নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'নারী নেতৃত্ব হারাম\' - হাদিসটির ভুল ব্যাখ্যা হচ্ছে কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১২



আমার আজকের পোস্টের উদ্দেশ্য কারো জীবনী আলোচনা করা নয়। গুগল মামার কাছে জিজ্ঞাসা করলেই মুসলমানদের ভূমিতে মহান নারী ব্যক্তিত্বদের সম্পর্কে আরও ভালো ভাবে জানা যাবে। বরং, আমি জিজ্ঞাসা করতে চাই, কেন বাংলাদেশের জনগণকে ঐ দলগুলো এইসব ইতিহাস থেকে অন্ধকারে রেখেছে? কোন উদ্দেশ্যে? এতে কি মুসলমানদের ভালো হচ্ছে? 'ইসলাম লিঙ্গ-নিরপেক্ষ নয়'- এই অপবাদ থেকে তারা কি আমাদের ধর্মকে রক্ষা করতে পারছেন?

কিছু ইসলামী দল প্রচার করে থাকে যে, ইসলামে নারী নেতৃত্ব হারাম। অথচ, ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে! ইসলামি শাসনের মধ্যযুগেও নারী খলিফা ছিলেন। এমনকি তাঁদের নামে জুম্মা নামাজের খুৎবাও পাঠ করা হতো।
.
এমনই দুজন নারী ইমাম বা খলিফা হলেন- সৈয়দা আসমা বিনতে শিহাব আল-সুলাহিইয়াহ এবং সৈয়দা আরওয়া আল-সুলাইহি। এছাড়া, ১২৩৬ সালে দিল্লীর কুমারী রানি সুলতানা রাজিয়ার ইতিহাসও সবার অজানা নয়। ইরানের তুরকান অঞ্চলের রানি তুরকান খাতুন, ১২৫৭ থেকে ১২৮২ পর্যন্ত একটানা ২৫ বছর যার নামে মসজিদে খুতবা পড়া হতো। তাঁর কন্যা পাদিশা খাতুনও রাজ্য শাসন করেন। ইরানের সিরাজ অঞ্চলে আবশ খাতুন একটানা ৩৪ বছর রাজ শাসন করেছিলেন। তাঁর নামে খুতবা পাঠ করা হতো, ছিলো তাঁর নামাঙ্কিৎ মুদ্রা। ১৩৪৭ থেকে ১৩৮৮ সাল পর্যন্ত একটানা ৪১ বছর মালদ্বীপের সুলতানা ছিলেন খাদিজা, মরিয়ম ও ফাতিমা। তাঁদের সময়ে ইবনে বতুতা সরকারী কাজী হিসেবে নিয়োগ পান। মিসরের রানি সাজারাত আল দুরের নামে খুতবা পাঠ হতো। ইন্দোনেশিয়ায় ১৬৪১ থেকে ১৬৯৯ পর্যন্ত একটানা ৫৮ বছর ধরে শাসন করেছেন সুলতানা শাফিয়া, সুলতানা নুর নাকিয়া, সুলতানা জাকিয়া, ও সুলতানা কামালাত শাহ।

অনেকেই বলবেন। এই নারীদের খলিফা হওয়াটা বিচ্ছিন্ন ঘটনা ছিলো। তাহলে, প্রশ্ন থেকে যাবে, এমন স্বনামধন্য মুসলমান এবং তাঁদের আশেপাশের মানুষেরা কি ভুল করেছিলেন? তা কি করে হয়!


ছবিসূত্রঃ https://rb.gy/fhrits

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক খামখেয়ালি রাজারাও এমন অনেক হীন কাজ করেছে যে সে সময়ে জ্ঞানীগুণীগণ একদম চুপ ছিলেন ও কোন সমাধান দেননি । সেটা কথা নয় । এটা একেবারেই সত্যি যে ইসলাম লিঙ্গ- নিরপেক্ষ , কিন্তু সময়ের প্রয়োজনে নেয়া পূর্বের আলেমদের কিছু সিদ্ধান্তকে আমরা মুসলিমরা এখনও মেনে চলতে চাই । আর এটাই হয়তো দিনকে দিন মুসলিমদের বুদ্ধিগত দিক দিয়ে বিতর্কিত করে তুলছে !!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তাহলে, স্বীকার করছেন যে, 'সময়ের প্রয়োজনে' নারী নেতৃত্ব আমাদের দরকার?

ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫২

নীল আকাশ বলেছেন: মহিলা খলিফা হিসেবে যাদের নাম লিখেছে তারা শিয়া মতালম্বি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শিয়া মতাবলম্বী কারা? শিয়া কারা? শিয়া কথার অর্থ কি?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: এইযে লাষ্টে যেই কথাটা লিখেছেন, "এমন স্বনামধন্য মুসলমান এবং তাঁদের আশেপাশের মানুষেরা কি ভুল করেছিলেন? তা কি করে হয়!" এটা বড় ভয়ানক কথা, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। ভুল করবে না সেটাই অস্বাভাবিক। আর আপনি যাদের স্বনামধন্য মুসলিম মনে করছেন তারা আসলে কতটুকু মুসলিম ছিলেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ কি জানেন?

ইসলামের একটা ইউনিকনেস আছে। সেটা হচ্ছে, ইসলাম যা বলবে, সেটাই। অন্য কোন যুক্তি-তর্ক-আলোচনা-সমালোচনা কোন কিছুই কাজে আসবে না। "সময়ের প্রয়োজন" কথাটা ইসলামে প্রযোজ্য নয়। ইসলামী বিধান যেটা, সেটাই ইসলামী বিধান। আপনার আমার পছন্দ হোক বা না হোক, ইসলামী বিধান পরিবর্তন করবার কোন সুযোগ নেই আমাদের। আমার আপনার মন্তব্যেও কিছু এসে যায় না। কে কি করেছে সেটাতেও কিছু আসে যায় না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি দেখি 'নিউ প্রফেট'!!!!

নতুন ধর্ম প্রচার করছেন?

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০২

নীল আকাশ বলেছেন: https://en.wikipedia.org/wiki/Asma_bint_Shihab

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাহ! মানুষ তো এখন দলে দলে 'ইসমাইলি শিয়াতে' রূপান্তর হবে।

আমিও তাঁদের সমর্থন করি, কারণ, আমিও একজন শিয়া।

ধন্যবাদ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব ইতিহাস/রেফারেন্স শিয়া তথা আপনার মতাবলম্বীদের লেখাতেই পাওয়া যাবে...

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কোরআনের কোন জায়গাতে 'সুন্নী' শব্দটি পাওয়া যায়?

অথচ, শিয়া শব্দটি আছে কোরআনে।

কোরআন পড়ুন, লাভ হবে তাতে।

ধন্যবাদ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

অগ্নিবেশ বলেছেন: সত্যভাই, ইসলাম সম্পর্কে আপনার ধারনা প্রায় শূন্য, আর শূন্যভাই একদম সত্য কথা বলেছেন। ইসলামী বিধান যেটা, সেটাই ইসলামী বিধান। আপনার আমার পছন্দ হোক বা না হোক, ইসলামী বিধান পরিবর্তন করবার কোন সুযোগ নেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





তাই তো তিনি বলেছেন- 'আর আপনি যাদের স্বনামধন্য মুসলিম মনে করছেন তারা আসলে কতটুকু মুসলিম ছিলেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ কি জানেন?'

উনি নিজের মুসলমানি নিয়ে সন্দেহে আছে, মনে হয়! :)

ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অথচ, পবিত্র কোরআনে আছে-

''তার চেয়ে উত্তম আর কে আছে যে, আল্লাহর পথে ডাকে, এবং, সৎ কাজ করে, এবং বলে- আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি।''

অর্থাৎ, কেউ যদি বলে আমি 'মুসলমান', তাহলে সে মুসলমান হয়ে যায়।

ধন্যবাদ নিরন্তর।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি যতো সুন্নী দেখছি অধিকাংশই মূর্খ। সঠিক টা গ্রহণ করতে চায়না। ওদের মনগড়া গুলো চাপিয়ে দিতে চায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মানুষেরা মূর্খ থাকবে, এটা কেমন কথা!!!

শুভেচ্ছা নিরন্তর।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩০

তানভির জুমার বলেছেন: আপনার পোস্ট দেখে মনে হয় আপনি যে বিষয়ে পোস্ট দেন তার ডিপ নলেজ রাখেন না। রাষ্টের সর্বোচ্চ ব্যক্তি যিনি তিনি হবেন অনলি পুরুষ, যার কাছে বাকিরা বায়াত গ্রহণ করবে। বাকি নিচে সে সব পদবী আছে যেকোন বিশেষ প্রয়োজনে নারী হতে পারে।

১) আপনি যাদের নাম উল্লেখ করেছেন কিছু ইতিহাসে পাওয়া তারা কো-লিডার ছিল রাষ্টের সর্বোচ্চ ব্যক্তি নয়।
২) ইসলাম ধর্ম ভাসা- ভাসা, আধা-আধি কোন ধর্ম না। এখানে নারীর সম্পর্কে এবং পুরুষ সম্পর্কে সবকিছু ক্লিয়ারলী ডেফাইন করা আছে।
৩) আপনি ইসলাম ধর্মে কোনকিছু পরিবর্তন করতে চাইল তার ব্যাস হতে হবে কোরআন এবং হাদিস। যুগের চাহিদার কথা যদি আপনি বলেন
তাহলে এমন অনেক বিষয় আছে যা আগে মানুষ ভালো মনে করতো এখন খারাপ মনে করে, এবার এমন অনেক বিষয় আছে যা আছে আগে
খারাপ মনে করতো এখন ভালো মনে করে।
৪) যুগের চাহিদা এসব কথা বার্তা ইসলামে অবান্তর, ইসলামের আব্যশিক নিয়ম-কানুন কখনোই কোন ব্যাক্তি,সমাজ, রাষ্ট্র, সম্প্রদায়ের জন্য
পরিবর্তন হয় না।
৫) ইসলাম কখনোই পরিবর্তন হয়ে আপনার মত হবেনা আপনি পরিবর্তন হয় ইসলামে ডুকতে হবে। এটাই অন্য ধর্মের সাথে ইসলামের একটা
ইউনিকনেস। ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম যা কেয়ামত পর্যন্ত থাকবে।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০

রানার ব্লগ বলেছেন: মনে রাখবেন উহাই বিচ্ছিন্ন ঘটনা যাহা মৌ-লোভীদের স্বার্থ বিরধী

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

কামাল৮০ বলেছেন: হাদিসটি ঠিকই আছে।কিন্তু দেশতো হাদিস কোরান মতো চলে না।দেশ চলে সংবিধান মতো।প্রতিটা নাগরিকের অধিকার সমান।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:৪৯

কামাল৮০ বলেছেন: সেটা রাজতন্ত্রের জন্য হয়ে ছিলো।ইসলাম তো রাজতন্ত্রে চলে না,ইসলাম চলে কোরান হাদিস অনুসারে।কোরান হাদিসের কোথায় নারী নেতৃত্বের কথা বলা আছে?

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন:


আপনি দেখি 'নিউ প্রফেট'!!!!

নতুন ধর্ম প্রচার করছেন?


এমন কথা বলবার মত কি কোন কথা আমি বলেছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.