নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আপনার জীবনের পথপ্রদর্শককে চিনুন

১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর বেবুনের দল যখন সেই ক্ষেতে ভুট্টা খেতে আসতো, তখন একটা মানুষ 'হা, হা' করে তাদের পিছু ধাওয়া করে ক্ষেত থেকে তাড়িয়ে দিতো। সেজন্যে, বাঁদর আর বেবুনরা সেই মানুষের উপর খুব খ্যাপা ছিলো। একদিন খবর আসলো, সেই বুড়ো মানুষটি মারা গিয়েছে। এই খবর শুনে সেই বাঁদর আর বেবুনের দল খুব খুশি হলো। তারা এক হয়ে আনন্দ করতে লাগলো।

পরের বছর, যখন ভুট্টা ফলনের সময় আসলো, তখন তারা জানতে পারলো, সেই মারা যাওয়া বুড়ো মানুষটি ছিলো ঐ ক্ষেতের একমাত্র কৃষক!

আমাদের সবার জীবনেই এরকম অনেক সময় গিয়েছে, যখন মনে হয়েছে- এই ব্যাটা আমাদের শত্রু! খালি আমাদের পিছু টানে। অথচ, সেই লোকটাই ছিলো আমাদের জীবনের আঁধার রাতের বাতি! ইস, সময় থাকতে যদি বুঝতে পারতাম!

শত্রুর সাথে বসবাস করা আমাদের শিখতে হবে। কারণ, সব শত্রুই আমাদের শত্রু নয়। তাঁদের কিছু আছেন যারা আপনার জীবনের ভিত্তির মতো। তাঁদের পাঠানো হয়, আপনার কাদা'র মতো নরম কাঠামো থেকে একটি আকৃতি বের করে আনার জন্যে।

এমন মানুষদের চিনতে শিখুন।







মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

কামাল৮০ বলেছেন: আমাদের জন্য তাদের কে পাঠায়।এবং কি ভাবে পাঠায়।

১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার অভিমতটি বলুন, প্লিজ।

ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন এবং টেক্টরটি সুন্দর হয়েছে !:#P

১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ। আমি চেষ্টা করেছি নিজের মতো করে বলার।

শুভেচ্ছা নিরন্তর।



৩| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১২

ফুয়াদের বাপ বলেছেন: চারপাশের সবার সাথেই সুসম্পর্ক রাখা ভালো। তবে চিহ্নিত শত্রুুর সাথে বসবাস করা সহজ কাজ না। যার সংস্পর্শে ক্ষতির সম্ভ্যাবনা থাকে তার কাছ থেকে নিরাপদ দূরুত্ব বজায় রাখাই শ্রেয় মনে হয়। তবে যারা শত্রুর সাথেও সখ্যতার ভারসাম্য রাখতে সক্ষম তারা নিজেরাও শক্তমনোবলের।

১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জী, শত্রুকে চেনা ভালো। বন্ধুকেও।

ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: শিক্ষনীয় চিন্তা-জাগানিয়া বিশ্লেষনী দৃষ্টিভঙ্গির পোস্ট ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ, গোফরান ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:



সভ্যতা এখন যেখানে আছে, মানুষকে আধুনিক জ্ঞান আহরণ করতে হবে; মানব ইতিহাসে গত ২০০০ বছর খুবই গুরুত্বপুর্ণ, এই সময়ে মানুষের জ্ঞান ভান্ডার সম্পরসারিত হয়েছে। অনেক জাতি তাদের শিক্ষা ব্যবস্হাকে আধুনিক করেনি, তারা পেছনে পড়ে গেছে।

১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জীবনের প্রতিটা মূহুর্ত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সময় খুব অল্প।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


বোবার শত্রু থাকে না, এটা সত্যি?

১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি কোন বোবাকে জিজ্ঞাসা করে দেখিনি।

আপনি জিজ্ঞাসা করেছিলেন?

ধন্যবাদ।

৭| ১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:০৫

কবিতা ক্থ্য বলেছেন: শত্রু দর্শননীতি ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ধন্যবাদ। আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা।

৮| ১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

কিশোর মাইনু বলেছেন: আপনার ছবি টি দেখে কিছুদিন আগে দেওয়া আমার এই পোস্টটির কথা মনে পরে গেল।
আর আপনার পোষ্ট পড়ে মনে পড়ল এই পঙক্তি-
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো। নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে। সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?

১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার পোস্টটি পড়ে এলাম। ভালো লেগেছে।

আপনার মন্তব্যে প্রীত হলাম।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.