নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
অনেক অনেক যুগ আগে এক দেশে এক রাজা ছিলেন। রাজার মন্ত্রী পরিষদে ছিলেন বিশেষ গুন সম্পন্ন ৭ জন ব্যাক্তি। ১ম জন যে কোন কাহিনি বা ঘটনা একবার শুনলেই হুবহু বলতে পারতেন, ২য় জন যে কোনো কাহিনি বা ঘটনা দুইবার শুনলেই হুবহু বলতে পারতেন।এইভাবে ৩য় জন তিনবার, ৪র্থ জন চারবার, ৫ম জন পাচ বার, ৬ষ্ঠ জন ছয় বার ও ৭ম জন সাত বার যে কোন কাহিনি বা ঘটনা শুনলে হুবহু বলতে পারতেন।
এই সাত ব্যক্তি থাকার সুবিধার জন্য রাজা ঘোষণা করলেন, যে রাজাকে কোনো নতুন কথা শুনাতে পারবে তাকে রাজা তার অর্ধেক রাজত্ব দান করবেন। আর কেউ যদি ব্যর্থ হয় তবে তার গর্দান যাবে!
কতো রাজ্য থেকে কতো লোক আসলো নতুন কাহিনি নিয়ে।রাজা কাহিনি শুনেই সাত জনের ১ম জন কে জিজ্ঞেস করেন-
'এই কাহিনি কি তুমি জানো? সে বলে- জ্বি জাহাপনা,এ কাহিনি তো আমার জানা। এবং সাথে সাথে পুরো কাহিনি একদম হুবহু বলে দেয়। ২য় জনের ইতিমধ্যেই দুই বার শুনা হয়ে গেছে। সেও একদম দাড়ি কমা সহ হুবহু বলে দেয়। এই ভাবে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ট, ৭ম সবাই হুবহু বলে দেয়।রাজা তখন বলেন, কি নতুন কাহিনি শুনালে? এইটা তো সাত জনেরই জানা!'
তখন কাহিনিকা্রের মরন ছাড়া গতি থাকে না। এইভাবে কয়েক জনের গর্দান যাওয়ার পর রাজাকে নতুন কথা শুনাতে অনেক দিন কেউ আসে না।
কয়েক দিন পর একজন মলিন পোশাকের লোক আসে রাজাকে নতুন কথা শুনাতে। তাকে দেখেই পরিষদের সবাই নড়ে চড়ে বসে, আরেক জনের গর্দান যাবে ভেবে!
লোকটি বলা শুরু করে-
'জাঁহাপনা, আমি আপনাকে এখন একটা সত্য ঘটনা বলবো। আমার দাদার বাবা এই রাজ্যের রাজা ছিলেন। আমার দাদার বাবা আর আপনার দাদার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আপনার দাদার বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। বন্ধুত্বের খাতিরে আমার দাদার বাবা,আপনার দাদার বাবাকে এই রাজত্ব দান করেন এবং বলেন ৩ প্রজন্ম পরে যেন তা আমার দাদার বাবার ওয়ারিশের কাছে ফেরত দিয়ে দেন। কিন্তু শর্ত অনুযায়ী আমার কাছে এই রাজত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আপনি তা দিচ্ছেন না। দয়া করে আমার রাজত্ব আমায় বুঝিয়ে দেন,আপনার পরিষদের এই সাত জনকে জিজ্ঞাসা করেন এরা সবাই তা জানে।'
রাজা রাগে ১ম জনকে জিজ্ঞাসা করেন সে এই ঘটনা জানে কি না? সে তো পড়ে মহা বিপদে...এখন যদি বলে জানে, এতদিন এই ঘটনা না বলার জন্য রাজা প্রথমে তার গর্দান নিবেন। সে ভয়ে ভয়ে বলে জ্বি না জাঁহাপনা আমি এই ঘটনা জানি না। এই ভাবে ২য়,৩য় সবাই বলে এই ঘটনা কেউ জানে না।
রাজা বলেন- মিথ্যাবাদী,কেউ এই ঘটনা জানে না।
তখনই লোকটি বলে- 'রাজা মশাই তাইলে শর্ত অনুযায়ী অর্ধেক রাজত্ব এখন আমার.....'
রাজার তো কাহিনি শুনতে শুনতে এতক্ষণ মাথা গরম হয়ে গিয়েছিলো। লোকটির কথা শুনে রাজা হকচকিয়ে উঠেন। আর হেসে বলেন- 'বুদ্ধিমান ছেলে, তবে তাই হোক........ '
০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার স্ত্রী ভালো লিখেন! তিনি খুব অনুপ্রাণিত হলেন আপনার মন্তব্য পড়ে!
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Tit for Tat.
শঠে শাঠ্যং সমাচরেৎ “
শঠের সাথে শঠতাই বিধেয়।
সোজা কথায়ঃ যেমন কুকুর
তেমন মুগুর!
০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শঠকে শঠতা করতে সাহায্য করা উচিৎ।
ধন্যবাদ নিরন্তর।
৩| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:২৮
অধীতি বলেছেন: এটা ছোটবেলায় পড়েছিলাম। মোল্লা নাসিরউদ্দিন, গোপাল ভাঁড়, বীরবল এদের গল্প পড়েই বড় হয়েছি।
০৮ ই জুন, ২০২২ রাত ৯:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার কাছে গল্পটা নতুন। দারুণ লেগেছে আমার!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৫০
সোনাগাজী বলেছেন:
খারাপ নয়।