নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যে কারণে জালালউদ্দিন রুমিকে শ্রেষ্ঠ সুফি কবি বলা হয়

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৭



পৃথিবীতে আজ পর্যন্ত অনেক সুফি কবির জন্ম হয়েছে যারা কবিতার জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তবে, তাঁদের মাঝে জালালউদ্দিন রুমিকে অনেকেই সেরা বলে মনে করেন। ১২০৭ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করা রুমি ১২৭৩ সালে তুরস্কের কোনিয়াতে মারা যান। তিনি একজন অত্যন্ত সম্মানিত পণ্ডিত এবং ধর্মতাত্ত্বিক ছিলেন। তার কাব্য রচনাগুলি রহস্যময় এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ।

রুমীর কবিতাগুলি অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে যা আজও পাঠকদের মাঝে জনপ্রিয়। রুমিকে কেন শ্রেষ্ঠ সুফি কবি হিসেবে বিবেচনা করা হয় তার অনেক কারণ রয়েছে। কিছু উল্লেখযোগ্য কারণ হলো- মানুষের অবস্থা সম্পর্কে তার গভীর উপলব্ধি, সহজ ভাষায় জটিল ধারণা প্রকাশ করার ক্ষমতা এবং শক্তিশালী উপমা ব্যবহার করা।

জালালুদ্দিন রুমিকে শ্রেষ্ঠ সুফি কবি হিসেবে বিবেচনা করার আরও অনেক কারণ রয়েছে। যেমন, তাঁর কবিতা অবিশ্বাস্যভাবে সুন্দর এবং গভীরভাবে চলমান। সেগুলো হৃদয় এবং আত্মার সাথে কথা বলে এবং জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে।

উপরন্তু, রুমি একজন মহান শিক্ষক এবং আধ্যাত্মিক নেতা ছিলেন, যিনি মুসলিম এবং অমুসলিম উভয়ের উপর একইভাবে গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষও ছিলেন। তাঁর মাঝে মানুষের প্রকৃতি এবং আধ্যাত্মিকতার গভীর উপলব্ধি ছিল। রুমি প্রেম, সহানুভূতি এবং সেবার মিশেলে এক অনুকরণীয়, দৃষ্টান্তমূলক জীবনযাপন করেছিলেন, যা আমার মতো অনেকের মনে অনুপ্রেরণা হিসাবে কাজ করে।


ছবিঃ ফাইক সারকায়া

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই অবশ্যই খুঁজে পাবে। - মাওলানা জালাল উদ্দিন রুমি সাহেব

দ্বাদশ শতকে এমন কথা বলে চলে গিয়েছেন যিনি তাঁর লেখা তাঁর কথা পড়তে পারা অবশ্যই ভাগ্যের বিষয়।

২৮ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ ভাই,

ইউরোপে তাঁকে নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমি যুক্তরাজ্যে থাকতে নিজের চোখে তা দেখেছি।

আশা করি, আমাদের দেশে তাঁকে নিয়ে একদিন গবেষণা সংস্থা হবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সুফিবাদের কথা আসায় একজনের কথা মনে পড়ছে। বাংলাদেশের এক বিখ্যাত কোম্পানি পিএইচপি। এই কোম্পানির মালিক চট্টগ্রামের। 'সুফি মিজান' আপনি নাম শুনেছেন হয়তো। এরা খুবই ভালো মানুষ হয়। চচট্টগ্রামে ওনার প্রতিষ্ঠিত প্রতিটি মসজিদ দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আমি তাদের খুব সম্মান করি তাদের সুন্দর মানসিকতার ও উদারতার জন্য।


প্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ এর মন্তব্য মন ছুঁয়ে গেল।

♥️

২৮ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

পিএইচপি কোরআনের আলো প্রোগ্রামের নিয়মিত দর্শক ছিলাম আমি। এখনো রমজানের সময়ে মাঝে মাঝে দেখি। দারুণ লাগে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৫

ককচক বলেছেন: জালাল উদ্দিন রুমির কয়েকটা বই সংগ্রহ করেছিলাম, পড়বো পড়বো করে সময় গেছে, পড়া হয়নি!

২৮ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সময় করে পড়ে ব্লগে তাঁকে নিয়ে লিখবেন, চিন্তা করেবেন।

অনেক কিছু শেখার আছে তাঁর লেখা থেকে।

শুভেচ্ছা।

৪| ২৮ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৫৩

তানজীম আফরোজ বলেছেন: উনার লেখার গভীরতা এতো বেশি....মাঝে মাঝে জটিল চিন্তায় ফেলে দেয় তবুও ভালোলাগা কমে না। কতো ক্ষমতা থাকতে পারে একজন কবির কবিতায়..!

২৮ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই তাই! মছনবী পড়েছেন? বাংলা অনুবাদটা ভালো হয়নি।

শুভেচ্ছা।

৫| ২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: রুমি তার লেখার মধ্যে দিয়ে আজীবন বেঁচে থাকবেন।

২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অসাধারণ মানুষেরা এভাবেই বেঁচে থাকেন।

ধন্যবাদ নিরন্তর।

৬| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৩৬

কামাল৮০ বলেছেন: চন্ডীদাস,রাধারমন,হাসনরাজা,লালন,শাহ আবদুল করিম,এরাও কি রুমির মতো সুফি ছিলেন।

২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

মরমী কবিরাও সুফিবাদের অনুসারী। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.