নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বিষ্যুৎবারের খিচুড়ি (সুকুমার রায় অবলম্বনে)

১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৭

টিকটিকি হয়ে ফড়িং, উড়লো যে আকাশে,
হলো তারা টিকড়িং, ঝাপ দিয়ে বাতাসে।

কুকুর বলে ভালুকে, এসো করি সন্ধি,
কুকুলুক হলে পড়ে, হবো না আর বন্দি।

কাক করে কা কা, বাঘ গেছে বনে,
কাঘ হয়ে দৌড়ুবো, হরীণের সনে।

শুশুক উঠে লাফিয়ে, বান্দর গাছে,
শুশুন্দর হয় তারা, মানবের কাছে।

মাছের মত বিড়াল মাসী, সাঁতরাতে পারে না,
মাছাল হয়ে দিলো কাশি, না করে কান্না।

ঘোড়া দেখে কোয়েলে, ঘুম দেয় কত,
হতো যদি ঘোড়ালে, বসতো সে শত।

গরু ডাকে হাম্বা, চিতাবাঘের ফোনে,
চলো হই চিতারু, এই আছে মনে।

পিঁপড়া ভেসে যায়, হাতি শালবনে,
পিঁপড়াতি লেফট-রাইট, যায় সে রনে।

উইপোকা খাঁ খাঁ, প্যাঁচা করে রা,
উইচা হেঁকে বলে, আমার আছে তাড়া।

বকের এক ঠ্যাং, চিংড়ি কয় একি!
বকিংড়ি কাশি দেয়, বালু ঝিকিমিকি!

চিল করে চি চি, ইঁদুর কয় ঠিক,
চিলুদুর উড়ে চলে, লোকে হাসে ফিক।

=======
পূর্বেরটার চেয়ে ঈষৎ বড়
================




মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

ঢাকায় বৃষ্টি হয়েছে?

১৫ ই জুলাই, ২০২২ রাত ১২:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভাব দেখে মনে হোচচে হোবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: যত গর্জে তত বর্ষে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.