নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়

১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু ভাগ্য এবং মেধা'র উপর নির্ভর করে কোন কাজে এগিয়ে গেলে সাফল্য আসে না। চেষ্টার প্রয়োজন।''
.
আমাকে তারা উত্তর দেন- ''চেষ্টা তো করিই। তারপরেও, সাফল্য আসে না কেন?!!''
.
আমি হেসে বলি- ''আপনি তো এখন চেষ্টা করছেন না। রণে ভঙ্গ দিয়েছেন বলেই অভিযোগ করছেন।''
.
চেষ্টাটা হতে হবে শেষ পর্যন্ত। সেই চেষ্টা করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সাফল্যের দেখা পাওয়া যায়

হ্যারি পটার গল্পের লেখিকা জে, কে, রোলিং-এর নাম অনেকেই শুনেছেন। কিন্তু, এটা কি শুনেছেন যে তাঁকে এক সময়ে শুধু সরকারী ভাতা দিয়ে জীবন চালাতে হতো? নিজের সন্তানের জন্যে খাবার কেনার পয়সা জোগাড় করাই সেই সময়ে কষ্টকর হয়ে উঠে। লেখার জন্যে তাঁর ছিলো না কোন কম্পিউটার। নিজের লেখা ৯০,০০০ শব্দের গল্প কাউকে দিয়ে টাইপ করানোর টাকাও তাঁর কাছে ছিলো না। নিজের হাতে তিনি হ্যারি পটার গল্পের ম্যানুস্ক্রিপ্ট লিখেছিলেন। তাও ফিরিয়ে দিয়েছিলো প্রকাশনা সংস্থা। বার বার সেই লেখাকে নিজ হাতে এডিট করতে হয়েছে তাঁকে।

আর, আজ? তিনি কোটি কোটি টাকার মালিক!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ট্যালেন্ট + সাকসেস ফর্মুলা + নেভার গিভ আপ ১০০ % কার্যকর করার পরও সফলতা আসেনা ব্রো অনেক সময় লেক অফ লাক এর কারণে !

১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লাক এমন একটা জিনিস যা আমরা তৈরী করতে পারি।

চেষ্টার শেষ বিন্দু দেই না বলেই সাফল্য আসে না।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:


সৌভাগ্যবান হওয়া নিশ্চয় বিশাল ব্যাপার; বাংলাদেশে ৫২ বছরে ২ কোটী কিশোরীকে চাকরাণী হতে হয়েছে; সৌভাগ্য যে, তারা 'চাকরাণী' হতে পেরেছে।

১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমাদের লালমাটিয়া এলাকার যত বাসায় গিয়েছি, সব জায়গায় চাকরাণীরা রাতে মেঝেতে শোয়।

আপনার এলাকার দিকে কি অবস্থা?

৩| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৮

ফুয়াদের বাপ বলেছেন: "চেষ্টার শেষটা দেখার অদম্য দম থাকা চাই। জড় পদার্থের কোন সমস্যা নাই। আমরা মানুষ তাই সামনে সমস্যা আসবেই। সমস্যাকে বাধা না ভেবে নতুন চ্যালেন্জ ভেবে উত্তরনের চেষ্টা চালিয়ে যেতে হবে।"

কিন্তু আমরা অধিকাংশই মাঝপথে রণভঙ্গ দিয়ে ক্লান্তশ্রান্ত হয়ে পরি।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার মনের কথা বলেছেন।

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৪| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৪

জুল ভার্ন বলেছেন: চেষ্টার সাথে সাথে ভাগ্যের সহায়তা না হলে সফল হওয়া যায় না।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভাগ্য লাগে। তবে, তা ১%।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: হ্যারি পটার দেখেছেন?

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, সিরিজের সবগুলো পর্ব দেখেছি।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

কামাল৮০ বলেছেন: চেষ্টার সাথে বুদ্ধি বা জ্ঞানের মিশ্রণ লাগবে।তবেই সফলতা আসবে।চিন্তা কর্ম করতে উদ্ভুদ্ধ করে কর্ম চিন্তাকে পথ দেখায়।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, অবশ্যই জ্ঞান বা বুদ্ধি লাগবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.