নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমি যে কারণে তাবলীগ জামায়াত দলটির সাথে থাকতে পারলাম না

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:১৪



আমি রাজনৈতিক দল ছাড়ার পরে তাবলীগ জামাতের সাথে থাকার চেষ্টা করেছি। কিন্তু, শেষ পর্যন্ত তাদের সাথে মতানৈক্য ঘটলো। তালীম ও তাবলীগের মাঝে পার্থক্য জানার পরে এবং ৪০ দিন চিল্লায় থাকার ব্যাপারটা আমি ঠিক সমর্থন করে উঠতে পারলাম না।

তালীম ও তাবলীগের মাঝে পার্থক্য--------<

এখনকার তাবলীগ জামাত দলটি ইসলামের দাওয়াত মুসলমানদের কাছে পৌঁছায় দেয়। এই কাজকে তারা 'তাবলীগ' নামে ডাকে। অথচ, নেক পথের অনুসারী আলেমরা বলেন- দ্বীনের দাওয়াত অমুসলমানদের নিকট পৌঁছায় দেওয়াকে 'তাবলীগ' বলে। আর, এক মুসলমান ভাইকে আরেক মুসলমান ভাই ইসলামের হুকুম আহকাম মানার দাওয়াত দিলে, তাকে 'তালিম' বলে, 'তাবলীগ' নয়।
.
অথচ, তাবলীগ জামাত দলের কিছু বেপথে চলা মানুষ, ইসলামের দাওয়াত যখন মুসলমান ভাইদের নিকট পৌঁছে দেন, সেই কাজকে 'তাবলীগ' নামে অভিহিত করেন। এর কারণ জানতে মন চায়।
.
৪০ দিন চিল্লা কতটুকু ইসলাম সম্মত?----------<

তাবলীগ জামাত দলের একটি নিয়ম হচ্ছে- ৪০ দিনের জন্যে চিল্লায় যাওয়া। এই চিল্লায় যাওয়ার ব্যাপারটা আমি বুঝি না। পবিত্র কুরআন, সুন্নাহ বা ইজমায় এই চিল্লার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আসলে, ৪০ দিন চিল্লার ব্যাপারটা চিশতিয়া তরিকায় আছে। তাবলীগী দলটির মুরুব্বীরা এই নামটা নিজেদের কালচারে নিয়ে এসেছেন। অথচ, এই চিল্লায় যাওয়ার নামে যা করছেন তা চিশতিয়া তরিকার বিপরীত।
চিশতিয়া তরিকার মাশায়েখরা চিল্লা দিতেন পাহাড়ে আর জঙ্গলে। আর, এখন চিল্লা দেওয়া হোয় মসজিদে। চিশতিয়া তরিকায় নির্জন অবস্থায় চিল্লা দেওয়া হোয়, আর, তাবলীগ দলটি গেদারিং করে চিল্লা দেয়। এই পার্থক্যের কারণ কি?

একটা ওয়াজ শুনতে শুনতে মনে আবারো প্রশ্ন জাগলো। এখানে কেউ তাবলীগ জামাতের থেকে থাকলে নো হার্ড ফিলিংস প্লিজ।

ইদ মোবারক।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:১৭

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: জামাত এবং তাবলীগ জামাত একই সংগঠন?

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি জামাত দলটির সাথে কখনো ছিলাম না। তাই, তাদের সম্পর্কে জানি না। লন্ডনে থাকার সময়ে বেশ কিছু দিন তাবলীগ দলটির সাথে ছিলাম। তাই, তাদের কালচার সম্পর্কে বলে পারবো।

ধন্যবাদ।

২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:



ব্লগে থাকাই যেখানে কঠিন, আপনি কিসব তাবলীগ, তুবলীগের কথা বলছেন?

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ব্লগে বিশেষ কিছু কি ঘটেছে?!! আমি এক সপ্তাহ ধরে ব্লগে নেই।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: তাবলীগ জামাত এগুলোটে যাবেন না। সময় অপচয় করবেন না। তাবলীগ এর চেয়ে টিকটক করা ভালো।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি আসলে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছি। আড়ালে-আবডালে বিভিন্ন দলের ওয়াজ শুনে একজন শিক্ষক খুঁজছি। :)

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪১

কামাল৮০ বলেছেন: বর্তমানে মোবাইল সব থেকে বড় শিক্ষক।কি জানতে চান।ইসলামের নাড়ি নক্ষত্র সব জানতে পারবেন ইন্টারনেট থেকে।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, আমি অনলাইন পড়ালেখায় মন বসাতে পারি না।

আমি হিউম্যান ইন্টারএকশনে বেশি কাজ হোয় বলে শুনেছি।

ধন্যবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১:১২

শূন্য সারমর্ম বলেছেন:


চিল্লায় ঘুরে এসে ভালো পথে দেখলাম না,আজ পর্যন্ত। চিশতীয়া তরিকা মানে খাজা মাইনুদ্দিন চিশতী?

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



না। বর্তমান আফগানিস্তানে হেরাত নামক একটি প্রদেশ আছে। সেই প্রদেশের একটি ছোট শহর চিশতে ৯৩০ সালে আবু ইশক শামি এই তরিকার প্রবর্তন করেন।

১২ শতকের দিকে খাজা মইনুদ্দিন চিশতি (র) এই তরিকা ভারতবর্ষে নিয়ে আসেন।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৩ ই জুলাই, ২০২২ রাত ২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাবলিগ জামাতের উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষক হজরত মওলানা ইলিয়াস কান্ধলভি (রহঃ) এবং তাঁর ভাতিজা শাইখুল হাদিস মওলানা জাকারিয়া কান্দলভি আল্লাহর অলি ছিলেন। তারা ভালো নিয়তেই এটা শুরু করেছিলেন। এখন তাবলিগের অনুসারীর সংখ্যা কয়েক কোটি। বড় সংগঠনে কিছু ভুল ত্রুটি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়।

তাবলিগের মূল স্পিরিট হোল আধ্যাত্মিকতা। আমলের উপর এরা বেশী জোর দেয়। সুফিবাদি অনেক নিয়ম কানুন আছে যেটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হয়। কিন্তু ভিতরে ঢুকলে এবং আমল করলে এগুলি বোঝা সহজ হয়ে যায়। এরা নির্বিবাদী, অরাজনৈতিক এবং পরকালমুখী। ইসলামের আরও অনেক সংগঠনে অনেক সময় উগ্রতা দেখা যায়। কিন্তু তাবলীগের মধ্যে কোন উগ্রতা নেই। এরা পরের সমালোচনার চেয়ে নিজের আমল নিয়ে বেশী ব্যস্ত থাকে। তবে যে কোন বড় সংগঠনেই অনেক সময় খারাপ লোক ঢুকে যায়, দলাদলি হয়। তাবলীগেও এরকম কিছু খারাপ লোক হয়তো ঢুকে গেছে ফলে আগের অবস্থায় নাই। তবে সার্বিকভাবে আধ্যাত্মিকতার উন্নয়নের জন্য এই সংগঠন ভালো। সুফিবাদি কিছু কাজ হয়তো আমাদের মাথায় ঢোকে না তাই আমরা তাবলীগের কিছু কাজের সমালোচনা করে থাকি। উগ্রভাবে ধর্ম প্রচারের চেয়ে এই ধরণের অহিংস পদ্ধতি ভালো। মুসলমানদের এখন অহিংস নীতিতে ধর্ম প্রচার করা উচিত যেন অন্য ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে ভালো ধারণা করতে পারে। তবে তাবলীগ জামাতের স্বর্ণযুগ মনে হয় পার হয়ে গেছে। ভালো নেতৃত্ব না এলে এই দল আগের সুনাম ফিরিয়ে আনতে পারবে না।

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি মূল ব্যাপারটিই বুঝেননি!

তাবলীগ করা হোয় যারা মুসলমান নয় তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে।

অথচ, তাবলীগ জামায়াত ইসলামের দাওয়াত দিচ্ছে মুসলমানদেরকে!

তাহলে, যাদের মাঝে তাবলীগ করা হচ্ছে, সেই মুসলমানদেরকে তাবলীগ জামায়াতের মানুষরা 'মুসলমান' মনে করে না!?

আমার প্রশ্নটা সেখানেই।

ধন্যবাদ।


৭| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ৭:৩৭

তানভির জুমার বলেছেন: তাবলিগ জামাতে কিছু অসংগতি থাকতেই পারে। আর ৪০ দিনের যে থিইরী আপনি চিশতিয়া তরীকার সাথে গুলিয়ে ফেলছেন এটা চরম ভুল। আমার জানা মতে ইসলামে অন্যান্য কিছু বিধানে ৪০ দিনের কিছু বরকতের কথা বলা আছে, ঐখান থেকেই মূলত ৪০ দিন কে নেওয়া হয়েছে। ৪০ দিন চিল্লা দেওয়া আব্যশিক কোন বিধান নয়। আপনার ইচ্ছামত আপনি যে কোন সময় ইসলাম সেখার কাজে সময় দিতে পারেন। আমার দেখা অনেক মানুষ তাবলিগের পথ ধরে আল্লাহ তাকে ইসলামে পথে এনেছে।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চিল্লায় গেলে অনেকে নিজের বাবা-মা বা স্বজন মারা গেলে ফিরে আসতে পারেন না, এটা কেন?

ধন্যবাদ।

৮| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: "এরা নির্বিবাদী, অরাজনৈতিক এবং পরকালমুখী। ইসলামের আরও অনেক সংগঠনে অনেক সময় উগ্রতা দেখা যায়। কিন্তু তাবলীগের মধ্যে কোন উগ্রতা নেই। এরা পরের সমালোচনার চেয়ে নিজের আমল নিয়ে বেশী ব্যস্ত থাকে" - সাড়ে চুয়াত্তর এর এ পর্যবেক্ষণটিকে আমার কাছে সঠিক মনে হয়েছে।

আমি কখনো চল্লিশ দিন তো দূরের কথা, তিন দিনের চিল্লায়ও যাই নি। কিন্তু দূর থেকে তাবলীগের লোকদের আসতে দেখলে অনেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান অযথা সময় নষ্ট হবে ভেবে, কেউ কেউ তাদের প্রতি অসৌজন্যমূলক প্রশ্নবাণ ছুঁড়ে তাদেরকে বিব্রত করে থাকেন, এটা আমার ভালো লাগে না। তারা এলে আমি চুপ করে কিছুটা সময় তাদের কথা শুনি, তারপরে আমার মত আমার কাজ করতে থাকি।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, এরা নির্বিবাদী মানুষ। যে ভুলগুলো তারা করছেন সেটা অবশ্য বেশ বড় ভুল।

ধন্যবাদ নিরন্তর।

৯| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৪

রসায়ন বলেছেন: তাবলীগ শব্দটি এসেছে আরবি বালাগা শব্দ থেকে, যার অর্থ প্রচার করা।

তবে এরা যেইসব কাজকারবার করে বেড়ায়, অমুক দোয়া তমুক আমল, তাবলীগের নানারকম গল্প এসব কিছুই তাদের মনগড়া (ইউফতারা)।

আল্লাহ কোরআনে কি দিয়ে তাবলীগ করতে বলেছেন দেখে নিন

হে রসূল, পৌছে দিন بَلِّغْ আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। [সুরা মায়েদা - ৫:৬৭]

১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইসলামের দাওয়াত অমুসলমানদের নিকট নিয়ে গেলে তা হয় তাবলীগ। আর, মুসলমানদের নিকট নিয়ে গেলে তা তালীম।

আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

১০| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: আহারে আপনার কত কষ্ট।

১১| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাবলীগ জামাতের মুসলমানরা অন্য মুসলমানদের মুসলমান মনে করে। তারা মুসলমানদের আরও বেশী আল্লাহমুখী করার জন্য দাওয়াত দেয়। আমরা অনেকেই জামাতে নামাজকে গুরুত্ব দেই না। তাবলীগের লোকেরা চেষ্টা করে সব মুসুল্লিকে নামাজের জামাতে আনতে। কারণ জামাতে নামাজ খুব গুরুত্বপূর্ণ। তবে তাবলীগের লোকেরা তাদের পছন্দের হাতে গোনা কিছু বইকে অনুসরন করে থাকে। তাদের উচিত অন্যান্য বইগুলিকেও গুরুত্ব দেয়া। একই সাথে এরা অমুসলিমদেরও দাওয়াত দেয়। তবে ভারতে সম্ভবত তাবলীগ জামাত অমুসলিমদের দাওয়াত দেয় না। কারণ এতে তারা রাষ্ট্রীয় এবং সামাজিক বাধার সম্মুখীন হয়। অন্যান্য দেশে তাবলীগ জামাত অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে দেয়। অনেকে ধর্মান্তরিতও হয়।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তারা যদি মুসলমানদের আরও বেশী আল্লাহমুখী করার জন্য দাওয়াত দেন, সেটাকে তালীম বলেন না কেন!!! ওটা কি তাবলীগ হলো?

ধন্যবাদ।

১২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি আসলে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছি। আড়ালে-আবডালে বিভিন্ন দলের ওয়াজ শুনে একজন শিক্ষক খুঁজছি। :)
ধন্যবাদ নিরন্তর।

যদি সত্যিই জানতে চান তাহলে পড়ুন। শুধু পড়ে যান। এটাই হবে আসল জানা। মানুষের কাছ থেকে কিছু জানলে সেটা নিরপেক্ষ ভাবে জানা যাবে না।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি পড়তে পারি না। একটু অসুবিধা আছে।

ধন্যবাদ নিরন্তর।

১৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৮

সোনাগাজী বলেছেন:


এরা জাতিকে পেছনে টানছে।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এটা ভালো লক্ষণ নয়।

ধন্যবাদ নিরন্তর।

১৪| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: তাবলীগ জামাত মহিলাদের চুরি করা শেখাচ্ছে !!
তাবলীগ জামাত বাচ্চা বাচ্চা ছেলেদের পড়াশুনা মাথায় তুলে মসজিদে মসজিদে সফরের নামে এদের জীবন ধ্বংসের পথে নিচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.