নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
উইলমা রুডলফ-এর কথা মনে আছে? ঐ যে যিনি প্রথম আমেরিকান নারী স্প্রিন্টার হিসেবে এক অলিম্পিকে তিনটি সোনা জয় করেন। অথচ এক সময় দৌড়া তো দূরে থাক, হাঁটাই অসম্ভব হয়ে পড়েছিলো তার। আমেরিকার টেনেসি'র এক গরীব পরিবারে জন্মগ্রহণ করা এই নারী মাত্র চার বছর বয়সে নিউমোনিয়া, কালাজ্বর আর পোলিও রোগে আক্রান্ত হোন। ডাক্তার দেখে স্রেফ বলে দিয়েছিলেন যে উইলমা আর কখনোই হাঁটতে পারবেন না।
.
উইলমা খুবই ভেঙ্গে পড়েছিলেন। যেখানে একজন দৌড়বিদ হওয়ার স্বপ্ন, সেখানে কি না খবর এলো একদম হাঁটতেই পারবেন না! কিন্তু, মা অভয় দিলেন, মনে শক্তি রাখতে বললেন। মা-কে পাশে পেয়ে একদিন দূরে ছুড়ে ফেলে দিলেন ডাক্তারের দেওয়া সকল বিধি-নিষেধ। উঠে দাঁড়ালেন দাঁতে-দাঁত চেপে। এরপর?
.
এরপর তিনি প্রস্তুত হতে থাকেন ইতিহাস গড়ার জন্যে। তেরো বছর বয়সে প্রথম প্রতিযোগিতামূলক কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। প্রথম হওয়া প্রতিযোগী'র চেয়ে অনেক পিছে থেকে দৌড় শেষ করতে হয় তাকে। হাল ছাড়েননি যতদিন না কোন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।
.
আর, এভাবেই সফল মানুষেরা নিজেদের পথ করে নেন। দরকার পড়লে সহায়তা নেন অন্যের। কিন্তু, নিজেদের লক্ষ্য থেকে একচুল এদিক-ওদিক হোন না। আর, এজন্যে দরকার দুর্নিবার আকাংখা। সাফল্য লাভের তীব্র পিপাসা।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, নিচ্ছে। আমরা রুবি অন রেইলস বেকএন্ড ইঞ্জিনিয়ার নিচ্ছি এখন। আরও ৪-জন লাগবে।
ধন্যবাদ নিরন্তর।
২| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
পরিবেশের প্রভাবের উপরে গিয়ে সাফল্য অর্জন খুব কম মানুষই করে।
****আপনার কর্জে-হাসানা প্রজেক্টের জন্য আমি যোগ্য? জানালে ভালো হয়।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গার্জিয়ান ছাড়া দিয়ে আমি বিপদে পড়বো।
ধন্যবাদ নিরন্তর।
৩| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
কখনোই বিপদে পড়বেন না,আমাকে বিশ্বাস করতে পারেন,আমি যথা সময়ে টাকা পে করে দিবো। ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গার্জিয়ান ছাড়া দেওয়ার ব্যাপারে মানা আছে ধর্মে।
ধন্যবাদ নিরন্তর।
৪| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লক্ষ্য স্থির না হলে আসলে কিছুই হয়না।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক বলেছেন। লক্ষ্য স্থির করতে পারলে অনেক কাজ সহজ হয়ে যায়।
ধন্যবাদ নিরন্তর।
৫| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উদ্দীপনামূলক পোস্ট।
ভালো থাকুন নিরন্তর।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা অশেষ।
৬| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: পড়লাম। ভালো থাকুন।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছেন।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:০৬
সোনাগাজী বলেছেন:
আপনার কোম্পানী লোক নিচ্ছে?