নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
স্বাগতম সেই ব্লগে, যেথায় স্বপ্নরা বেঁচে উঠে।
স্বাগতম হে পথিক, যদি তুমি সে ব্লগে ফিরে আসতে চাও।
কিন্তু, সেজন্যে তোমাকে আমায় নিজের জীবন কাহিনী শুনাতে হবে। শোনাও না সে গল্প আশা আর গৌরবের এ ভূমিতে!
পথিক বলেঃ তবে শোনো-
এই কৃত্রিম ব্লগীয় জীবনটা বড়ই সুন্দর!
এখানে ছেলেগুলো খুবই সুন্দর আর ও মেয়েরা বেশ স্মার্ট। আমরা সবাই-ই তাদের মাঝে ভালোবাসা খুঁজে ফিরি। আশায় থাকি, তারা হয়তো আমাদের তাদের বাড়ি নিয়ে যাবে। এই আদরের শহরে আমরা সবাই তাদেরকে নিজের করে পেতে চাই!
আহা, কি চমৎকারই না এই ব্লগটি!
এখানে, রকমারি পণ্যের এডগুলো এমন অনেক কিছু বেঁচে চলেছে যা আমি কিনতে চাই না। তখন আমাকে আগ্রহী করে তুলতে তাদেরকে হাড় জিরজিরে কোন রানের মাংস দেখাতে হয়!
এই শহরে অনেকে আমার সম্পদ কেড়ে নেওয়ার জন্যে পিছু ছুটো। কিন্তু, হয়তো জানো না, আমি ইতিমধ্যে সাধ্যের বাইরে খরচ করে ফেলেছি। তাইতো আমি এই আদরের ব্লগের নাগরিকদের জন্যে নিজের ক্ষমতার বাইরে ধার দিয়ে চলা ব্যাংকগুলো থেকে ভিক্ষা নিই, চুরি করি আর ঋণ নিয়ে জীবন পার করি।
এসব শুনে শ্রোতা বলেঃ
তারপরও তোমাকে স্বাগত জানাই এই ব্লগে যেথায় স্বপ্নরা সত্যি হয়। তোমার কাছে কোন স্বপ্ন আছে কি যা আমি ধার করতে পারি, ও আমার আদুরে বন্ধু?
পথিক এবারে বলেঃ
আমাকে ভুল বুঝো না, হে প্রিয়। আমি জীবন নিয়ে হেলা করছি না। আমি এই বাসে বসে ভাবছি সামনের সিটে হেলান দিয়ে বসা মেয়েটিকে এ প্রশ্ন করবো-
‘তুমি কি এই আজব সুন্দর ব্লগে পথচলা কারো প্রেমিকা নাকি সহধর্মিনী?’
কি আদরেরই না এই ব্লগ!
তোমায় আমি যুগের পর যুগ বয়ে চলেছি।
১৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বেশ তো!
ধন্যবাদ।
২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে হারে পত্র চালাচালি হচ্ছে
তাতে মনে হয় শিঘ্রই নীল
খামে গোলাপের পাপড়ি
সমেত পত্র পেয়ে যাবেন।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাই!!! আপনি পেয়েছেন, ভাই?
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫১
কামাল৮০ বলেছেন: আপনাকে যখন পত্র লিখবে তখন বুঝতে পারবেন।সে কে!