নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
শুরুতেই কিছু প্রশ্ন করছি, একটু চিন্তা করে দেখুন। আপনার আশেপাশের এলাকার দোকানগুলো কি একে একে বন্ধ হয়ে যাচ্ছে, নাকি আপনি দিনকে দিন আপনার এলাকায় নতুন নতুন শপিং মল হওয়া দেখতে পারছেন? কোন ইদে কি আপনি নতুন কাপড় ছাড়া থেকেছেন? আপনি এবং আপনার আত্মীয়-স্বজন কি আগের চেয়ে বেশি বাসা-বাড়ি কিনছেন বা ভাড়া নিচ্ছেন নাকি তা কমিয়ে দিয়েছেন? নদী-নালা ভরাট হয়ে কি আগের চেয়ে বেশি বাসা-বাড়ি বেশি হচ্ছে? আপনার চেয়ে আপনার সন্তানদের ব্যবসায়ী হবার দিকে ঝোঁক বেশি না কম? পদ্মা সেতু বা অন্যান্য ব্রিজ হবার পরে কি বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? মোটর সাইকেল কি আগের চেয়ে বেশি না কম? মানুষ কি রাস্তায় আগের চেয়ে বেশি বেশি মাছ আর তরী-তরকারী পাচ্ছে কি পাচ্ছে না?
বাংলাদেশের অর্থনীতিতে সেবা বা সার্ভিস সেক্টর জোরালো ভূমিকা রাখছে তা অনেক দিন হয়ে গেলো। ২০২১ সালে আমাদের দেশের জিডিপিতে এই সেক্টরের অবদান ছিলো ৫২%। এই সার্ভিস সেক্টরের মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাইকারি খুচরা ব্যবসা এবং বাণিজ্য; পরিবহন, স্টোরেজ, যোগাযোগ এবং রিয়েল এস্টেট, ভাড়া এবং ব্যবসায়িক কার্যক্রম। এছাড়া উৎপাদন এবং নির্মাণ শিল্পের অবদান ৩৪%। আর, বাকি ১৪% আসে কৃষি এবং বনায়ন ও মাছ ধরা থেকে। তাই, বোঝা যাচ্ছে, বাংলাদেশের সার্ভিস বা সেবা সেক্টরে ধস নামা মানে বাংলাদেশের শ্রীলঙ্কার পরিণতির দিকে এগিয়ে যাওয়া।
এবারে সেক্টর ভিত্তিক প্রবৃদ্ধি কতটুকু হলো এবং ভবিষ্যতে কতটুকু হবার সম্ভাবনা আছে তা নিয়ে একটু আলোচনা করছি। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, ২০২০ সালে বাংলাদেশের সার্ভিস সেক্টরের প্রবৃদ্ধি যেখানে ৩.৪৫ ভাগ ছিলো, সেখানে ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৬.৯৪ ভাগ! করোনা পরিস্থিতি সামলে বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে।
তাই, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখা দিবে, তা নিকট ভবিষ্যতে নাও হতে পারে। এমন ভয় যারা দেখাচ্ছেন, তারা ভুল করছেন বলেই আমার মনে হোয়।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশে বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি কর্মক্ষম তরুণ প্রজন্ম। তারা যেভাবে এগুচ্ছে, তা ঠিক থাকলে আগামী এক দশক বাংলাদেশের মানুষ সেইফ বলে মনে হচ্ছে।
ধন্যবাদ নিরন্তর।
২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৫১
সোনাগাজী বলেছেন:
৩ কোটী কৃষক পরিবার আছে; কোন পরিবার আপনার সমান আয় করে?
১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমেরিকাতে কৃষকের সংখ্যা কমছে। বাংলাদেশে মনে হয় শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়ছে, অশিক্ষিতের হার কমছে।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:১৫
সোনাগাজী বলেছেন:
শ্রীলংকার এই অবস্হা সম্পর্কে কখন জেনেছেন?
১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পেপারে আসার পরে বা কোন হোয়াটসএপ গ্রুপ থেকে।
বাংলাদেশে কিছু হলে, আসে-পাশে থেকে খবর পাবো আশা রাখি।
ধন্যবাদ নিরন্তর।
৪| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
২০০৮-০৯ অর্থবছরে মাংস উৎপাদন ছিল ১০ লাখ ৮০ হাজার মেট্রিক টন।
২০১৬-১৭ অর্থবছরে দেশে মাংসের উৎপাদন ৭১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন
২০২১ অর্থবছরে- ৭৭ লাখ মেট্রিক টন।
যদি মানুষের হাতে মাছ মাংশ খাওয়ার টাকা না থাকে তবে বাজারের মাছ, মাংশ, কশাই দোকানে ৮০০ ৯০০ টাকা কেজি দামের টন কে টন মাংশ ঝুলানো মাংশ দুপুরের পরে শেষ হয়ে যায় কিভাবে?
কারা কিনছে? সবাই কোটিপতি? প্রতিদিন টনকে টন কাঁচা মাছ মাংশ প্রতিদিন কিনে ফ্রিজে ফেলে রাখছে কোটিপতিরা?
দেশে শতভাগ বাড়ীতে বিদ্যুৎ পৌছে যাওয়ায় দেশে হাজার হাজারে এসি - রেফ্রিজারেটরের দোকান, গ্রামগঞ্জে পর্যন্ত ফ্রিজের দোকান, এসব ফ্রিজ কারা কিনছে? কেন কিনছে? আলু রাখার জন্য?
১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের কাজের বুয়ার বাসায় ডীপ ফ্রিজ থাকবে কয়েক সপ্তাহ পরে থেকে। তাকে আমরা একটা দিয়েছি।
এগুলোই ডেভেলপমেন্ট। পারমানবিক চুল্লি হবার পরে বিদ্যুতের শেষ অভাবটাও পূরণ হয়ে যাবে বলে আশা রাখি।
ধন্যবাদ।
৫| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:২৫
সোনাগাজী বলেছেন:
আপনি বলেছেন, "আমেরিকাতে কৃষকের সংখ্যা কমছে। বাংলাদেশে মনে হয় শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়ছে, অশিক্ষিতের হার কমছে। "
-আমেরিকায় শতকরা ২ জন কৃষক, বাংলাদেশে শতকরা ৫০ জন।
১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বর্তমানের জন শুমারিতে উঠে এসেছে, বাংলাদেশে কৃষক পরিবারের সংখ্যা ১.৬৫ কোটি বা ১৬.৫ মিলিয়ন।
আমার আশে-পাশের শিক্ষিত মানুষ অনেকেই গরুর ফার্মিং-এ নেমেছেন।
ধন্যবাদ নিরন্তর।
৬| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: দেশ কোন দিকে যাচ্ছে তা পরিস্কার ধারনা পাচ্ছি না। আমি চিন্তিত।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এগুতে হলে চড়াই-উৎরাই পার হতেই হয় যে!
ধন্যবাদ নিরন্তর।
৭| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৮
নতুন বলেছেন: বাংলাদেশ শ্রীলংকার মতন পরিস্থিতে যাবার মতন অবস্থাতে নাই।
যদি গামেন্টস ইন্ড্রাস্টির ব্যবসা আমাদের দেশ থেকে চলে যায় তখন অনেক বড় একটা ধাক্কা লাগবে কিন্তু আমারা সামলে নেবো।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গার্মেন্টস সেক্টরের বড় ধাক্কা আমরা সামলে নিতে পারবো।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
২০৩০/৩২ সালের নাগাদ সম্ভব? শ্রীলংকার দৃশ্য বিশ্বে প্রথমই হয়েছে নাকি ২০০০ সালের পর?