নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
শ্রদ্ধেয়া জানা আপু,
সালাম জানবেন। আশা করি ভালো আছেন। ঢাকায় আজকের সকালটা বেশ মিষ্টি ছিলো। নাস্তা করতে করতেই হঠাৎ মনে হলো, ২০২২ সালের এবারের বাংলা ব্লগ দিবসটা একটু জাঁকালো ভাবে করলে কেমন হয়?
যেই ভাবা সেই কাজ। আমি ফোন দিলাম কাভা ভাইকে। তিনি জানালেন যে, নভেম্বরের দিকে এই নিয়ে একটি মিটিং কল করবেন। এই ফাঁকে, আমি আমার ভাবনা শেয়ার করছি-
তারিখ ও সময়ঃ
বাংলা ব্লগ দিবস বিভিন্ন গ্রুপ বিভিন্ন দিনে পালন করে থাকেন। কেউ ১লা ফেব্রুয়ারী, কেউবা ১৬ই ডিসেম্বর। তবে, আমাদের মতো বেশিরভাগ ব্লগারই ১৯শে ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসবে স্বীকৃতি দিয়েছেন। সেজন্যে আমি ১৯শে ডিসেম্বরকে কেন্দ্র করে সারা দিন বাংলা ব্লগ দিবস আয়োজন করতে আগ্রহী।
ভেন্যুঃ
একটু বড় করে ব্লগ দিবস আয়োজন করলে, বাংলা একাডেমী ভবন বা প্রেস ক্লাবের বড় হলে ভেন্যু হিসেবে ভালো মনে হয়। আপনার নিকট থেকে এই ব্যাপারে নির্দেশনা জরুরী।
অনুষ্ঠানসূচিঃ
প্রথমেই বক্তব্য পর্ব। এটাকে যথাসম্ভব ছোট ও মজাদার করা জরুরী। আপনার এবং বিখ্যাত ব্লগারদের অংশগ্রহণ বিশেষ প্রয়োজন। পুরনো ব্লগার বনাম নতুন ব্লগারদের রম্য বিতর্ক অনুষ্ঠানকে বিশেষ আকর্ষনীয় করে তুলবে নিশ্চিত।
সবশেষে একটু জাঁকালো সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান এবং কবিতা-ছড়ার আসর বেশ জমবে।
র্যালিঃ
১৯শে ডিসেম্বরের সকালটা শুরু হতে পারে বিশেষ ভাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলা ব্লগ দিবসকে স্বাগত জানিয়ে একটি র্যালি করতে আগ্রহী।
পিঠা-পুলি’র মেলাঃ
স্টল দিয়ে খাবার আয়োজনে পিঠা-পুলি’র মেলা বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে পারে।
ব্লগিং নিয়ে কর্মশালাঃ
বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্লগিং কি সেই বিষয়ে একটি কর্মশালা আয়োজন করলে বাংলা ব্লগ প্ল্যাটফর্ম অনেক লাভবান হবে। এজন্যে আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরী।
ইনভাইটেশন কার্ডঃ
দেশ ও দেশের বাইরের প্রতিষ্ঠিত ব্লগার ও শুভানুধ্যায়ীদের ইনভাইটেশন কার্ড দেওয়া গেলে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। এজন্যে একটি আগে ভাগে প্রস্তুতি নিতে হবে।
স্পন্সরঃ
বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ৩ মাস আগে স্পন্সর করা নিয়ে প্ল্যান করে। তাই, এখনই সময় তাদেরকে প্রজেক্ট প্রপোজাল পাঠানোর।
টিশার্ট, ক্রোড়পত্র এবং গিফট আইটেমঃ
ব্লগাররা যারা এসব কিনতে আগ্রহী তাঁদের জন্যে এগুলো করা যাবে। কোন একটি স্টলে এগুলো শাহিয়ে রেখে কাউকে বিক্রির দায়িত্ব দিলে বেশ হবে।
অংশগ্রহণ ফিঃ
ব্লগারদের কাছ থেকে অংশগ্রহণ ফি এবং ডোণেশন নিলে আয়োজনে অনেক সাহায্য হবে।
আয়োজক কমিটিঃ
এই নিয়ে খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখা জরুরী যে, ব্লগারদের বেশির ভাগই চাকুরীজীবী কিংবা ব্যবসায়ী। তাই, তাঁদেরকে সময় বের করে কাজ করতে হবে।
ভালো থাকুন নিরন্তর।
ইতি,
শাইয়্যান
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। ধন্যবাদ নিরন্তর।
২| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০৯
পবিত্র হোসাইন বলেছেন: বাহ! অনেক ভালো একটা প্ল্যান।
যদি সত্যি থাকতে পারতাম।
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি মনে হয় দেশের বাইরে থাকেন।
শুভেচ্ছা।
৩| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: ভালো চিন্তা।
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৪
শাহ আজিজ বলেছেন: হয়ে যাক ।
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আশা করি আপনার সাথে দেখা হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১
লেখার খাতা বলেছেন: আমার ভাবনা:
১) অনুষ্ঠানে নাচ গান করলে অনেকে বেজার হতে পারেন। তাই তাদের দাওয়াত না করা ভাল।
২) এই মুহূর্তে সামুর সবচেয়ে বেশী দরকার বিজ্ঞাপন। ৩০ টা বড় কোম্পানির হেড অফ দ্যা মার্কেটিং কে দাওয়াত দিয়ে হসপিটালটি দিলে ৫ স্পন্সর পাওয়া যাওয়ার কথা।এক ঢিলে দুই পাখি হয়ে গেলো ।
২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১) নাচ গান সবাইই পছন্দ করেন বলে জেনেছি।
২) মূল্যবান মতামত।
অনেক ধন্যবাদ।
৬| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১
গেঁয়ো ভূত বলেছেন: ভালো উদ্যোগ, এটা সামুকে উদ্দীপ্ত করতে সহায়ক হতে পারে।
২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সামুকে আমার উদ্দীপ্ত বলে মনে হয়।
তবে, জোয়ার - ভাটা তো থাকেই।
শুভেচ্ছা।
৭| ২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: উদ্যোগ খুবি সুন্দর সাফল হোক এই প্রত্যয়-------
২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ। সবাইকে নিয়ে এমন আয়োজন করাটা জরুরী।
শুভেচ্ছা।
৮| ২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৯
লেখার খাতা বলেছেন: আপার পরিকল্পনা ও ইচ্ছার বাহিরে কিছুই হবেনা।
বিশেষ দ্রঃ আপা মানে জানা আপা। অন্য কেউ নিজের উপরে টাইনেন না।
৯| ২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৬
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।
২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভাইয়া।
শুভেচ্ছা নিরন্তর।
১০| ২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৯
খায়রুল আহসান বলেছেন: ২০১৯ এর ব্লগদিবস উদযাপনের তারিখ হ্ঠাৎ করে পরিবর্তিত হয়ে যাওয়ায় রেজিস্ট্রেশন করেও একটুর জন্য মিস করেছিলাম। এবারে হলে যোগদানের আশা রাখি।
দেখা যাক, এ নিয়ে কে কী ভাবছেন।
২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার সাথে দেখা হলে খুব ভালো লাগবে।
শুভেচ্ছা নিরন্তর, ভাইয়া।
১১| ২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাহলে ১৯ ডিসেম্বর ছুটি নেবো। চমৎকার ভাবনা। আলোচনা চলুক। আমি আছি।
২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বেশ হবে! ধন্যবাদ নিরন্তর।
১২| ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
সোনাগাজী বলেছেন:
ভালো প্রস্তাব।
২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভাইয়া।
শুভেচ্ছা নিরন্তর।
১৩| ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪১
নেওয়াজ আলি বলেছেন: ভালো প্রস্তাব । সফলকাম হোক।
২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
১৪| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
'দেখি কে কী বলেন!'
এমন আশায় নিজ মতামত প্রকাশ থেকে বিরত থাকাটা অনুচিত বলেই আমার মনে হচ্ছে। আশাবাদী, এমন সব উদ্দীপনা মূলক কার্যক্রমে সকলেই নিজ নিজ মতামত প্রকাশ করে অনুষ্ঠানকে কীভাবে সফল ও সার্থক করা যায় তার চেষ্টা করবেন।
এই ব্লগ পোস্টে ব্লগ দিবস ২০২২ উৎপাদন উপলক্ষে যে বিষয়গুলো উঠে এসেছে তার সাথে সাদৃশ্য রেখে আমি নিম্নোক্ত বিষয়গুলো (ব্লগ দিবস সফল করার আলোচনায়) রাখার জন্য আবেদন করছি!
১) নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখা
২) অনুষ্ঠান স্থলের পাশেই একটি স্টলের ব্যবস্থা করে রাখা।
৩) যদি সম্ভব হয়, এই পর্যন্ত ব্লগারদের আয়োজনে বের হওয়া সব ক'টি ব্লগার যৌথ সংকলন গ্রন্থ স্টলে রাখা।
৪) ব্লগারদের অংশগ্রহনে টিকিট ব্যবস্থা রাখা।
৫) সম্ভব হলে টিকিটের টাকা থেকে প্রত্যেকের জন্য নিজ নাম সম্বলিত টিশার্টের ব্যবস্থা রাখা।
৬) র্যালী বা যাই করা হোক, সর্বাগ্রে নিরাপত্তার নিশ্চিত করণ।
৭) সম্ভব হলে, ব্লগ দিবস উপলক্ষে ব্লগারদের লেখা নিয়ে একটি ক্ষুদ্র ম্যাগাজিন বের করার চেষ্টা করা।
৮) যথাসম্ভব পূর্ণ অনুষ্ঠানটি লাইভের ব্যবস্থা করা এবং লাইভে অংশগ্রহণের জন্যও টিকেটের ব্যবস্থা করা সেটা কেবলমাত্র দেখানোর শর্তে। (লাইভে অংশগ্রহণকারীর কথোপকথনের শর্তে নয়)
আপাত এগুলোই। পরবর্তীতে স্মরণ হলে বলার চেষ্টা করবো। শুভরাত্রি।
এবিষয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুবই সুন্দর প্রস্তাবনা, প্রিয় তাজুল ভাই।
আশা করি কেউ না কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসবেন।
ধন্যবাদ নিরন্তর।
১৫| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
ভাবনার বাস্তবের রুপ চাই' আমি থাকবো।
২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা।
১৬| ২৭ শে অক্টোবর, ২০২২ ভোর ৪:৪৩
কবিতা ক্থ্য বলেছেন: উত্তম প্রস্তাব।
আশা করি জানা আপু শঘ্রি উত্তর দিবেন।
২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা।
১৭| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: আমি আসতে পারবো না। আমার অনেক শত্রু আছে।
২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমই আপনার শত্রু নই।
বড় করে, হোক, কি ছোট করে, এবারের ব্লগ ডে জমকালো করা দরকার।
কারণ, পরের দুই বছর বাংলাদেশে বেশ ভেজাল থাকবে।
শুভেচ্ছা নিরন্তর।
১৮| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: অন্য বিভাগের ব্লগারদের জন্য ঢাকায় যাওয়া জটিল হয়ে যায়। শহর বা বিভাগ ভিত্তিক ব্লগ ডে সেলিব্রেট করলে কেমন হয়?
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০৮
রানার ব্লগ বলেছেন: চিন্তা গুলো বেশ আকর্ষনীয় !! অন্যদের প্রতিক্রীয়া কেমন হয় দেখা যাক !!!