নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাগানের মতো পাঠাগারে সিলেটের ফুলের মতো শিশুদের ব্যস্ত দিন কাটছে

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৪



আমার একটি লাইব্রেরী থাকবে আর আমার পছন্দের লেখকদের বই দিয়ে তা সাজানো থাকবে, আমি সারা দিন সেই লাইব্রেরীতে বসে বসে বই পড়বো! ছোটকাল থেকে আমার এই স্বপ্ন ছিলো। আমার সেই স্বপ্ন আজ হাতে ধরা দিয়েছে।

আমাদের অনেক দিনের চেষ্টা এবং শ্রম সফল হয়েছে। আমরা সিলেটের শিশু-কিশোরদের জন্যে বিশেষায়িত একটি পাঠাগার খুলতে পেরেছি যা সিলেটের মধ্যে প্রথম। প্রথম হতে পারাটা সব সময়ই আনন্দের! আমরা এই ক্ষেত্রে সিলেটে ১ম হতে পেরে খুবই আনন্দিত।



কবি শেখ সাদী বলেছেন, বই হচ্ছে পকেটে লুকিয়ে রাখা বাগানের মতো। বাগান যেমন হাজারো ফুলের জন্ম দেয় আমাদের এই পাঠাগারটি যেন সিলেটের ফুলের মতো লক্ষ লক্ষ শিশুকে স্থান দিতে পারে সেই চেষ্টাটাই আমরা করছি। আমাদের পাঠাগারে শিশুদের উজ্জ্বল চোখে ঘুরে বেড়ানোটা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা!



আমার সবচেয়ে বেশি খুশি লাগছে এই জন্যে যে, আমি আমার মায়ের নামে এই পাঠাগারটি খুলতে পেরেছি। আমাদের দেশে বেশির ভাগ প্রতিষ্ঠানের নামকরণ করা হয় মৃত ব্যক্তিদের নামে। আমি এক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছি যাতে আমার আম্মা জীবিত কালেই উনার নামে করা লাইব্রেরীটি দেখে যেতে পারেন।



আমাদের পাঠাগারে ১৪টি বিষয়ের উপর প্রায় ১০০০ বই রয়েছে। বইয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। স্বপ্নপুরী পাঠাগারে যেসব বিষয়ের উপর বই আছে, সেগুলো হচ্ছে - ১/ভুত সমগ্র, ২/রুপকথা, ৩/ধর্মীয়, ৪/রহস্য, ৫/ইতিহাস, ৬/জীবনী, ৭/ছড়া, ৮/ ধাঁধা, ৯/কৌতুক, ১০/গণিত, ১১/মহাকাশ, ১২/বিজ্ঞান, ১৩/ বৈজ্ঞানিক কল্পকাহিনি, এবং ১৪/গোয়েন্দা।

আমি আশা করি, সিলেটের শিশু-কিশোরদের জন্যে ১ম এই পাঠাগারটি সিলেট সীমানা ছাড়িয়ে অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়বে!

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪২

আমি সাজিদ বলেছেন: খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরাও সামনের বছর এমন কিছু করবো ইনশাআল্লাহ। বাচ্চাদের জন্য এমন লাইব্রেরি ঢাকার বাইরে সিলেটেই প্রথম মনে হচ্ছে। অন্য কোন বিভাগীয় শহরে আছে?
আপনি যেহেতু আইটির মানুষ, এদের একটু একটু কোডিং, রোবোটিকসও শেখান। যারা ম্যাথে ভালো তাদের পরে একটা সময় ম্যাথ অলিম্পিয়াডের সাথে ট্যাগ করে দিয়েন। বায়োলজি / ফিজিক্সের জন্যদের বায়োলজি / ফিজিক্স/ অলিম্পিয়াড।

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ। সিলেট বিভাগে এই পাঠাগারটিই প্রথম শিশুদের জন্যে গড়ে তোলা হয়েছে!

আপনার পরিকল্পনা শুনে দারুণ লাগছে। আমাদের পাঠাগারটি ঘুরে যাওয়ার আমন্ত্রণ থাকলো।

আমরা প্রতি সপ্তাহে সায়েন্স, টেকনোলোজি, আর্টস এবং ম্যাথস বিষয়গুলোর উপরে বাচ্চাদের কর্মশালা করানোর উদ্যোগ নিয়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৭

নতুন বলেছেন: খুবই ভালো উদ্দোগ। বই পড়ার অভ্যাসটা একটা শিশুর জীবনে আমুল পরিবর্তন আনতে পারে।

ডানাকে বই পড়ার অভ্যাস করাতে চেস্টা করছি।

স্কুল লাইব্রেরি থেকে বই এনে আমাকে পড়ে শোনায়।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শিশুদের জন্যে কিছু করতে পেরে আমি আনন্দিত।

ধন্যবাদ।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪০

ষহততহ বলেছেন: This was a brilliant post. Very helpful and detailed. URL

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



থাকংকু।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: খুবই ভাল একটা কাজ করেছেন।অনেক শুভ কামনা রইল ভাই আপনার জন্য।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ নিরন্তর, প্রিয় মোস্তফা সোহেল ভাই।

ভালো থাকুন।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার ভাই। এগিয়ে যান।

০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ। শুভেচ্ছা।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০১

আজব লিংকন বলেছেন: চোখ জুড়ানো একটা পোস্ট।

০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ। শুভেচ্ছা।

৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৩

কামাল১৮ বলেছেন: শিশুর বিকাশে সাহায্য করে এমন বই বেশি রাখবেন।

০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এমন কিছু বইয়ের নাম আশা করি জানাবেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.