নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আজ আমেরিকার পেশাদার কুস্তিগীর ও অভিনেতা Triple H-এর জন্মদিন। এই কুস্তিগীরের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের নাশুয়া নামক শহরে। এখন পর্যন্ত ট্রিপল এইচ ১৪বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। একমাত্র কিংবদন্তী কুস্তিগীর রিক ফ্লেয়ার আর জন সিনা তাঁর চেয়ে বেশিবার রেসলিং-এর বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা জিততে পেরেছেন।
রেসলিং-এর রিঙ্গে ট্রিপল এইচের নামে পরিচিত হলেও তার আসল নাম পল মাইকেল লেভেস্কে। তিনি তার কুস্তি লড়াইগুলো শেষ করেন বিশেষ এক ধরণের মুভ দিয়ে যা 'পিডিগ্রি' নামে সুপরিচিত। ১৯৬৯ সালে জন্ম নেওয়া এই রেসলার তার পুরো ক্যারিয়ার জুড়ে মোট ২৫-টি চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছেন যার মধ্যে ৯-টি 'WWF/WWE চ্যাম্পিয়নশিপ', ৫-টি 'WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ' এবং ২-টি 'রয়্যাল রাম্বল' রয়েছে।
এখানে একটি মজার তথ্য হচ্ছে- Hunter Hearst Helmsley, পল মাইকেলের এক সময়ের নাম ছিলো। এই নাম থেকেই পরবর্তীতে তিনি HHH নামটি গ্রহণ করেন।
আজ ট্রিপল এইচে'র জন্মদিনে তার কাছে শত সহস্র শুভেচ্ছা পৌঁছে যাক।
২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তার ফিনিশিং মেনুভার 'পিডিগ্রি'-এর জন্য অত্যধিক জনপ্রিয়তা পান।
ধন্যবাদ।
২| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: রকের কারনে উনি হিরো থেকে ভিলেন হয়ে গেছেন।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি রকের চরম ব ভক্ত।
ধন্যবাদ।
৩| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: তার আসল ট্রফি স্ট্যাফানি ম্যাকমোহন। অর চ্যাম্পিয়নশিপের সবগুলো চিটিং করে। মি গেইম দা রকের প্রধান প্রতিদ্বন্দ্বী।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!! ভালো বলেছেন।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:০৩
নতুন বলেছেন: এই সব প্রতিযোগিতা যে সস্র্পন সাজানো এটা কিন্তু অনেকেই জানে না। এটা এক রকমের নাটক মাত্র, নাটকটা জনপ্রিয় করতে, কে কি কি করবে সেটা ওরা ঠিক করে। সকল ফাইটার অভিনেতা মাত্র।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নাটকে হলেঅ খুব রিস্কি নাটক। জীবনের ঝুঁকি থাকে।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:২১
সোনাগাজী বলেছেন:
অপ্রয়োজনীয় বিষয়ে লিখেছেন।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।
৬| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ডি-জেনারেশন এক্স সহ দারুন সব স্টোরি লাইন নিয়ে WWE চাঙ্গা করে রাখতেন।
Game Is Over ! আমার খাতার উপরে লিখে রাখতাম।
ব্লগ আমার কাছে গুরুগম্ভীর কোন জায়গা না তাই এই পোস্ট দেখে ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওয়াও! আপনি দেখি রেসলিঙ্গ-এর চরম ভক্ত!
ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৭| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৯
নতুন বলেছেন: @সোনাগাজী রেসলিং আমাদের শৈশবের একটা অংশ, অনেক মজা করে এইগুলি দেখতাম, এটা নিয়ে স্মৃতিচারন অপ্রয়োজনীয় কিছু না।
আর দুনিয়ার কোন টপিকের উপরে আলোচনা প্রয়োজনীয়?
প্রয়োজনীয় বিষয়টাই আপেক্ষিক...
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রেসলিং এক সময়ে দারুণ উপভোগ করতাম।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪১
নতুন বলেছেন: লেখক বলেছেন:
নাটকে হলেঅ খুব রিস্কি নাটক। জীবনের ঝুঁকি থাকে।
শুভেচ্ছা নিরন্তর।
জীবনের ঝুঁকি থাকে না। একটু হালকা মাইর ধোর খাইতে হয়, আঘাত পাইতে হয়।
একটু হালকা কাটাছেড়া হয়তো হয়ে যায়, কিন্তু সবই পরিকল্পনার অংশ, নাটকের অংশ হিসেবে।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মাইর ধোর খাওয়া হাল্কা জিনিস!!!
বাপরে! যে একেকটা ঘুষি আর ঢুঁ দেয়!
ধন্যবাদ নিরন্তর।
৯| ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: লেখক বলেছেন:
মাইর ধোর খাওয়া হাল্কা জিনিস!!!
বাপরে! যে একেকটা ঘুষি আর ঢুঁ দেয়!
ধন্যবাদ নিরন্তর।
ঐটা দেখতে যত বড় ঘুষি মনে হয় আসলে তত জোড়ে আঘাত করে না।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভুঁই পাইছি!
১০| ২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩২
নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=pVoD5583r1o
এটা দেখতে পারেন মজা পাবেন।
২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিছু কিছু তো ফেইক আছেই! কিন্তু, ঢূষা-ঢাষা-ঘুষিগুলো অনেক সময় রিয়েল হতে দেখেছি যে!
ধন্যবাদ নিরন্তর।
১১| ২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫২
নতুন বলেছেন: লেখক বলেছেন: কিছু কিছু তো ফেইক আছেই! কিন্তু, ঢূষা-ঢাষা-ঘুষিগুলো অনেক সময় রিয়েল হতে দেখেছি যে!
ধন্যবাদ নিরন্তর।
মুল জিনিসটা নাটকের মতন স্ক্রিপটেড, মারামারি তো কিছুটা হালকা পাতলা ঢূষা-ঢাষা-ঘুষি করতেই হয় নাহলে তো জমেনা।
২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তা ঠিক! তবে, তারা যে ফাইনেস্ট এথলেট ইন দ্যা আর্থ - এটা আমি বিশ্বাস করি।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
ট্রিপল এইচ মানেই ছিলো 'হ্যামার'অ্যাটাক।