নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
পৃথিবীতে যত দেশ আছে তার মাঝে আফগানিস্তানেই সবচেয়ে বেশি ডোমেস্টিক ভায়োলেন্স বা নারীদের উপর অত্যাচার বেশি হোয়। এক্ষেত্রে প্রথম ১০টি দেশের মাঝে আফ্রিকার দেশগুলোর নাম সর্বাগ্রে আসে। তবে, যেসব দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হয়, সেগুলোর মধ্যে প্রথম ১০টি দেশের মাঝে অস্ট্রেলিয়ার ও সুইডেনের নাম রয়েছে! অন্যদিকে, আরবের দেশগুলোর ৩৭% মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হোন। অন্যদিকে, আমেরিকার ক্যান্টাকিতে যে পরিমাণ ডোমেস্টিক ভায়োলেন্স হোয় যা আরবের দেশগুলোকেও ছাড়িয়ে গিয়েছে।
তাই, এসব মুসলিম দেশগুলোর পক্ষে যাওয়া যেমন উচিৎ নয়, তেমনি ইউরোপীয় দেশগুলোও যে ধোয়া তুলসী পাতা তেমন মনে করার কোন কারণ নেই। এবারে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি।
কয়েক দিন আগে গুলশানের একটি নাইট ক্লাবে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিলো সমাজের উঁচু স্তরের মানুষেরা দেশের দূর্যোগ মূহুর্তে কি করছেন তা একটু নিজের চোখে দেখা। বুঝতে পারলাম...... দেশের দূর্যোগে কিছু সাহসী মানুষ যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেশের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন, তখন বাংলাদেশে আনন্দ-ফূর্তিতে গা ভাসিয়ে দেওয়া মানুষও আছে!
মনে হলো, এই আনন্দ ফূর্তিতে ভেসে বেড়ানো মানুষগুলোও দেশের সম্মানিত সিটিজেন। তাদেরকে দেশের সেবায় নিয়ে আসার পথ খুঁজতে হবে আমাদেরকেই!
সবাই ভালো থাকুন নিরন্তর।
২৮ শে জুন, ২০২২ রাত ৮:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশে ভাইয়োলেন্স বৃদ্ধি পাচ্ছে এমন কোন পরিসংখ্যান আপনার কাছে আছে কি?
ধন্যবাদ।
২| ২৮ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ ধন্যবাদ, পোস্টটি সময়ের প্রয়োজন ছিলো। গাজী সাহেবের পোস্টে আমার মন্তব্যগুলো পড়ার জন্য অনুরোধ রইলো।
২৮ শে জুন, ২০২২ রাত ৮:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি পড়েছি। পরিসংখ্যান দিয়ে কথা বললে সবার জন্যেই ভালো।
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৮ শে জুন, ২০২২ রাত ৯:৫৭
সোনাগাজী বলেছেন:
পশ্চিমের নারীরা সমান অধিকার ও আরো ভালো পরিবেশের জন্য সংগ্রাম করছে; পশ্চিমের ধর্ম যাজকেরা দাবী করছে না যে, খৃষ্টান ধর্ম নারীদের সবচেয়ে বেশী অধিকার ও সন্মান দিচ্ছে।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের নারীরাও সংগ্রাম করছেন। মাঝে মাঝে মিছিল মিটিং হতে দেখি।
ধর্ম যাজকদের মাঝে প্রতিযোগিতা থাকবেই।
ধন্যবাদ নিরন্তর।
৪| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি ইসলাম ধর্মের বিধি বিধান, আদেশ,
নিষেধগুলো সকল ধর্মের লোকেরা মেনে
চলতো তা হলে পৃথিবীতে এত অনাচার,
ব্যভিচার, মারা মারি খুনাখুনি হতো না।
কিন্তু গাজীসাব তা মানবেনই না!
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মুসলমানরাই মেনে চলে না, আবার অন্য ধর্ম!!!
ধন্যবাদ নিরন্তর।
৫| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে আমাদের দেশের নারী কিছুটা ভালো আছে।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ঠিক জানি না। আমি মধ্যপ্রাচ্যের কোন দেশে থাকি নাই। তাই বলতে পারবো না।
ধন্যবাদ নিরন্তর।
৬| ২৯ শে জুন, ২০২২ রাত ৩:১৭
কামাল৮০ বলেছেন: বাংলাদেশের পরিসংখ্যান।একশজন মামলা করতে গেলে ৯০ জনের মামলা নেয় না।ম্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন,এই ধারনাই তো ইসলামে নাই।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইসলামে নাই, তাহলে মুসলমানিত্ব থাকে কি যদি কেউ স্ত্রী নির্যাতন করে?
ধন্যবাদ।
৭| ২৯ শে জুন, ২০২২ সকাল ৮:০৪
অগ্নিবেশ বলেছেন: যেখানে ধর্ষন প্রমান করতে চাক্ষুষ সাক্ষী লাগে চার জন, তাও আবার সুর্মা দানীতে সুর্মা শলাকা প্রবেশ চাক্ষুষ দেখলেই তবে
তাদের সাক্ষী গন্য হ্য় সেখানে তারা আবার পশ্চিমা পরিসংখ্যান দেখায়। হাস্যকর। ইসলামে ধর্ষনের সংজ্ঞা কি? ইসলামে
কি বৈবাহিক ধর্ষন বলে কি কিছু আছে? ইসলামে বাল্য বিবাহ কি জায়েজ? এগুলো আগে জেনে তারপর পরিসংখ্যান টেনে আনলে ভালো হয় না?
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধর্ষণ টার্মটার সংজ্ঞা কি একেক দেশে একেক রকম? ধর্ষন ঠেকাতে ধর্মগুলো কি বাধা হওয়ে দাঁড়াচ্ছে? বাল্য বিবাহ জায়েজ নয় কবে থেকে?
ধন্যবাদ নিরন্তর।
৮| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:১০
নতুন বলেছেন: পশ্চিমে ধর্ষনের মামলা অবশ্যই বেশি হবে।
কারন এখানে ধর্ষন বেশি হয় বলে না। এখানে নারীদের অধিকার আছে বলে। ঐখানে পুলিশ অভিযোগ নেয় বলে, ঐখানে অন্যায় করলে সাজা পায় বলে।
আমাদের সমাজে ৯৯% নারী ধর্ষনের বিষয়টা চেপে যায়। যখন নারী আহত হয় যে ডাক্তারের কাছ পযন্ত যেতে হয় অথবা মানুষ জেনে ফেলে সেটাই বাইরে আসে।
সমাজ নারীকেই খারাপ হিসেবে দেখে, তাকে কেউই বিয়ে করবেনা, সারা জীবন সমাজে কলংকিনি হিসেবে থাকার চেয়ে ধর্ষনের বিয়ষটা চেপে যাওয়াই ভালো মনে করে নারীরা এবং অনেক সময় তার পরিবারের সদস্যরাই তেমন পরামর্শ দেয়।
আমাদের সমাজে নারীর অবস্থা পশ্চিমা দেশের নারীর অধিকারের সাথে তুলনার সময় এখনো আসেনাই।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষ সিদ্ধান্ত নেয় তার পারপার্শিক অবস্থা থেকে অথবা পরিসংখ্যান থেকে।
আপনার এরকম সিদ্ধান্তের পিছনে নিজের কোন অভিজ্ঞতা আছে আছে কি? থাকলে বর্ণনা করুন প্লিজ।
ধন্যবাদ নিরন্তর।
৯| ২৯ শে জুন, ২০২২ দুপুর ২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পশ্চিমা দেশগুলো নাকি নারীদের জন্য বেহেস্থখানা?
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ক্ষেত্রে তাই। তবে, সব পশ্চিমা দেশ এক নয়।
ধন্যবাদ নিরন্তর।
১০| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৩২
বিটপি বলেছেন: অগ্নিবেশ, ধর্ষনের বিচারের জন্য চার জন সাক্ষী লাগে, এই উদ্ভট ফতোয়া আপনি পেলেন কোথায়? হাদিসে নাকি আপনি নিজেই হাদীস লেখেন?
আপনি যদি সূরা নূরের ৪নং আয়াতের রেফারেন্স দিয়ে থাকেন, তাহলে আয়াতটি আরো ভালো করে অর্থসহ পড়ার অনুরোধ করছি। না জেনে বিভ্রান্তি ছড়াবেন না।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি হয়তো একটু আবেগে ভেসে লিখেছেন। আপনি ক্ষেপেন কেন!!!
শুভেচ্ছা।
১১| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
বিটপি বলেছেন: ক্ষেপলাম কই? আমি রেফারেন্স চাইলাম। কোন এক ব্লগে কোন এক নাস্তিক সুরমা দানির কথা বলেছে - তার শিষ্যগণ সেটাকেই হাদীস বলে প্রচার করছে। রাশিদুন খলিফার আমলে অনেক ধর্ষণের বিচার হয়েছে। সবগুলোই কি সুরমাদানি তত্ত্ব্বের উপর হয়েছে?
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এইসব নাস্তিক-ফাস্তিক বলা বাদ দিন।
বাদ দিতে না পারলে আমার ব্লগ থেকে দূরে গিয়া মরেন।
মহানবী (সা)-এর উম্মতদের কেউই নাস্তিক না। কেউ না কেউ, কোন না কোন ধর্ম ফলো করেন। তাদেরকে বুঝানোর ক্ষমতা আপনার নেই বলে নাস্তিক ডাকা উচিৎ নয়।
না বুঝলে তেজপাতা...
১২| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৬
নতুন বলেছেন: মানুষ সিদ্ধান্ত নেয় তার পারপার্শিক অবস্থা থেকে অথবা পরিসংখ্যান থেকে।
আপনার এরকম সিদ্ধান্তের পিছনে নিজের কোন অভিজ্ঞতা আছে আছে কি? থাকলে বর্ণনা করুন প্লিজ।
আমি হসপিটালিটি ইন্ড্রাস্টির আমি ব্যক্তিগত ভাবে মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, তাদের জীবন, অভিঙ্গতা সম্পর্কে জানতে পছন্দ করি।
উপরের স্টেটমেন্টের পেছনে মানুষের কাছ থেকে শোনা ঘটনার আলোকেই বলা বলতে পারেন।
সব জিনিসের পরিসংখ্যান থাকেনা....
১৩| ২৯ শে জুন, ২০২২ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি ঠিক জানি না। আমি মধ্যপ্রাচ্যের কোন দেশে থাকি নাই। তাই বলতে পারবো না।
ধন্যবাদ নিরন্তর।
এসব বুঝার জন্য মধ্যপ্রাচ্য থাকার দরকার নাই। এমনিতেই বুঝা যায়।
তাজমহল না দেখেও তাজমহল নিয়ে কবিতা লেখা যায়।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে। ধন্যবাদ নিরন্তর।
১৪| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৫৫
বিটপি বলেছেন: আপনার থিউরি অনুযায়ী নূপুর শর্মাও মহানবী (স) এর উম্মত - তিনি হিন্দু ধর্ম ফলো করেন।
বুঝলে বুঝপাতা।
৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কোন মুসলমানই নাস্তিক হতে পারে না।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
আফগানীস্তান টপকানো সম্ভব হবে না কখনো।বাংলাদেশে ভায়োলেন্স বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে।
****এপ্লাই ও মেইল করেছি।