নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
''ব্যবসা করো, শিল্প ধরো, চাকরির মায়া ছাড়ো।''
এই উক্তিটি যিনি করেছেন তিনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশের ফার্মাসিউটিক্যালসের জনক। ব্রিটিশদের শাসনকালে ১৮৬১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন যশোরের পাইকপাড়া উপজেলার রাড়ুলি-কাটিপাড়া গ্রামে। ১৯০১ সালে এই প্রখ্যাত বাঙ্গালী রসায়নবীদ, শিক্ষক, দার্শনিক ও কবি ৭০০ ভারতীয় রুপী দিয়ে বেঙ্গল ক্যামিকেলস নামক একটি কোম্পানি শুরু করেন। এটিই ছিলো ভারতীয় উপমহাদেশের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এছাড়াও তিনি মার্কারি নাইট্রেটের আবিষ্কারক। তাঁর গড়া বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিঃ বর্তমানে অ্যালুম, ওষুধ এবং ফার্মাসিউটিক্যালস এবং গৃহস্থালি পণ্য যেমন ন্যাপথলিন উৎপন্ন করে।
এতক্ষণ যার কথা বলছি তিনি হচ্ছেন প্রফুল্ল চন্দ্র রায় যিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবেও সেই সময়ে বেশ পরিচিত ছিলেন। ১৯২৩ সালের বাংলা রাজ্য যখন ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন, তাঁর প্রতিষ্ঠিত 'বেঙ্গল রিলিফ কমিটি' ২৫ লক্ষ ভারতীয় রুপি সম পরিমাণ মূল্যের তহবিল এবং জিনিসপত্র সংগ্রহ করে, যা পরে গৃহহীন এবং নিঃস্বদের মধ্যে বিতরণ করা হয়।
লেখক হিসেবেও তিনি ছিলেন বেশ পারদর্শী। ধনাঢ্য জমিদার বাবা'র ঘরে জন্ম নেওয়া প্রফুল্ল চন্দ্র রায় ১০০টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেছিন যা ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি'র জার্নালে প্রকাশিত হোয়। এছাড়াও নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে পাতাবন্দি করতে লিখেন একজন বাঙালি রসায়নবিদের জীবন ও অভিজ্ঞতা নামক একটি বই।
প্রফুল্ল চন্দ্র রায়কে ১৯১১ সালে 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার' পদকে ভূষিত করা হোয়। তাছাড়া, ডারহাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী দেওয়া হোয়।
আজ এই মহান বিজ্ঞানী ও সমাজসেবকের জন্মদিন।
০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার শুভেচ্ছা পৌঁছে যাক যথা স্থানে।
ধন্যবাদ।
২| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভ জন্মদিন !!!
০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তিনি যেখানে থাকুন, ভালো থাকুন।
শুভেচ্ছা।
৩| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
বড় মাপের মানুষই মনে হলো।
০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন।
ধন্যবাদ।
৪| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: শ্রদ্ধা জানাই।
০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তিনি সত্যি শ্রদ্ধা জানানোর মত ব্যক্তি।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৪
পুরানা দামান বলেছেন: শ্রদ্ধা রইলো এই মহামনিষীর জন্য।
০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার শ্রদ্ধা পৌঁছে যাক যথাস্থানে।
শুভেচ্ছা।
৬| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৮:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধনবাদ আপনাকে সত্য পথিক।
আজ আর এক মহান বিজ্ঞানী
আলেকজান্ডার গ্রাহাম বেলের শততম মৃত্যুবার্ষিকী
০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গ্রাহাম বেলের জন্মদিন ৩রা মার্চ।
ধন্যবাদ নিরন্তর।
৭| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
গ্রাহাম বেলের জন্মদিন ৩রা মার্চ।
আমি কিন্তু তার মৃত্যুবার্ষিকী নিয়ে লিখেছিলাম।
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুবই ভালো, নুরু ভাই।
আমি জন্মদিনগুলোকে হাইলাইট করছি।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:০৪
রানার ব্লগ বলেছেন: শুভ জন্মদিন !!!