নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
১) আপনি যদি কোনো ধর্ম বিশ্বাস না করেন, তাহলে অন্তত আপনার কর্মে স্বাধীনচেতা ও সৎ হোন।
২) হে মানব সম্প্রদায়! আমার কথা শুনুন এবং যুদ্ধ শুরু করার জন্য তাড়াহুড়ো করবেন না, যাতে আমি আমার বিপ্লবের পিছনের কারণটি স্পষ্ট করতে পারি।
৩) আমার বিপ্লবের লক্ষ্য হলো সমাজের সংস্কার এবং ইসলামের প্রকৃত শিক্ষাকে পুনরুজ্জীবিত করা।
৪) আমি কখনও বিদ্রোহী বা অত্যাচারী হিসাবে নিরর্থক বিদ্রোহ করিনি; বরং আমি ইসলামের জাতির জন্য সংস্কার চেয়ে উঠে দাঁড়িয়েছিলাম।
৫) ধৈর্য্য ধরো, সম্মানিত ব্যক্তিরা। মৃত্যু হল একটি সেতু যা আপনাদেরকে দুর্দশা ও ক্ষতি থেকে সুবিশাল জান্নাত এবং চিরন্তন অনুগ্রহে নিয়ে যায়।
৬) আশুরার রাতে, তিনি তাঁর অনুসারীদেরকে নিজের তাঁবুতে জড়ো করে আলো নিভিয়ে বললেন:
“সাবধান, আমি তোমাদেরকে এই জায়গা ছেড়ে যাওয়ার অনুমতি দিচ্ছি; আপনাদের উপর আর কোন বাধ্যবাধকতা নেই, এবং আপনারা সবাই চলে যেতে পারেন।"
যাইহোক, তাদের একজনও তাঁর দল ছাড়েননি।
৭) অবজ্ঞার জীবন থেকে মর্যাদার সাথে মৃত্যু ভালো।
৮) খোদার কসম, আমি কখনই আমার শত্রুদের কাছে অপমানিত ব্যক্তির মতো আত্মসমর্পণ করবো না এবং দাসের মতো তাদের কাছে আনুগত্য করবো না।
৯) আমার কাছে, যা সঠিক তার জন্য মৃত্যু, তা সুখ ছাড়া আর কিছুই নয়, এবং অত্যাচারী শাসকদের অধীনে বাস করা জাহান্নামে থাকা ছাড়া আর কিছুই নয়।
১০) সবচেয়ে উদার সেই ব্যক্তি যে তাদেরকেই দান করে, যারা তাঁর সাহায্যের আশা করে না।
২| ০৯ ই আগস্ট, ২০২২ ভোর ৬:১৫
অগ্নিবেশ বলেছেন: তিনি ইসলামের প্রক্ৃত শিক্ষার ক্থা কয়েছেন। ব্লগের এই আপনারা হাদিসই হজম করতে পারেন না, কোরান বুঝবেন কি করে?
প্রক্ৃত ইসলাম দুর কি বাত।
৩| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৪১
বিটপি বলেছেন: আলী (রা) এর পরে ইমাম হাসান/হুসাইনের (রা) খলীফা হওয়াটা ইসলামের প্রকৃত শিক্ষা নয়। কুরআনে বলা আছে, মা কানা আবা আহাদিম মির রিজালিকুম। সেই হিসেবে মুয়াবিয়ার (রা) পর ইয়াজীদের খলীফা হওয়াটাও ইসলামের বিরুদ্ধাচারণ ছিল। কিন্তু আরবরা জাতি হিসেবে এত খারাপ - ইসলামের শিক্ষা তাঁদের কোন কাজেই লাগেনি।
৪| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০১
ইমরোজ৭৫ বলেছেন: ব্লগে ধর্মের কথা না লেখাই ভালো।
৫| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৭
মৌফড়িং বলেছেন: সৈনিকদের উজ্জীবিত করার জন্য অনেক কিছুই বলতে হয়।
৬| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: হুসেইন আর ইয়াজিদের বিষয়টা সম্পুর্ন রাজনৈতিক বিষয় ছিলো। এর মধ্যে ধর্মের কোনরুপ সম্পর্ক ছিলো না।
৭| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৯
কামাল৮০ বলেছেন: ঐতিহাসিক ইবন কাসীর থেকে জানা যায় ইমাম হাসান ৭০ টি বিবাহ করেন।এক সাথে চারের অধিক ছিল না।এই ছিল তাদের মহান চরিত্র।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজী কিছু দিন নীরবতা
পালন করবেন! তাকে তার মতো
থাকতে দিন!
ইমাম হোসাইন (আঃ) এই বাণীগুলো
ব্লগের সবাইকে উৎসর্গ করা দরকার
যাতে তারা কলহ বিবাদ বন্ধ করতে
উদ্বুদ্ধ হয়।