নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একবার এক আরব রাজা মৃত্যুসজ্জায়, বেঁচে থাকার কোন আশাই তাঁর আর নেই। সেই সময়ে, রাজকীয় সেনাবাহিনীর এক সংবাদবাহক এই বার্তা নিয়ে প্রবেশ করলো যে- রাজার পাঠানো সেনাবাহিনী একটি রাজ্য জয় করেছে, আর, সেই রাজ্যের সকল জনগোষ্ঠী বশ্যতা স্বীকার করে নিয়েছে। তা শুনে রাজা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন-
''এই বার্তাটি তো আমার জন্যে জন্যে নয়, বরং এটি আমার শত্রুদের জন্যে, বিশেষ করে যারা আমার সিংহাসনের উত্তরাধিকারী।''
আমি আমার মূল্যবান জীবন আশায় আশায় অতিবাহিত করেছি, হায়!
আমার প্রতিটি আকাংখা যেন পূরণ হয়ে যায়!
যখন থেকে - আমার ইচ্ছেগুলো পূরণ করা হলো, কিসের বিনিময়ে?
অথচ, আমার আগের জীবন ফিরে আসবে, তার আর কোন আশা নেই।
নিয়তির হাতে বেজে উঠেছে, বিদায় লগ্নের ভেরী।
ও আমার চক্ষুদ্বয়,
মস্তককে বিদায় বাণী শুনিয়ে দাও,
সাথে করে তালু, কনুই আর বাহুদ্বয়কেও,
সবাই যেন একে-অপরকে বিদায় জানিয়ে দেয়।
মৃত্যু - যে ছিলো আমার আকাংখাগুলোর শত্রু,
সে এখন প্রভাব বিস্তার করেছে আমার উপ্বর।
শেষবারের মতো, ও আমার বন্ধুরা।
আমার পাশে থেকে সরে যাও।
জেনে রেখো- আমার জীবন কেটেছে অন্ধকারে,
আমি যে কিছুই করে যেতে পারিনি!
তোমাদের প্রতি আমার এই উপদেশ,
নিজেরাই নিজের প্রহরী হয়ে থেকো!
========
কার লেখা অনুবাদ করেছিলাম মনে নেই
===========================.
২| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১১:১৩
সোনাগাজী বলেছেন:
গরীবেরা মনোকষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করেন; ইহা মানব সমাজের জন্য কলংকের ব্যাপার।
৩| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:৩৬
বিটপি বলেছেন: ধার্মিকদের কাছে মৃত্যু মানে নতুন জীবন, অধার্মিকদের কাছে মৃত্যু মানে সব শেষ।
৪| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার বিটপি বলেছেন, ধার্মিকদের কাছে মৃত্যু মানে নতুন জীবন, অধার্মিকদের কাছে মৃত্যু মানে সব শেষ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
বিলিয়নিয়ারদের মৃত্যুভাবনা জানা দরকার।