নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মানুষকে অত্যাচার করার চেয়ে মরে যাওয়া ভালো

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০



একবার এক দরবেশ হেজাজ ইউসুফ নামের এক শাসকের দরবারে হাজির হলেন। সেই দরবেশের যে কোন দোয়া আল্লাহ কবুল করতেন। সেই শাসক দরবেশকে বললেন- ''আমার জন্য একটি উত্তম দোয়া করুন।''

সেখানে দরবেশ চিৎকার করে বললেন: 'হে খোদা, তার জীবন কেড়ে নাও।'

এরকম দোয়া শুনে সেই শাসক চমকে উঠে বললেন- ''আল্লাহর দোহাই লাগে, এটা কি ধরণের দোয়া করছেন আমার জন্যে!''

দরবেশ উত্তরে বললেন- ''এটা আপনার এবং সব মুসলমানদের জন্যে ভালো একটি প্রার্থনা।''

হে অত্যাচারী, যে নিজের প্রজাদের উপর অত্যাচার করে,
আর কতদিন তারা এভাবে ধৈর্য ধরবে?
কর্তৃত্ব তোমার কি কাজে লাগে?
মানুষকে অত্যাচারের চেয়ে মরে যাওয়া তোমার জন্য ভালো।


=====
বইঃ গুলিস্তাঁ
লেখকঃ শেখ সাদী
অনুবাদঃ সত্যপথিক শাইয়্যান
০৮.০৯.২০২২
====================








মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

কামাল৮০ বলেছেন: রূপকথার গল্প সুন্দর হয়েছে।মানুষের মঙ্গল কামনা করতে হবে কোন বিশেষ গুষ্ঠির না।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: একজন মানবিক মানুষ কখনো স্রষ্টার কোন সৃষ্টির উপর অত্যাচার করতে পারে না।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শাসকরা দরবেশ হয়না
দরবেশরা শাসক হয়না;
ভাইস ভার্সা হলে মনে হয় উত্তম হতো। :)

ভোগবাদ আর মানবতা বাদের এখানেই মূখোমূখি সংঘর্ষ হয়।
সকল ধর্মের মানবতাবাদী, সাম্যবাদী, কল্যানকামী অংশটুকু সুবিধাবাদীরা আড়াল করে
ভোগ আর শাসন শোষনের লিপ্সায় নিজেরা কলংকিত হয়, ধর্মকে কলংকিত করে আর মানুষ
বারবার কষ্টের যাতাকলে নিয়ত নিষ্পেষিত হয়।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর অনুবাদ!

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৯

বিটপি বলেছেন: অত্যাচারী শাসক ভালো মানুষের কাছে দোয়া চাইবে কেন? খলীফা হারুনুর রশীদ যখন ইমাম আবু হানিফাকে কাজী হবার জন্য প্রস্তাব করলেন, তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ হিসেবে বলেন, আমি যদি কাজী হই, তবে খলিফাকেই সবার আগে প্রাণদন্ড দেব। তা যখন পারবনা, তখন কাজী হবার ইচ্ছেও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.