নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমি একটি গান কাভার করেছি!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৯



আমার খুব প্রিয় এক বড় ভাই আমাকে বলেছিলেন- ''কত যদু মধু গান গেয়ে ফেলে। আর, তোমার তো তাল আছে!'' তিনি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন শিকড়ের প্রেসিডেন্ট। আমিও এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু, কখনোই গান গাওয়ার চেষ্টা বা সাহস করিনি।

কিন্তু,পরে, সেই ভাইয়ার 'র‍্যাংস দেশী কারাওকি' নামক গানের এপ হাতে পেয়ে গান গাওয়া শুরু করি। সেই শুরুটা এভাবে মিউজিক ভিডিওতে রূপান্তরিত হবে তা চিন্তাও করিনি! সেই ভাইয়ার ইন্সপাইরেশন, আমার চেস্টা আর সঙ্গীত পরিচালক Kgm Rahat ভাইয়ের যাদুতে, এখন দেখছি, সত্যি সত্যি একটি গান গেয়ে ফেলেছি!!!

আজই তা প্রকাশ পেয়েছে! নিচে গানের লিঙ্কটি দিলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৯

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া ...

সত্যিই মজার হয়েছে!!

যদিও ভেবেছিলাম বলবো না তবুও না বলে পারলাম না!!!

একটু একটু বেসূরা আছে তবুও সব মিলিয়ে সৌন্দর্য্য হয়েছে!

হেল্লো হেল্লোর সাথে যদিও গেল্লো বললে বেশি মিলতো :) :P

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পোস্টে লাইক দিয়েছো! বেশ হয়েছে!

এখন, উৎসাহে আরেকটি গান গেয়ে ফেলবো ভাবছি!!! :)

শুভেচ্ছা নিরন্তর।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৪

অপ্‌সরা বলেছেন: গাও আরও গাও।

পারলে সভ্য ভাইয়াকে সাথে নিও।
দু'জন মিলে ডুয়েট গাও।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


থ্যাংকু, থ্যাংকু!

এই সভ্য ভাইয়াটা আবার কে!!!

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানটা ভালো লেগেছে। অনেক দিন পরে গানটা শুনলাম।

গলায় একটু বাচ্চা বাচ্চা ভাব আছে। :)

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ।

এটা আমার প্রিয় একটা গান।

বাচ্চা বাচ্চা ভাব!!! আমি তো বাচ্চা বুড়ো!!! সেজন্যে!!! :)

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: গান ভালো হয়েছে। আপনি তো প্রফেশনাল সিংগার না। এতোটুকুই এনাফ। ২/৩ টা গাইলে সুরে পারফেকশন আসবে।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আরেকটা আসছে! আরেকটা গানের তেরোটা বাজিয়েছি!

শুভেচ্ছা নিরন্তর।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ওকে ওয়িটিং। ওটা আপলোড দিয়েন।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ, মোহাম্মদ গোফরান ভাই।

ধন্যবাদ নিরন্তর।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও। পুরাটাই শুনেছি। এ গানটা কবে, কোথায় শেষবার শুনেছি মনে নেই।

আপনার (১) বিট সেন্স ভালো, আই মিন, বিটের সাথে সিন্‌ক্রোনাইজেশনে কোনো সমস্যা নাই, (২) দমও ভালো, অর্থাৎ, যে-কোনো স্কেলেই যে-কোনো লেংথের গান একটানে গাইতে পারবেন। (৩) স্টেজ এক্সপোজার বা পারফরমেন্স ভালো, যদিও ঘরে বা স্টুডিয়োতে গেয়েছেন, কোনো শাইনেস নাই। কিছু কিছু জায়গায় সুর কেটে গেছে, যখন নিজে এটা ধরতে পারবেন (অনেকে নিজের কানে সুরের ত্রুটি টের পায় না), তখন আপনা আপনিই ঠিক হয়ে যাবে।

শুভেচ্ছা।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ, ভাইয়া।

আমি পরের গানগুলোতে আপনার দেওয়া মতামতগুলো প্রয়োগ করবো।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪২

পোড়া বেগুন বলেছেন:
প্রাথমিক অবস্থায় দারুন হয়েছে। চেষ্টা অব্যহত রাখুন সবাই মনে রাখবে?
ভোকালে আপনি সাইয়্যান?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ।

জী, আমি শাইয়্যান।

শুভেচ্ছা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২২

নতুন বলেছেন: প্রাথমিক ভাবে অনেক ভালো হয়েছে।

তবে গলা ছেড়ে গাইতে হবে, সেটা সম্ভবত যারা গান অনুশীলন করে তাদের ভালো হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ।

আরেকটি আসছে। সেটা আরও ভালো হয়েছে বলে ধারণা করছি।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.