নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কর্নেল তাহের মানুষটি কেমন ছিলেন?

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬

ফাঁসির মঞ্চে যাওয়ার আগে জেলখানার হুজুর আসামীকে তাওবা পড়াতে এলে, আসামী বললেন- ''তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনো কোনো পাপকর্মের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি ঘুমাবো।’'

এরপরে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাঁর দৃপ্ত পদাবলী-

“জন্মেছি, সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়ে দিলাম।
জন্মেছি, তোদের শোষণের হাত দুটো ভাঙব বলে, ভেঙে দিলাম।
জন্মেছি, মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম
জন্ম আর মৃত্যুর বিশাল পাথর রেখে গেলাম
পাথরের নিচে, শোষক আর শাসকের কবর দিলাম
পৃথিবী, অবশেষে এবারের মতো বিদায় নিলাম।”

জন্মভূমির মানুষদের মাঝে কিছু বেঈমানের উপর কতটুকু ক্ষোভ থাকলে একজন মানুষ বলতে পারেন- ''আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না।''

বাংলার মানুষের প্রতি সেই ফাঁসিতে ঝোলা মানুষের শেষ বাণী- ''আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি।''

উপরের কবিতা আবৃত্তি করা মানুষটি কর্নেল তাহের। বেঈমানদের উপর ক্ষোভ ঝেড়ে উপরের কথাগুলো বলেছিলেন সেই কর্নেল তাহেরই! আবার, বাংলার মানুষের প্রতি অকৃত্রিম অনুরাগ দেখানো মানুষটিও তিনিই!

ব্লগে এমন কেউ কি আছেন তাঁকে কাছ থেকে দেখেছিলেন। দেখে থাকলে তাঁর কাছে জানতে ইচ্ছা করছে- কর্নেল তাহের নামের মানুষটি'র অপরাধ কি ছিল? অপরাধ করে থাকলে, সেটার শাস্তি হিসেবে তাঁর মৃত্যুদণ্ড পাওনা হয়েছিলো ki?

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষ হিসাবে খুব ভালো মানুষ ছিলেন। আমি ওনার উপর কয়েকটা বই পড়েছি। ক্র্যাচের কর্নেল বইটা পড়েছি। তবে উনি যেভাবে সবার ভালো চাইতেন সেটা অন্যরা চাইত না।

সার্বিকভাবে আমার কাছে ওনাকে একজন ত্যাগী, মেধাবী এবং ভালো একজন মানুষ মনে হয়েছে। উনি কমান্ডো ট্রেনিং প্রাপ্ত ছিলেন। ওনার ৫ বা ৬ ভাই এবং বোন মুক্তিযুদ্ধে গিয়েছে। রাজনীতির বলি হয়েছেন শেষ পর্যন্ত।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বই পড়ে কে ভালো আর কে মন্দ তা বুঝা যায় কি?

জেনারেল জিয়াকে তিনিই তো ক্ষমতায় বসিয়েছিলেন!

ধন্যবাদ।

২| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করি কথাটা বেশ বলেছেন। দেখি ব্লগাররা কি বলেন।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উনি শান্তিকামী হলে, জেনারেল জিয়াকে ক্ষমতায় বসিয়ে কীভাবে শান্তি আনলেন?

ধন্যবাদ নিরন্তর।

৩| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



আহত মুক্তিযোদ্ধা, এর থেকে বড় পরিচয় কি?
তিনি ইমান, বেইমান, নিয়ে যতকিছু বলেছেন, সবকিছু বলেছেন জেনারেল জিয়াকে লক্ষ্য করে।

তিনি কমবুদ্ধিমান ছিলেন, সেজন্য তিনি দেশের ক্যু'এর নায়ককে ( জিয়াকে ) পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন। মিলিটারী তখন ছাত্রদের মতো বিপ্লবী, সৈনিকদের মাঝে উনার জনপ্রিয়তা ছিলো; জিয়া ভেবেছিলেন যে, এই লোক আমাকে যেকোন সময়ে শেষ করতে পারবে; সেই ভাবনা থেকে উনাকে ফাঁসী।

উনার ভাইয়েরা সবগুলো লোভী ছিলো।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জেনারেল জিয়াকে তিনি ক্ষমতায় নিয়ে এসে তিনি ভুল করেছিলেন।

এটা অনেক বড় অপরাধ ছিলো।

ধন্যবাদ নিরন্তর।

৪| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



কৃষকের আহত সাপকে নিরাময় করে তোলার গল্প।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জেনারেল জিয়ার ক্যু-কে সমর্থন করা একদম উচিৎ হয়নি। এটা বড় অপরাধ ছিলো।

এই জ্ঞান নিয়ে তিনি এতো জনপ্রিয়তা পেলেন কীভাবে!

ধন্যবাদ নিরন্তর।

৫| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:




লেখক বলেছেন, "জেনারেল জিয়ার ক্যু-কে সমর্থন করা একদম উচিৎ হয়নি। এটা বড় অপরাধ ছিলো। এই জ্ঞান নিয়ে তিনি এতো জনপ্রিয়তা পেলেন কীভাবে! "

-উনি বুঝে, না বুঝে সমাজতন্ত্রের কথা বলে জনপ্রিয়তা পেয়েছিলেন।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যারা কর্নেল তাহেরের কথা শুনেছিলেন, তারাও বোকালোক।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৫

কামাল৮০ বলেছেন: সে একজন ভাল মানুষ ছিল।জিয়াকে বিশ্বাস করা তার ভুল ছিল।সে তার ভুলের মাশুল দিয়েছে।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভালো মানুষেরা কখনো কোন হত্যাকারীকে সাহায্য করেন না।

শুভেচ্ছা।

৭| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


পোস্টে নজর রাখছি,জানার জন্য।

৮| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার পোস্টটি একটি নিরপরাধ পোস্ট। কিন্তু মন্তব্য হয়ে যাবে - অপরাধী মন্তব্য। যা অত্যন্ত বিপদজনক। ইতিহাস প্রচুর বিকৃত হয়েছে। ভবিষ্যতে আরোও বিকৃত হবে। আপনি যা জানতে চাইছেন - তা ব্লগে বলা যাচ্ছেনা। আর আপনি জেনেও কোনো লাভ নেই।

৯| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

কামাল৮০ বলেছেন: ভালো এবং খারাপ মানুষের বিষয়টা এমন না যে,যে ভাল মানুষ তার সব কাজ ভাল হবে এবং যে খারাপ মানুষ তার সব কাজ খারাপ হবে।ভলো মানুষ খারাপ কাজ করতে পারে আবার খারাপ মানুষ ভাল কাজ করতে পরে।তাহলে আমরা ভাল মানুষ ও খারার মানুষ নির্ণয় করবো কি ভাবে।যার বেশির ভাগ কাজ ভালো সেই একজন ভালো মানুষ।যার বেশির ভাগ কাজ খারাপ সেই খারাপ মানুষ।এভাবেই ভালো মানুষ খারাপ মানুষে এবং খারাপ মানুষ ভাল মানুষে রূপান্তরীত হয়।

১০| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৫

শাহ আজিজ বলেছেন: কর্নেল তাহের আর্মি কোড ভঙ্গ করে একটি বিপ্লবী সেনাদল গঠন করেছিলেন গোপনে । আর্মি কোড অনুসারে তার ফায়ারিং স্কোয়াড হওয়া উচিত ছিল । বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তিনি অপরাধী এবং প্রাইম পানিশমেন্ট পাওয়ার যোগ্য । জিয়া ঐ সময় হাল না ধরলে দেশ গৃহযুদ্ধে পতিত হতো । আমি তাকে কাছ থেকে চিনিনা কিন্তু সেলিনা হোসেনকে চিনি ব্যাক্তিগতভাবে ।

১১| ২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

নিমো বলেছেন: শাহ আজিজ বলেছেন: জিয়া ঐ সময় হাল না ধরলে দেশ গৃহযুদ্ধে পতিত হতো ।
হা-হা-হা-হা! কাকু কি চৈনিক পাণীয় পান করে মন্তব্যটা করলেন ? অবশ্য অবাক হই নি! শি চিনফিং এর মত অমানুষের প্রশস্তি যে করে, তার থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়।

১২| ২২ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৫

কাছের-মানুষ বলেছেন: তিনি জিয়াকে মুক্ত করতে ভুমিকা পালন করেছিলেন তবে বুঝতে পারেননি জিয়া মুক্ত হবার সাথে সাথেই সব ফোকাস জিয়ার দিকে চলে যাবে। যখন বুঝতে পেরেছিলেন তখন তার আর করার কিছু ছিল না, সব সৈনিকেরা জিয়াকে নিয়ে লাফালাফি করছিল!

১৩| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনি ভালো মানুষ ছিলেন।
মৃত ব্যাক্তিকে মন্দ বলতে নেই।

১৪| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১:১৩

জগতারন বলেছেন:
আমি এই পোষ্টে কোন'ই মন্তব্য করবো না।
কর্নেল তাহের ও মেজর জিয়ার ৯৯ ভাগ কর্মকান্ড
আমার নিজের চোখে দেখা ও জানা।
এই খানে সব্বার মন্তব্য পড়ে যাবো
দেখি কার কতটু সত্য ইতিহাস জানা ও দেখা আছে।

১৫| ২৩ শে জুলাই, ২০২২ সকাল ৮:২২

বিটপি বলেছেন: এত ভালো যে লোক, তার ভাই এরকম ছাগল কিসিমের কেন?

১৬| ২৩ শে জুলাই, ২০২২ রাত ৮:২৭

রানার ব্লগ বলেছেন: কর্নেল তাহের জীবনে একটা ভুল করেছেন তা হলো খুনি জিয়াকে মানুষের রোষানল থেকে মুক্ত করে আর তার সেই উপকারের প্রতিদান নিজের জীবন দিয়ে বুঝে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.