নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মেয়র আনিসুল হকের প্রতি একটি খোলা চিঠি

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০



প্রিয় মেয়র আনিসুল হক,

আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরী।

কয়েক বছর আগে আপনি যখন বেঁচে ছিলেন, হেঁটে যাচ্ছিলাম মানিক মিয়াঁ এভিনিউ নিকটবর্তী এক রাস্তা ধরে। তখন চোখে পড়েছিলো ডাস্টবিনটার উপর। ময়লা উপচে পড়ছে। মনের মাঝে চিন্তার আকি-বুকি, এত্তো ময়লা জমা হয় ঢাকা শহরে! এগুলো আগে ফেলা হতো কোথায়? রাস্তায় কিংবা নর্দমায়? সেগুলো কি পরিবেশ দূষনে আরো সহায়ক হতো? তাতো হতোই!

এই ঘটনার কয়েক মাস আগেও, আপনার এই প্রজেক্টের ডাস্টবিনগুলো খালি দেখেছি। ডাস্টবিন খালি রেখে এর আশে-পাশেই তখন ময়লা ফেলতো মানুষ। এটাকে ঘিরে কম হাসি-ঠাট্টা হয়নি। আমিও এ নিয়ে লেখা-লিখি করেছি।

এর কয়েক দিন পরেই দিন-বদলের হাওয়া চারদিকে ছড়িয়ে পড়লো। তখন আমি ছিলাম গর্বিত একজন ঢাকাবাসী। ভেবেছিলাম, মনে হয়, আর মাত্র একটা জেনারেশন, মাননীয় মেয়র, আর মাত্র একটা জেনারেশন অপেক্ষা করতে হবে আমাদের। তারপরই হয়তো বেশিরভাগ মানুষ শিখে যাবে কিভাবে করতে হয় এই ডাস্টবিনগুলো'র সঠিক ব্যবহার। রাজধানীর প্রতিটি ডাস্টবিনই থাকবে এরকম ভরা।

আর, এরজন্যে প্রয়োজন ছিলো সমন্বিত ব্যবস্থাপনা। ভেবেছিলাম শিশু-কিশোরদের জড়িত করা হবে এর সাথে যাতে তারা সেই রকম একজন সমাজ সচেতন নাগরিক হতে পারে।

কিন্তু, আজ?

আজ ঢাকার রাস্তার পয়েন্টগুলোতে আপনার সেই প্রজেক্টের কোন ডাস্টবিন নেই। ঢাকার সভ্য মানুষেরা আজ রাস্তাঘাটেই ময়লা ফেলে। স্কুল ছুটি হলে কিংবা পরীক্ষা হল থেকে বেরিয়ে শিশু-কিশোররা দেখতে পায় রাস্তায় তাদের অভিভাবকদের ফেলে দেওয়া কোন কোচিং সেন্টারের লিফলেটের পাহাড়! বৃষ্টি বাদলের দিনে যা থেকে উঠা পচা দূর্গন্ধ আশেপাশের এলাকাকে করে দূষিত, দূর্গন্ধযুক্ত।

আপনি কি এগুলো দেখতে পান? ঐ পার থেকে এসব দেখে কি আপনার মুখে ফুটে উঠে দুঃখের এক চিলতে হাসি?

আমি জানি না!, সত্যিই জানি না আপনি তখন কি ভাবেন! তবু, আপনার কাছে আজ বিচার দিয়ে গেলাম।

আপনি যেখানেই থাকুন না কেন, আপনার প্রতি শুভকামনা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: শ্রদ্ধেয় আনিসুল হক একজন অসাধারণ মানুষ। ভালো মানুষ গুলো আল্লাহর অতিথি হয়ে চলে যান।

আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শ্রদ্ধা অবিরত। তাঁর জন্যে অনেক দোয়া।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ পারবে না ঠিক করতে। এই রাজনীতিবিদরা দেশকে ঠিক হতে দিবে না। দরকার উত্তর পাড়ার লোকদের। একই লোক কীভাবে নিজ দেশে আইন মানে না, অথচ অন্য দেশে গিয়েই লাইনে চলে আসে। সহজ সমাধান...

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উত্তর পাড়ার লোকেরা আসবেন না। তাদের চেষ্টাটা সাময়িক।

আমাদের কাজ আমাদেরকেই করতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উত্তর পাড়ার লোকের মতো বুকের পাটা আমাদের মতো চিকেন পিপলের মাঝে নাই।
সে যদি বলে সূর্য পশ্চিমে ওঠে তা হলে সে পাড়ার সবাই তা মেনে নিতে বাধ্য।
আমাদের পাড়ায় এক জনের শতেক মত।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমাদের ময়লা আমাদেরকেই পরিষ্কার করতে হবে, নূরু ভাই।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫২

শূন্য সারমর্ম বলেছেন:



মেয়র আনিসুল হক নিয়ে ডকুমেন্টারি/বায়োপিক বানানো দরকার?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কোন একদিন, কেউ একজন হয়তো বানাবেন।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০০

বিষাদ সময় বলেছেন: বেঁচে থাকতে আমরা তার মর্যদা বুঝতে পারিনি। তার দুএকটা বক্তব্য নিয়ে ট্রল করেছি। এখন তিনি মারা যাওয়ার পর হা হুতাশ করছি।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১১

নাহল তরকারি বলেছেন: ঢাকা শহরে তাও ডাস্টবিন আছে। কিন্তু গ্রামে তাও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.