নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আজ সমাহ্যোয়ার ইন ব্লগের ফেসবুক গ্রুপে একজন ব্লগার লিখেছেন- "বর্তমান ব্লগারগণ আর তাহাদের লেখার মানঃ আহা!"
আমি সেই ব্লগারকে চিনি না। তিনি কেমন লিখেন বা লিখতেন তাও জানি না! তাঁর নিকটা জানতে পারলে হয়তো বলতে পারতাম তিনি ব্লগিং শুরু করার পরে প্রথম দিকে কেমন ব্লগিং করতেন।
যাই হোক, ব্লগে আমার মতো অনেকেই ভালো লিখতে পারেন না। এর কারণ এমন হতে পারে যে, ব্লগিং কিভাবে করতে হয় তা এই নতুন ব্লগাররা জানেন না। তারা হয়তো ভালো গল্পকার বা কবি, কিন্তু ব্লগিংটা সব সময়ই তাদের কাছে গল্প বা কবিতা/ছড়া লেখার মতো সহজ হয়ে উঠে না।
এই নতুন প্রজন্মের ব্লগারদের সময় দিতে হবে। তাদেরকে বিকশিত হতে সাহায্য করতে হবে। অহেতুক খোঁচাখুঁচি না করে নতুন প্রজন্মের ব্লগারদের সাহায্য করুন।
আমাদের মনে রাখা জরুরী- একটি ছোট পোকাকে প্রজাপতি হতে সময় দিতে হয়। প্রজাপতি হওয়ার আগেই তাঁকে মেরে ফেললে, আমরা কি বলতে পারবো- প্রজাপতি, প্রজাপতি। কোথায় পেলে ভাই এমনও রঙ্গিন পাখা!
শুভ ব্লগিং!
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যে সত্যিকারের বড়, সে অন্যকে ছোট করবে না কখনো।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৩
সোনাগাজী বলেছেন:
প্রজাপতি, বোলতা, মাছি, মৌমাছি, এদের সবার জীবনচক্র মোটামুটি কাছাকাছি। ব্লগারকে কেহ থামাতে পারে না, অপব্লগার নিজেকে নিজেই থামিয়ে দেয়।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগারদের সময় দিতে হবে।
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন আপনি। একদিনেই সব কিছু শেখা হয়ে যায় না। সারাটা সময় ধরেই শিখতে হয়। তবে কেউ কেউ শিখতে নারাজ থাকে।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যে শিখতে চায় না, সে হয়তো নিজেকে ছোট রাখতেই পছন্দ করে। অথবা , এমন হতে পারে - যিনি শিখাতে চাচ্ছেন, তিনি ঠিক মতো কমিউনিকেট করতে পারছেন না।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১০
নূর আলম হিরণ বলেছেন: মন্তব্যটি আমিও দেখেছিলাম, কিছু বলতে গিয়েও পরে নিজেকে সংবরণ করে নিয়েছি।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব দৃষ্টিকটু মন্তব্য। পাবলিক স্পেসে যারা এটা করেন, তারা নায়িকা না মডেলদের ছবির নিচে বাজে মন্তব্য করনেওয়ালাদের একজন হওয়া বিচিত্র কিছু নয়।
ধন্যবাদ নিরন্তর।
৫| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৪
সোনাগাজী বলেছেন:
কোথায়, কি মন্তব্য নিয়ে কথা হচ্ছে?
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জাদিদ ভাইয়ের আজকের একটি পোস্টে এমন মন্তব্য করেছেন একজন ব্লগার।
ধন্যবাদ নিরন্তর।
৬| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২২
ঋণাত্মক শূণ্য বলেছেন: কাকের যে বড় ভয়, পাছে পোকা কখন প্রজাপতি হয়!
এই ভয়েই্ উল্টাপাল্টা মন্তব্য করে মানুষ!
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একজন লেখকের কাছ থেকে এমন বাজে মন্তব্য দুঃখজনক।
ধন্যবাদ।
৭| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৪
সাসুম বলেছেন: শায়ান ভাই, আমিও খেয়াল করেছি সেই ব্লগার এর মন্তব্য। এরকম বেশ কিছু নাক উচু , মুই কি হনুরে ব্লগার আজীবন ই ছিলো।
আসলে ওরা ব্লগার নামের আবর্জনা। আমাদের সামুব্লগে এরকম আবর্জনা মুক্ত থাকুক আজীবন এটাই আমাদের চাওয়া।
আপনার সাথে সহমত- আমাদের শুয়োপোকা থেকে প্রজাপতি হবার সময় দিতে হবে।
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক পুরান ব্লগার ফেবুতে সামুর বর্তমান ব্লগারদের লেখাকে আন্ডারস্টিমেট করে নিজে মুই কি হনুরে মনে করে।
গোফরান ভাইর সাথে সহমত। আজকাল অনেক কেই দেখি ফেবুতে হাতি ঘোড়া মেরে ফেলে, কিন্তু ব্লগে লিখতে দিলে তাদের দুই কলম বের হয়না।
যাইহোক, ব্লগের বর্তমান অবস্থা নিয়ে ট্রল কারীদের জন্য সমবেদনা।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যে কোন জায়াগায় মন্তব্য করার আগে আমাদেরকে আসলে আরেকটু গভীর ভাবে চিন্তা করতে হবে।
কথাকে এজন্যে তীরের সাথে তুলনা করার হয়েছে। একবার হাত থেকে বেরিয়ে গেলে তা সারা জীবনের জন্যে হাহাকার রেখে যেতে পারে।
ধন্যবাদ নিরন্তর।
৮| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৫
মনিরা সুলতানা বলেছেন: সব যুগে সব কালেই পরবর্তী দের কে পূর্ববর্তীদের এসব কথা শুনতে হয়।
একটিভ ব্লগার হিসেবে বেশ কয়েক বছর থেকে ই এই অপবাদ শুনে আসছি।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শেক্সপিয়র পরবর্তী প্রজন্ম সম্পর্কে বাজে মন্তব্য রেখে গিয়েছেন বলে শুনিনি।
ধন্যবাদ নিরন্তর।
৯| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩২
ফ্রেটবোর্ড বলেছেন: আমাদের স্বভাব হচ্ছে লেজ ধরে টানাটানি করা, তাই আমিই বা বাদ যাবো কেন ?
ফেবুর ঐ পোস্ট দেখেছি, যে বিষয়ের উপর পোস্ট, তার একটা অংশ আপনি হয়তো নিজের অজান্তেই করেছেন।
প্রজাপতি, প্রজাপতি বলে যে লাইন লিখলেন সেটা আপনিই লিখেছেন এটা জানি কিন্তু ওই লাইন কি আপনার সৃষ্টি ?
হ্যাপি ব্লগিং।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগ পোষ্ট আর লিটারেচার রিভিঊ-এর মাঝে বিস্তর ফারাক। এটা বুঝতে হবে।
ধন্যবাদ।
১০| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪০
লেখার খাতা বলেছেন: ব্লগের বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করা বেঠিক কাজ। ফেসবুক সামুর সবসময় ক্ষতির কারণ।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফেসবুক সামু'র প্রতিদ্বন্দ্বী ছিলো এক সময়ে।
এখন ফেসবুককে 'ইউজ' করা যায়, সামু'র বিপণনের জন্যে।
ধন্যবাদ।
১১| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি মাসুম ভাই এর মন্তব্যটি পজিটিভলি নিন কাইন্ডলি।।উনি যারা ফেবুর গার্ভেজ ব্লগে কপি-পেস্ট করে তাদের মিন করছেন।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনাকে ব্লগে এসে মন্তব্য করতে বলুন।
ধন্যবাদ।
১২| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১১
শেরজা তপন বলেছেন: ভাল বলেছেন- ধন্যবাদ আপনাকে।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ নিরন্তর।
১৩| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লেখকের কাজ লেখা। কে কি বলল সেটা পরে বিবেচনার বিষয়। আগে তো লেখাটা হোক।
পাছে লোকে কিছু বলবে- ভয় পেলে তো লেখা হবে না। সব কিছুরই ভাল এবং মন্দ দুটো দিক থাকে। মানুষের মাঝেও ওই দুতো জাত আছে। কাজেই আপনার কাজ আপনি করে যান। শুভকামনা থাকলো।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত। আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে।
শুভেচ্ছা।
১৪| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
তিনি কোনো কারণে কষ্টে আছেন। ব্লগারদের খোঁচা দিয়ে নিজের কষ্ট লাঘব করতে চেয়েছেন। তবে, মনে হয় কষ্ট লাঘব হয়নি।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনাকে 'গেট ওয়েল সুন' বলার সময় এসে গেছে।
ধন্যবাদ নিরন্তর।
১৫| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
জুল ভার্ন বলেছেন: তেমন কোনো মন্তব্য খুঁজে পেলাম না।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হয়তো মুছে দিয়েছেন।
শুভেচ্ছা নিরন্তর।
১৬| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার এই লিখাটাকে সমর্থন করি । ভালো বলেছেন ।
আচ্ছা আমাকে কী ব্লগের ফেসুবুক গ্রুপের লিংক দেয়া যায় ?
১৭| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: শাইয়্যান ভাইয়া ফেসবুকের মন্তব্যকারীকে আপনি চিনতে পারেননি এজন্য হাসি পাচ্ছে হাহাহাহা
হাহাহাহহা
হাহাহাহাহ
হাসতে হাসতে মইরা যাইমু। মন্তব্যকারী এখানেও মন্তব্য দিয়েছেন কিন্তু খুঁজে নেন
১৮| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৫
রানার ব্লগ বলেছেন: যাক এতো দিনে স্বীকৃতি পেলাম আমার লেখা খারাপ । অন্তত স্বীকৃতি তো পেলাম !!!
১৯| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: চিলে কান নিয়েছে। সবাই চিলের পেছনে ছুটছে। কিন্তু একবার কানটা ধরে দেখে না। আসলেই কি চিলে কান নিয়েছে?
এই হলো সামুর বর্তমান অবস্থা। কিছু ব্লগার থেকে শুরু করে এডমিন পর্যন্ত এই রোগে ভূগছে।
২০| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১১ বছর ধরে শুয়োপোকাই থেকে গেলাম। প্রজাপতি হয়ে ডানা মেলতে পারলাম ব্লগের নীল আকাশে। তবে বিশ্বাস রাখি, আমার মত কেউ লিখতে পারে না। সবার নিজস্ব স্টাইল আছে লেখার, টপিক বাছাইয়ের।
একটা সময়ে ব্লগের প্রতি একটা ঝোঁক ছিল লিখিয়েদের। মন চাইলেই লিখে ফেলতো। জানতো ১০০ জন পড়বে, আলোচনা হবে। সেই লেখক আর লেখেন না। অনেক কারণেই। সেই জেনারেশন এখন অন্যখানে ব্যস্ত। এটাই নিয়ম। এখন যেই জেনারেশন আছে তাদের কে হেয় করার কোন কারণ দেখি না।
সবার প্রজাপতি হবার দরকার নেই। শুয়োপোকারাও অনেক ক্ষেত্রে দামী। এই ব্লগে তাদের দরকার আছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক পুরান ব্লগার ফেবুতে সামুর বর্তমান ব্লগারদের লেখাকে আন্ডারস্টিমেট করে নিজে মুই কি হনুরে মনে করে।