো না।



এবারে কৃষকটি কিছুক্ষণ বসে চিন্তা করলো। যখন তার চিন্তা শেষ হলো, সে উঠে অন্যান্য কৃষকদের বললো - সে গাধাটিকে জীবন্ত কবর দিতে চায়। তখন সব কৃষক মিলে একসাথে কুয়ার মাটি ফেলতে লাগলো।



ওদিকে, গাধাটি নিজের মালিকের কথা শুনে হু হু কাঁদতে লাগলো। তার উপর যতোই মাটি পড়ে, তার কান্না ততো বেড়েই চলল। কিছুক্ষণ পরে, উপর থেকে কৃষকেরা শুনতে পেলো, গাধার কান্না বন্ধ হয়ে গিয়েছে। কুয়ার ভিতরে থেকে কোন আওয়াজ আসছে না।

কৃষক খুব অবাক হয়ে কুয়ার নিচে তাকালে এক অদ্ভুত কাণ্ড দেখতে পেলো। তারা গাধার উপরে যে মাটি ফেলছে, সেগুলো গাধা তার পিছনের পা দিয়ে নিজের নিচে নিয়ে যাচ্ছে! এতে করে, যতোই মাটি ফেলা হচ্ছে, গাধাটি আরো উঁচুতে উঠে আসছে!

কৃষকেরা তখন আরও বেশি বেশি মাটি ফেলতে লাগলো, আর, গাধাটি তার নিচের পা দিয়ে সেগুলো নিচে ঠেলে ফেলে উপরে আসতে লাগলো। এভাবে কিছুক্ষণ পরে দেখা গেলো, গাধাটি কুয়ার একদম উপরের অংশে চলে আসতে সক্ষম হয়েছে।



শেষে, গাধাটি এক লাফে কুয়া থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। সে বুঝতে পারে, তার জন্যে মালিকের কি ভালোবাসা! সে বাকি জীবনটা খুব সুখী হয়ে পার করে দেয়।



ছবিসূত্রঃ পিক্সাবে



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:




দেশবাসীকে এইজন্য শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা শিক্ষিত করে গাধা বানিয়ে রেখে গেছেন; ড: ইউনুসের কাজ হবে, ওদেরকে শেখানো ২ পায়ে লাথ মেরে উপরের মাটিকে নীচের দিকে সরানো কিভাবে যায়।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দেশবাসীর অনেকেই পড়ালেখা জানে না।

পড়ালেখার প্রতি আগ্রহ কম।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:


আগ্রহ থাকলে এই ভয়ংকর দরিদ্র গোষ্ঠী নিজের থেকে পড়ালেখা করতে পারতো? "টোকাইদের" আগ্রহ থাকলেই মাষ্টার্স করতে পারবে?

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই আর্টিক্লেলটি পড়ুন, প্লিজ। নিজের অবস্থা ফেরানোর তাগিদে এই মানুষগুলো কি না করেছেন!!!

দীন থেকে সুদিনে, ওঁরা আজ বিসিএস ক্যাডার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.