নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

৩০ জুলাইঃ আজ ফোর্ড কোম্পানীর প্রতিষ্ঠাতা হেনরী ফোর্ডের জন্মদিন

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৭



এই ছবিটি তোলা হয়েছিলো ১৯১৯ সালে। সেই সময়ের নামকরা চিত্রগ্রাহক ফ্রেড হার্টসুকের তোলা এই ছবিটি হেনরী ফোর্ডের যাকে 'গাড়ির রাজ্যের রাজা' বলে আমি ডেকে থাকি। রাজা-ই তো! যে সময়ে মোটর গাড়িগুলো ছিলো বেশির ভাগ মিডল ক্লাস পরিবারগুলোর সাধ্যের বাইরে, সেই সময়ে হেনরী ফোর্ড এমন গাড়ি বানাতে শুরু করেন যা সেইসব পরিবারগুলো'র আয়ত্বে চলে আসে!

১৮৬৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রিনফিল্ড টাউনশিপে এক কৃষক পরিবারে জন্ম নেন হেনরী ফোর্ড। হয়তো বাবা'র অনুসরণ করলে তিনি একজন কৃষকই হতেন, কিন্তু, তিনি নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলেন। এক পর্যায়ে, তিনি সর্বকালের সেরা উদ্ভাবকদের একজন টমাস এডিসনের সাথে পরিচিত হোন। এডিসন ফোর্ডের গবেষণামূলক এক্সপেরিমেন্টগুলোকে খুব উৎসাহ দিতেন।

হেনরী ফোর্ড কনজ্যুমারিজম (consumerism)-কে বিশ্ব শান্তি আনয়নের হাতিয়ার হিসেবে দেখতেন। চরম যুদ্ধবিরোধী ফোর্ড অনেক সমাজ সেবামূলক কাজ করে গিয়েছেন। এক সময়ের পূর্ব পাকিস্তান জুড়ে মিডল ক্লাস মানুষদের জন্যে 'হায়ার-পারচেজ' ভিত্তিতে বেশ কয়েকটি বিল্ডিং বানাতে ফোর্ড ফাউন্ডেশন অর্থায়ন করে। ঢাকার আসাদগেট নিউ কলোনীর পুরনো বিল্ডিংগুলো এরকমই এক স্থাপনা যা এখন আর নেই। যদিও বাংলাদেশ হওয়ার পরে এই বিল্ডিংগুলোকে আর হায়ার-পারচেজ ভিত্তিতে সেগুলোর বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হয়নি।

ফোর্ডের উক্তিসমূহ-

১) যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করা বন্ধ করে দেয় সে বৃদ্ধ, তার বয়স বিশ বছর হোক কি আশি। যে আজীবন শিখে যায়, সে-ই তরুণ।
২) ব্যর্থতা কেবলমাত্র আরও বুদ্ধিমত্তার সাথে আবার শুরু করার সুযোগ।
৩) আমার সেরা বন্ধু হলো সেই যে আমার মধ্যকার সেরাটা বের করে নিয়ে আসতে পারে।
৪) যখন সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হচ্ছে, মনে রাখবেন যে উড়োজাহাজ বাতাসের বিপরীতে উড্ডয়ন করে, বাতাসকে সাথে নিয়ে নয়...।


আজ তাঁর জন্মদিন। যেখানেই থাকুন তিনি, ভালো থাকুন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সত্য পথিক আমার দায়িত্ব আপনি
আপনার নিজ কাধে তুলে নেবার জন্য। আমি গুণীজনদের
নিয়ে লিখলেই কুপি বাতিতে ধরা পরে। আপনাদের সেই
সমস্যা নাই। তাই অব্যাহত থাকুক গুণী জনদের গুনকীর্তন!

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি চেষ্টা করছি, নূরু ভাই।

আপনার ভালো লেগেছে জেনে বল পাচ্ছি।

শুভেচ্ছা নিরন্তর।

২| ৩০ শে জুলাই, ২০২২ দুপুর ২:২২

মোগল সম্রাট বলেছেন: বাংলাদেশে ফোর্ড কোম্পানির একটা ইউনিট আনা যায় না? তাইলপ আমরাও হস্তায় গাড়ি কিনতারতাম। আধা শতাব্দী শেষ এখনো রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা লাগে তাও কয়শো পার্সেন্ট ট্যাক্স দিয়া।

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো আইডিয়া। কীভাবে সম্ভব সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে।

শুভেচ্ছা।

৩| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



আমেরিকানরা ফোর্ডকে সন্মানের চোখে দেখে

৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমিও অনেক সম্মানের চোখে দেখি। তাঁর সম্পর্কে অনেক পড়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইল।

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার শ্রদ্ধা পৌঁছে যাক নির্দিষ্ট স্থানে।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.