নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আশাই জীবন। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। মা-বাবা আশা রাখেন সন্তান একদিন মানুষ হবে, শিক্ষক আশা রাখেন একদিন প্রচন্ড ভিড়ের মধ্যেও তাঁকে অনেকদিন পর কাছে পেয়ে কোন ছাত্র-ছাত্রী তাঁর পা জড়িয়ে ধরে কদমবুসি করবে, পারার নেতা আশা রাখেন একদিন তিনি সংসদ সদস্য হবেন, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি আরেকবার দেশকে নেতৃত্ব দিবেন।
ঠিক এভাবে, একজন ভিক্ষুক বা টোকাইদেরও আশা আছে। কেউ তাদের সাহায্যে এগিয়ে আসবে অথবা ডাস্টবিনে কোন একদিন গুপ্তধন পেয়ে যাবে, এই হয়তো তাদের আশা। এই আশা কি আরো একটু বাড়িয়ে নেওয়া যায়? শুধুই জীবিকার অন্বেষণে তাদের ব্যস্ত না রেখে, তাদের আশার পরিধি আরো বিস্তৃত করা যায় কি? গেলে, সেটা কিভাবে?
হয়তো এখন থেকে মা-বাবা আশা রাখবেন তাঁদের ছেলে এস্ট্রোনট হবে, শিক্ষক অবাক হয়ে দেখবেন তাঁর কোন ছাত্র মহাকাশের কোন যান থেকে তাঁকে চিঠি লিখেছে, পাড়ার নেতা এলিয়েনদের সাথে কিভাবে কথোপকথন করে জ্ঞান বাড়ানো যায় তা নিয়ে ভাবিত হবেন, প্রধানমন্ত্রী আরেকটি গ্রহে বসতি করে সেখানকার প্রধানমন্ত্রী হবার স্বপন দেখবেন।
এভাবে, ভিক্ষুক বা টোকাই রাস্তায় ঘুমাবার আগে আকাশের তারা গুনতে গুনতে ভাবতে থাকবে, ঐ আকাশ থেকে ঠিকই একদিন কেউ নেমে এসে তাদের সকল সমস্যা মিটিয়ে দিবে। তাদের হয়তো তখন আর ভিক্ষা করতে হবে না। আকাশে চাঁদ নামক বস্তুটিকে তখন শুধু রুটি বলে মনে হবে না, ভাবিষ্যতের একটু মাথা গোঁজার ঠাই হিসেবেও গন্য হতে থাকবে।
আসুন আমরা বেশি বেশি ঝগড়া করি। এমন ঝগড়া করি যা টোকাইদের জন্যে এরকম একটু স্বপ্ন তৈরী করে দিবে।
ছবিঃ কার্টুনিস্ট রফিকুন নবী
১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি এই নিয়ে একটু লিখুন।
ধন্যবাদ নিরন্তর।
২| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৪
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, লিখবো।
১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের সিলেটের লাইব্রেরীটি শিশুদের জন্যে।
এমন পথশিশুদের নিয়ে সেখানে কি করা যেতে পারে, ভাইয়া?
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২৭
কামাল১৮ বলেছেন: আর কতো করবে।রাস্তা থেকে ধরে এনে মন্ত্রীর পধমর্যাদায় বসিয়ে দিলো দুই জনকে।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৪
সোনাগাজী বলেছেন:
আমাদর জাতির যথেষ্ট সম্পদ আছে, কোন টোকাই থাকার কথা ছিলো না; কিন্তু জিয়া থেকে শুরু করে ড: ইউনুস, এসব ইডিয়টগুলো রাস্তার বাচ্ছাদের জন্য কিছু করলো না।