নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি পৃথিবীর সবচেয়ে বড় বাংলা ব্লগসাইট, যাকে আমরা আদর করে সামু ডাকি, সেই সামহ্যোয়ার ইন ব্লগে আছি তা ৫ বছর হয়ে গেলো। ‘সত্যপথিক শাইয়্যান’ নিকের ৫০০টির অধিক পোস্টে আমার পেইজে উৎসাহী পাঠকদের হিট হয়েছে ২,২৫,৮২৫ বার। এরপরেও, আমার মনে প্রশ্ন জেগেছে- আমি সামুতে লিখে যাচ্ছি কেন? এর পিছনে উদ্দেশ্য কি? এই ৫ বছরে আমার কোন উন্নতি হয়েছে? ৫ বছরে পরেও কি আমি সামুতে লিখে যেতে পারবো?
ব্লগ পোস্ট লেখার অনেক সুবিধা আছে। যেমন, এটি আপনাকে আপনার লেখার দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে। আপনি বিশ্বের সাথে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তাভাবনা এবং মতামত শেয়ার করতে একটি ব্লগ পোস্ট ব্যবহার করতে পারেন। আমি যেমন করেছি।
এছাড়া, সমমনা ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন আর আপনার কাজের জন্য একদল পাঠক তৈরি করার জন্য ব্লগিং একটি দুর্দান্ত উপায়! ব্লগ পোস্ট আপনার চিন্তাভাবনা এবং ধারণাগুলিকে একটি বিস্তৃত পাঠক সমাজের সাথে যোগাযোগ করতে সহায়তা করে। উপরন্তু, এটি আপনাকে আপনার ব্র্যান্ড তৈরি করতে এবং অনুগত পাঠকদের অনুসরণ করতে সাহায্য করতে পারে।
আমি ব্লগিং বলতে যা বুঝিঃ
ব্লগ হলো অনলাইন ব্যক্তিগত জার্নাল বা ডায়েরি’র মতো। এটি নিজেকে প্রকাশ করার, আপনার চিন্তাভাবনা ও অনুভূতি শেয়ার করার এবং অন্যদের সাথে যোগাযোগ করার একটি জায়গা। ব্লগিং আপনার আবেগকে প্রকাশ করতে সাহায্য করতে পারে। এটি আপনার জীবনে কী ঘটছে তার সম্পর্কে বন্ধু এবং পরিবারকে আপ-টু-ডেট রাখার একটি উপায়। ব্লগিং-এর অনেক সুবিধা আছে। এটি আপনাকে যেসব ক্ষেত্রে সাহায্য করতে পারে:
• মানসিক চাপ এবং উদ্বেগ উপশম করা
• আপনার মেজাজকে আয়ত্তে রাখা
• আত্মসম্মান বৃদ্ধি করা
• তাদের সাথে যোগাযোগ ঘটায় যাদের প্রতি আপনি আগ্রহী
উপরন্তু, ব্লগিং সময়ের সাথে সাথে আপনার লেখার দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে - আপনি যত বেশি এটি করবেন, আপনি নিজেকে স্পষ্ট আর সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে ততই ভাল হয়ে উঠবেন। ব্লগিংয়ের আরেকটি সুবিধা হল এটি আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করবে। যেমন- ব্লগার চাঁদগাজী মানে রাজনৈতিক লেখা!
আপনি যদি লেখনী জগতের একটি নির্দিষ্ট ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ বা চিন্তাশীল নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে একটি ভাল লেখা এবং তথ্যপূর্ণ ব্লগ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ব্লগিংকে নেটওয়ার্কিং টুল হিসাবেও ব্যবহার করা যায়- আপনার সমমনা অন্যান্য ব্লগারদের সাথে সংযোগ স্থাপন করে, আপনি মূল্যবান সম্পর্ক তৈরি করতে পারেন যা পরোক্ষ ভাবে কোন ব্যবসায়িক সুযোগের সৃষ্টি করবে। সবশেষে, ব্লগিং সম্পর্কে সেরা জিনিসগুলির মধ্যে একটি হল - এটি শুরু করা তুলনামূলকভাবে সহজ এবং সস্তা।
আপনার যা দরকার তা হলো- একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ! আজকাল একটি ভালো স্মার্ট ফোন হলেও চলে!
তাহলে, খুল যা সিম সিম! ব্লগিং জগতে চলুন আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ি!
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি মন্তব্য করার চেষ্টা করি। সবারটায় হয়ে উঠে না। দুঃখিত।
জানা আপাকে জন্মদিনের লেইট-শুভেচ্ছা।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ লিখেছেন। ব্লগিং করা খুবই কোয়ালিটি কাজ। ব্লগ এবং ব্লগিং বেঁচে থাকুক।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ। কন্টিনিউ করে যাওয়াটা অনেক বড় ব্যাপার।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ব্লগিং সম্পর্কে ভালো মূল্যায়ন লেখা হয়েছে এটি।
আপনার জন্য শুভকামনা রইলো, আরো ৫ নয় ৪৫ বছর ব্লগিং করুন সামুতে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শুভকামনার জন্যে ধন্যবাদ।
বেঁচে থাকলে এবং শরীর ভালো থাকলে, আজীবন ব্লগিং করে যাওয়ার ইচ্ছা আছে।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঠিক এই জন্যই ব্লগিং জগতে আসা ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার নিজের উপলব্ধি - উদ্দেশ্য ঠিক করে ব্লগিং করলে অনেক ভালো ফল পাওয়া যায়।
শুভেচ্ছা।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগিং ভালো জিনিস।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তা অবশ্য ঠিক।
শুভেচ্ছা।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুড।
যারা লেখালেখি করেন তাদেরকে আগামী ১০ বছর না, আজীবনই ব্লগিং করতে হবে। অ্যানালগ যুগে লেখকরা খাতায় বা নোটবুকে লিখে রাখতেন। সেটা লেখক নিজে পড়তেন, তার বউ বা প্রেমিকা বা শুভাকাঙ্ক্ষীরা পড়তেন। ব্লগ আসার সুবাধে লেখক তার লেখগুলো ওয়েবে লগিং (ওয়েব + লগ) বা নোট বা লিখে রাখেন। অতিরিক্ত সুবিধা হলো, এটা অন্যান্য ব্লগার বা ব্রাউজারারগণ পড়ার সুযোগ পান, কখনো মতামত বিনিময়ের সুযোগও থাকে। এখন কোনো লেখক খাতায় বা ডায়েরিতে কিছু লিখেন বলে মনে হয় না, কারণ ব্লগ বা ইন্টারনেট প্লাটফর্মই তার লেখার রাফখাতা বা ডায়েরি।
আমি ১৯৯৮-এ ইন্টারনেটে অ্যাক্সেস পাই। ইন্টারনেট সার্চ করতে করতে ২০০১ সালের দিকে কিছু ব্লগসাইট পাই, যেগুলো বিদেশী ইংলিগ ব্লগ ছিল। এরপর বাংলাদেশীও কিছু সাইট ছিল, সেগুলো ব্লগ না ঠিক, কিন্তু মতামত বিনিময় করা যেত, চ্যাট সাইট তো ছিলই। ২০০২ সালের দিকে একটা কবিতা সাইটের সন্ধান পাই, যেখানে ইংরেজিতে বাংলা ভাষার কবিতা লিখতাম এরপর ২০০৭ সালের দিকে এই বাংলা ব্লগের সন্ধান পাই। আমার ব্লগ নামে আরেকটা সাইট ছিল, আরো ছিল প্রথম আলো সহ প্রায় ৪/৫টা বাংলা ব্লগ। পুরোনো ব্লগসাইট প্রথম আলো ও আমার ব্লগ এখন আর নাই। কিন্তু সামহোয়্যারইন ব্লগ আছে। বিস্ময়কর অভিজ্ঞতা অর্জন করেছি এ ব্লগ থেকে। যেমন শিখেছি, নিজের লেখালেখির মান উন্নত করার জন্য এর চাইতে সেরা কোনো প্ল্যাটফর্ম নাই। যারা সাহিত্যের লেখক, তারা সারাজীবনই এ ব্লগে থাকতে চাইবেন। কিছু চলে যাবেন সেটা মেনে নিয়েই বলছি।
ও, এর আগে, বা সমসাময়িক কালেই গুগলের বা জিমেইলের ব্লগসাইটে নাম লিখিয়েছিলাম। ওটা ছিল খুবই ঝামেলার। কিছুদিন পর পর ফিচার চেঞ্জ হতো
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি- এখনকার ব্লগিং অনেক পরিণত হয়ে হয়ে। এটা ধরে রাখতে হবে।
আমাদের মনে রাখতে হবে, গুটি কয়েক মুষ্টিমেয় মানুষই পৃথিবী'র মানুষের পাশে দাঁড়াতে পারে। ব্লগাররা তাঁদের মাঝে অন্যতম।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৪
কামাল৮০ বলেছেন: ১০ বছর পর হয়তো অন্য কিছু আসবে।যেহারে প্রযুক্তির বিকাশ তাতে করে কতো কিছু হতে পারে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এতো বছর পরেও এতো ঝড়-ঝঞ্জা সহ্য করে সামু বেঁচে আছে। ১০ বছর পরেও থাকুন সেই কামনাই করি।
শুভেচ্ছা।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আজীবন ব্লগিং করেন, এই কামনা করছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি চেষ্টা করে যাবো।
সামু থেকেই আমার লেখার উন্নতি হয়েছে।
ধন্যবাদ নিরন্তর।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৮
নতুন বলেছেন: ব্লগিং এখন একটা নেশার মতন। প্রতিদিন কাজের ফাকে ব্লগে ঢু মারতে হয়।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮
শেরজা তপন বলেছেন: বেশ ভাল লিখেছেন। কিন্তু ভায়া, অন্যদের পোস্টে মন্তব্য করা, নিজের ভাল লাগা- মন্দ লাগা জানানো, উতসাহিত বা অনুপ্রাণিত করাটাও-তো ব্লগিং এর মধ্যে পড়ে।
আপনি বেছে বেছে মন্তব্য করেন এটা ঠিক -তবে ওদিকে আরেকটু নজর দিবেন।
আপনার এই পোস্ট প্রথম পছন্দ করা ব্যক্তিটি গুরুত্বপূর্ন!