নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
পশ্চিমের একটি দেশে বাস করা দুই সিনিয়র সিটিজেন পথ দিয়ে হেঁটে চলেছেন। অনুমান, প্রায় ১০০ ছুঁইছুঁই বয়স। আমি তাঁদের নাম জানি না। তাই মনে মনে দুটো নাম ঠিক করলাম দুই বয়স্ক পুরুষ ও মহিলা'র জন্যে - রিচার্ড এবং মার্থা। পশ্চিমে এরকমই নাম রাখা হতো এক সময়ে। যুগের আবহে কত কিছু বদলে গেছে! যেমন বদলে গেছে সমাজ নিয়ে চিন্তা করার মতো মানুষ।
মানুষ এখন সামাজিক বন্ধনকে নিয়ে তেমন কিছু চিন্তা করে না! পশ্চিমের দেশগুলোতে বিয়ে-বিচ্ছেদের হার মহাপ্লাবনের মতো আকাশ ছুঁয়েছে। সেই প্লাবনের ঢেউ এখন বাংলাদেশের মতো প্রাচ্যের দেশগুলোতে আঘাত করছে!
রিচার্ড আর মার্থা'র দিকে পথচলা অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছেন। সেদিকে ভ্রুক্ষেপ নেই এই বয়স্ক দুই মানুষের। হেঁটেই চলেছেন তাঁরা। তাঁদের পড়নের টিশার্টের পিছনে লেখা- সেই ১৯৫২ সাল থেকে 'একসাথে'! হাঁটতে হাঁটতে তাঁরা একসময়ে দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে গেলেন।
১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বন্ধন টিকিয়ে রাখতে চেষ্টা করে যেতে হবে।
ধন্যবাদ নিরন্তর।
২| ১৪ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: পারিবারিক বন্ধন খুব গুরুত্বপূর্ণ। সমাজের ক্ষুদ্রতম একক হল পরিবার। পরিবার নড়বড়ে হয়ে গেলে সমাজ ব্যবস্থাও নড়বড়ে হয়ে যেতে পারে।
১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পরিবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দল।
জীবনে সাফল্য লাভের জন্যে এটাকে টিকিয়ে রাখাটা খুব জরুরী।
তাঁরাই সফল যারা এটা করতে পারে।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪
জুল ভার্ন বলেছেন: পারিবারিক বন্ধন, পারিবারিক শিক্ষা অনুশাসনই সভ্যতা টিকিয়ে রাখতে পারে। +
১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত।
পরিবারগুলো যুগ যুগ টিকে থাকুক।
ধন্যবাদ নিরন্তর।
৪| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৫
সোনাগাজী বলেছেন:
পশ্চিমের বিয়ে ভাংগার মুলে থাকছে পরকীয়া, বিয়ের আগে যৌনতা, মাদক, অর্থনৈতিক সমস্যা, পরস্পরের প্রতি কমিটমেন্ট কম।
১৪ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত। পশ্চিমে যদিও অনেক ভালো উদাহরণ আছে, তবুও, বিয়ে ভাঙ্গার অনুপাত আশ্নগকাজনক ভাবে বেড়েছে।
ধন্যবাদ নিরন্তর।
৫| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৩
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশে দরিদ্রদের মাঝে বিয়ে ভাংছে আর্থিক সমস্যায়, স্বামী তার স্ত্রী ও পরিবারকে ফেলে চলে যাচ্ছে; শহুরে মেয়েরা স্বামীকে স্বামীর পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করে, ঘরে দরকারী কাজ না'করার প্রবণতা ও পরিবারের আর্থিক অসামর্থের জন্য স্বামীকে নাজেহাল করা অন্যতম; নতুন করে যোগ হয়েছে বিয়ের আগের যৌনতা।
১৪ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অবস্থা খুব বেগতিক।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: মানুষের সাথে মানুষের দীর্ঘদিন সম্পর্ক থাকে না।
কিন্তু মানুষ আজীবন একসাথে থাকে।
১৪ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সম্পর্ক থাকার সাথে সাথে একসাথে থাকাটা জরুরী।
ধন্যবাদ নিরন্তর।
৭| ১৪ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৭
কামাল৮০ বলেছেন: মানুষের স্বাধীন মতামত যত শক্তিশালী হবে, বন্ধন তত হালকা হবে।যখন তারা স্বাধীন ভাবে মিলবে তখন আর বন্ধন লাগবে না।বন্ধন না থাকলে বিচ্ছেদও থাকবে না।
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বন্ধন তো থাকবেই!
একটু ভেবে বলুন যা বলেছেন। আপনার কথায় শুভঙ্করের ফাঁকি!!!
ভালো থাকুন।
৮| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কামাল৮০ স্বাধীনতা বলতে কী বুঝেন! হেইডা জানার বড় আফসোস।
কোন বন্ধনই স্থায়ী হয় না, যখন সেটা পুজিবাদী চিন্তায় দেনাপাওনার হিসেবের মুখোমুখি হতে হয়। এই একটা কারণই যথেষ্ট বন্ধন কর্তনের জন্য। পরিপক্ব শান্তিমিয় সম্পর্কের শর্ত হচ্ছে, প্রাপ্তির আশা না রেখে ভালোবেসে যাওয়া।
যখন এরকম ভালোবাসা উভয়ের দিক থেকে হবে, তখন কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির আগেই সেটা (প্রতিবন্ধকতা) মারা যাবে ভালোবাসার বন্ধন দেখে। সুতরাং দেনাপাওনার হিসেব ছাড়া যে ভালোবাসা তৈরি হয়ে সেভাবেই এগিয়ে যাবে তা কখনো দু'মুখো হবে না।
শুভকামনা ও 'ভালোবাসা' জানবেন। এই যে 'ভালোবাসা' এখানে কোন প্রাপ্তির আশা নেই।
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চারপাশে পুঁজিবাদী সমাবেশ নিয়েও এই দম্পতি ১৯৫২ সাল থেকে নিজেদের বন্ধন টিকিয়ে রেখেছেন!
হয়তো এই মানুষদের সংখ্যা হাতে-গোনা। কিন্তু, তাঁরা এখনো টিকে আছেন!
এটাই অনেক বড় পাওয়া, প্রিয় সৈয়দ তাজুল ইসলাম ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮
মনিরা সুলতানা বলেছেন: সমাজ বদলের ঢেউ আমাদের দেশে ও লেগেছে। পারিবারিক বন্ধন টিকাতে এখন অনেক বেশি আন্তরিকতা প্রয়োজন।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
স্রোতের উল্টা দিকে হাঁটাটা আমাদের তরুণ সমাজকে শিখতে হবে।
ঠিক নিচের কবিতার মতো!!!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: এমন বন্ধন গুলো অটুট থাকুক আজীবন।