নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মন বলেছে যে কথা,
আড়ালে রাখি সব-ই,
ভালবেসেছি, সেই কবে!
তুমি কি নির্বাক জলছবি।
আমি দেখেছি চোখ-
নিশ্চুপ অপলক,
কত যে ভালোবাসো-
বোঝেনি মন একই স্বপ্নলোক!
ফেলে পুরনো শহর,
চলো পাড়ি দিবো দূর,
পথ ঐ মেঘ-রোদ্দুর অচেনা নীল সমুদ্দুর!
বলো-
জেগে থাকা তারা,
কবে যে হবে দেখা,
হাতে হাত রেখে শুন্য পথে-
শ্রাবণধারা!
জানো তুমি কি যে মায়া,
কেন যায়নি এ বোঝা-
হৃদয়ে যে লুকানো-
যায়নি ছোঁয়া!
আমি দেখেছি চোখ-
নিশ্চুপ অপলক,
কত যে ভালোবাসো
বোঝেনি মন একই স্বপ্নলোক!
ফেলে পুরনো শহর,
চলো পাড়ি দিবো দূর,
পথ ঐ মেঘ-রোদ্দুর অজানা নীল সমুদ্দুর!
আমি দেখেছি চোখ-
নিশ্চুপ অপলক,
কত যে ভালোবাসো
বোঝেনি মন একই স্বপ্নলোক!
ফেলে পুরনো শহর,
চলো পাড়ি দিবো দূর,
পথ ঐ মেঘ-রোদ্দুর, অজানা নীল সমুদ্দুর!
========
গানটির লিরিক্স ইন্টারনেটে খুঁজে না পেয়ে ভাবলাম পোস্টে লিখে দেই।
===========================================
১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অসাধারণ একটি গান।
অনেক দিন মানুষ এই গান মনে রাখবে।
ধন্যবাদ নিরন্তর।
২| ১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: আপনার নিজের কষ্ঠে দুটা গান শুনেছি। ভালো লেগেছে।
প্রতিসপ্তাহে একটা করে আপনার কন্ঠে গান শুনতে চাই।
১০ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ, রাজীব ভাই।
আমি চেষ্টা করছি।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
প্রথম শুনেছি, ভালোই; তবে মগজে টিউন সেট হতে বারবার শুনতে হবে।
১০ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শোনার জন্যে অনেক ধন্যবাদ।
আমি শুনেই যাচ্ছি।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: গানটি আসলেই চমৎকার। কেউ লিরিক্স টি গুগলে খুজলেই সামু চলে আসবে।দারুণ কাজ।