নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আজ ঈদে গাদিরে খুম! অভিনন্দন নবীজী (সা)-এর সকল উম্মতকে!

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৭



আজ মুসলমানদের সবচেয়ে খুশির দিন। আজকের দিনেই আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়। হাদিসে আছে, এই দিনকে কেন্দ্র করে আকাশের বাসিন্দারাও ঈদ পালন করেন।

আবি নছর বাজানতি ইমাম রেজা আঃ থেকে বর্ননা করেন যে, তিনি বলেন, হে আবি নছরের পুত্র! তুমি যেখানেই থাকোনা কেন গাদীরের দিনে আমিরুল মোমেনীন আঃএর নিকট হাজির হও, নিসন্দেহে আল্লাহ প্রত্যেক মুমিন ও মুমেনার এবং মুসলিম ও মুসলেমার ষাট বছরের গোনাহ মাফ করে দেন, এবং রমজান মাস ও কদরের রাতে এবং ঈদুল ফিতরের রাতে যত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন তার থেকে কয়েক গুন বেশি এই দিনে মুক্তি দেন, এই দিনে তোমার দ্বীনি ভাইকে এক দিরহাম দান করা হাজার দিরহাম দান করার সমতুল্য, এই দিনে তোমার দ্বীনি ভাইদের প্রতি খরচ করো এবং প্রত্যেক মুমিন মুমেনাকে সন্তুষ্ট করো, আল্লাহর কসম! মানুষ যদি প্রকৃতপক্ষে এই দিনের মর্যাদা জানত তাহলে ফেরেশতাগণ অবশ্যই তাদের সাথে প্রত্যেক দিন দশবার মোসাফাহা করতো।
(বিহারুল আনোওয়ার, খন্ড-৯৭, পৃষ্ঠা-৩৫৮)

ইমাম সাদিক আঃ বলেন, "গাদীর দিবস আল্লাহর পক্ষ থেকে সব চেয়ে বড় ঈদ, আলে মুহাম্মদের ঈদ, ঈদ গুলির মধ্যে সবচেয়ে বড় ঈদ, আল্লাহ যখনই কোন নবীকে প্রেরণ করেছেন তিনিই এই দিনকে ঈদ হিসেবে পালন করেছেন এবং এর মর্যাদাকে গুরুত্ব দিয়েছেন; আকাশে এই দিনের নাম "আহাদ ওয়াল মাওহূদ", আর জমিনে এর নাম "মীসাকুল মাখূয ওয়াল জমউল মাশহূদ"।
(আল ইকবাল, ২য় খন্ড, ২৮২ পৃষ্ঠা)

ইমাম জাফর সাদিক আঃ থেকে তিনি তাঁর পিতা ইমাম বাকীর আঃ থেকে বর্ণনা করেছেন, “ইবলিশ, আল্লাহর শত্রু, চারবার চিৎকার করেছিল: যেদিন সে অভিশপ্ত হয়েছিল; যেদিন তাকে পৃথিবীতে অবতীর্ণ করা হয়েছিল; যেদিন নবী সঃকে দুনিয়াতে নিযুক্ত করা হয়েছিল; এবং গাদির দিবসে”।–(কুরবুল ইসনাদ, পৃষ্ঠা-১০)

আল্লাহ্‌ আমাদের বুঝার তৌফিক দান করুন।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৩

ইএম সেলিম আহমেদ বলেছেন: তথ্যসূত্রের ঘাটতি আছে অনেক। এভাবে বিভ্রান্তি সৃষ্টি না করায় শ্রেয়।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

Please explain your points.

২| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


এ উপলক্ষে দেশে নফল রোজা রাখা হচ্ছে?

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি একটু অন্য ভাবে আজকের ঈদটি উদযাপন করছি।

আপনি কীভাবে করছেন?

ধন্যবাদ।

৩| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: আফসোস হয় কত কিছু জানি না। না জেনেই জীবন পার করে দিচ্ছি।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি জেনেছি বেশি দিন হয়নি।

ঈদের শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

৪| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:

:আপনি কীভাবে করছেন?
- আমি আপনার মাধ্যমেই জানলাম 'এই ঈদ সম্পর্কে।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি আমার কাছের মানুষদের মাঝে নিজের উপার্জন থেকে কিছু খরচ করে দিনটি উদযাপন করছি।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:



ইসলাম ধর্ম কি হিন্দুধর্মের মতো যে, ক্রমেই নতুন নতুন উপাসনা ও ট্রেডিশন যোগ হচ্ছে?

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এটা আসলে নতুন উপাসনা নয়।

ঈদে গাদিরে খুম ভুলে যাওয়া একটি খুশির দিন।

সাওম ও এতেকাফের কামিয়াবীর কারনে ঈদুল ফিতরের আনন্দ, আর ত্যাগ ও তাকওয়ায় কামিয়াবীর কারনে ঈদুল আযহার আনন্দ; আর ঈদে গাদিরে খুমের আনন্দ দ্বীন ইসলামের পূর্ণতার কারনে।এমন কোনো নবী মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হননি যিনি এ দিবসটিকে ( ১৮ যিল হজ্জ ) ঈদ হিসেবে উদযাপন করেননি এবং এ দিবসের মর্যাদা সম্পর্কে জ্ঞাত ছিলেন না। আসমানে এ দিবসের নাম প্রতিশ্রুত প্রতিজ্ঞার দিবস

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩২

ঈশ্বরকণা বলেছেন: এই লেখাটা পোস্ট করার আগে অপনার আরো একটু ভেবে নেয়া উচিত ছিল। কাটপেস্ট করে বুজুর্গ মানুষদের নাম দিয়ে রটেন কথাবার্তা তুলে দিলেইতো আর পোস্ট যৌক্তিক হয়ে যায় না এটাতো বোঝা দরকার অপনার ব্লগার হিসেবে। আপনার কোট করা অনেক উক্তি যে একেবারেই মিথ্যে সেটা বোঝার জন্যতো ইসলামিক স্কলার হবাররও দরকার নেই । এগুলো যে উদ্দেশ্যপ্রণোদিত
উক্তি সেটাতো এমনিতেই বোঝা যাচ্ছে।আমার মন্তব্যটা কি এক্সপ্লেইন করতে হবে না সেলফ এপ্লাইনিং ?

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঈশ্বরকণা অর্থ কি?

কি আবোল-তাবোল নিক!!!! :)

ধন্যবাদ।

৭| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো মেইনস্ট্রিম মুসলমানদের কোন উৎসব নয়। এখন আপনি যদি শিয়া, আলাওয়ী, সুফী ইত্যাদিকে মুসলমানদের উৎসব বলে চালিয়ে দেন তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে...

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঠিক আছে! তালগাছ আপনার!

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে......

ধন্যবাদ।

৮| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি বিপথগামী শিয়াদের উৎসব।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সঠিকগামী শিয়ারা কারা?

ধন্যবাদ।

৯| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: শিয়াদের মধ্যে সামান্য কিছু লোক আছে যারা ভুলের মধ্যে থাকলেও সম্পূর্ণ বিপথগামী না। এটা নির্ভর করে তাদের ব্যক্তি পর্যায়ের ঈমানের অবস্থার উপর।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি কি আল্লাহর নবী যে ঠিক করে দিবেন কার ঈমান আছে আর কার নেই?

ধন্যবাদ।

১০| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: রসুল সঃ এর উপ শান্তি বর্ষিত হোক ।

আমাদের কিছু মুসলিম এমন ভাবে ধর্ম পালনের নামে গোঁড়ামি করে অমুসলিমরা ইসলাম কে ভুল বুঝে। ইসলাম কে একটি উগ্র ধর্ম মনে করে। ধর্ম না মানলে মেরে ফেল কেটে ফেল এসব বলে । একদলের ইসলাম রক্ষ করার নামে হিংসা বিদ্বেষ বর্বরতা অন্ধত্ব পুরা ইসলাম কে রেডিকুলাস করসে।

১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই শ্রেণীর মানুষদের দেখলে মনে হয়, আল্লাহ উনাদের মুখাপেক্ষী।

অথচ, মহান আল্লাহ কারো মুখাপেক্ষী নন! তিনি আরশে আযিমে সমাসীন।

ধন্যবাদ নিরন্তর।

১১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম রক্ষার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এদের দেখলে মনে হয় ইসলাম এদের বাপ দাদার। পান থেকে চুন কষলেই রগ কেটে দাও। এরা জঙী ।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১০:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সবাইকে সব কিছু বুঝে-শুনে চলতে হবে।

ভুল পথে থাকা মানুষদের উস্কানি দেওয়াও খারাপ ব্যাপার।

ধন্যবাদ।

১২| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:০৬

নূর আলম হিরণ বলেছেন: মানুষ আনন্দ পেতে চায়, এই জন্য কোনো একটা উপলক্ষকে উৎসবে রূপ দেয়, এটা ভালো খারাপ কিছু নয়।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১০:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আনন্দ পাওয়ার উপলক্ষ খোঁজা একটু শুভ কাজ।

ধন্যবাদ নিরন্তর।

১৩| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:২১

কামাল৮০ বলেছেন: জীবনে প্রথম শুনলাম।ব্লগে না আসলে এটা জানাই হত না।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১০:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সময় মতো জানা অনেক সৌভাগ্যের ব্যাপার।

পোস্ট দিয়েছেন?

ধন্যবাদ।

১৪| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ঈশ্বরকণা অর্থ কি? কি আবোল-তাবোল নিক!!!! :)
উনি খুব সম্ভব হিগস-বোসন এর কথা বোঝাতে চেয়েছেন।

ইসলামে দু'টো ঈদের কথাই বলা হয়েছে। বাকিটা জানি না। ধন্যবাদ।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১০:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি কি বুঝিয়েছেন উনার মনই ভালো বলতে পারবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.