নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ভারতে বিজেপির এক নেত্রী মহানবী (সা) সম্পর্কে বাজে একটি মন্তব্য করেছে। আমি ভিডিওটি ভালো করে কয়েকবার দেখলাম। সেই ডিবেটে প্রতিপক্ষের মন্তব্যের জবাবে ঐ মহিলা নিজের চোখগুলো বড় বড় করে যেভাবে আঙ্গুল নাচাচ্ছিলো, তা দেখে আমাদের এলাকার রাস্তায় দাঁড়ানো এক পাগলী মহিলার কথা মনে পড়ে গেলো।
নেংটি পড়া সেই পাগলী মহিলাটি এলাকার মানুষদের দৌড়ানি দিতো। তার কাঁধে ছিলো একটা শিশু। আমি তখন ক্লাস সিক্স কি সেভেনে পড়ি। একবার, আমি সেই মহিলাটির কাছ দিয়ে যাচ্ছিলাম। আমাকে কিছু বললো না। শুনলাম চিৎকার দিয়ে বলছে- "আমারে রাইতের অন্ধকারে পড়ানের বাপ ছাইড়া চইলা গেলো। এরপরে, সবাই আমার কাছে রাইতের অন্ধকারে আহে। আর, সক্কালের আগে হাওয়া হইয়া যায় গা! খুটাটা একবার দিলাম ভাইঙ্গা......''
আমি এগুলোর কিছুই বুঝলাম না। তার বড় বড় নোখ আর চোখগুলোর দিকে তাকিয়ে দিলাম এক ভোঁ দৌড়। মহিলাটি যখন খেতো, তার মুখ দিয়ে লালা পড়তো। তখন চোখ দুটো হয়ে উঠতো রক্ত বর্ণ। কোথায় যেন পাগলীটা একদিন হাপিশ হওয়ে গেলো। এরপরে, কেউ এঁর তাকে খুঁজে পায়নি।
আজ, অনেক দিন পরে সেই পাগলিটার কথা মনে পড়ে গেলো। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পাস করা এক পাগলী! পাশের ভূমিতে তার বসবাস। ধুর, কি যে লিখছি!
০৬ ই জুন, ২০২২ রাত ১১:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মহিলাটির মাথা খারাপ। কথাগুলো কেমন করে জানি বলছিল!
২| ০৬ ই জুন, ২০২২ রাত ১১:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি হিন্দি কিছুটা বুঝলেও টকশোতে চিল্লাচিল্লির ভেতর কে কি বলছে দুবার চেষ্টা করেও বুঝতে পারছি না।
আপনি একটু বুঝলে অনুবাদ করে দিন।
০৭ ই জুন, ২০২২ রাত ১২:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ভাই এইসব পুটু মারামারির মধ্যে নেই।
আপনার আগ্রহ থাকলে অন্য কাউকে খুজে নিন না!
৩| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: কত কি যে ঘটে যাচ্ছে!!!!
০৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অবস্থা গরম।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ০৭ ই জুন, ২০২২ রাত ১:৩৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: অফেনসিভ মন্তব্য হওয়ার কারণে যেখানে বিবিসি ইংলিশ তাদের সংবাদে মন্তব্য ছাপেনি, সেখানে হাসান খোঁজে আরবদের দোষ আর হিন্দির অনুবাদ। রাস্কেলগিরির সীমা এর কোনো কালেও ছিল না।
০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একটা ভারতীয় মহিলার কারণে ব্লগাররা নিজেরা মারামারি করবেন কেন!
৫| ০৭ ই জুন, ২০২২ রাত ১:৩৮
সোনাগাজী বলেছেন:
ভারতের বর্তমান পরিস্হিতিতে, নুপুর শর্মার সাপোর্টার বাড়বে।
০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এতে বাংলাদেশের উপর চাপ বাড়বে।
ধন্যবাদ নিরন্তর।
৬| ০৭ ই জুন, ২০২২ সকাল ৭:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
এক দেড়মাস আগের কোন না কোন চ্যানেলের এক চিপায় কে না কি শুনছে, বিবিসি বাংলা সেটাকে এখন প্রথম পৃষ্ঠায় ছাপিয়ে বাংলাদেশে অস্থিরতা শৃষ্টি করতে চাচ্ছে।
অনেক বছর হয়ে গেছে বিবিসিকে এখন আর ব্রিটিশ সরকার চালায় না।
বিজ্ঞাপন ও বিভিন্ন মহলের ডোনেশনে চলে। মধ্যপ্রাচ্যর মৌলবাদিদের, লন্ডনের জামাতিদের ভিক্কায় চলা বিবিসি।
মিথ্যাচার ফেক নিউজ এখন বেচে থাকার সম্বল।
০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিবিসি তা কেন করতে যাবে!
ধন্যবাদ।
৭| ০৭ ই জুন, ২০২২ সকাল ৯:২২
বিটপি বলেছেন: মহিলা বলেই মোল্লারা এত ক্ষেপেছে। এই মন্তব্য কোন পুরুষ করলে তারা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। মোল্লারা মহিলাদেরকে তাদের দাসী বলেই মনে করে।
বাংলাদেশে অনেক পুরুষ লেখক কবি ইসলামকে নিয়ে অনেক জঘন্য মন্তব্য করলেও মোল্লারা তাঁদেরকে হুমকি ধামকি দিয়েই ক্ষ্যান্ত হয়েছে, কিন্তু তসলিমা নাসরীন যখন কিছু বলতে গেছে, তাকে বাড়িছাড়া দেশ ছাড়া করে ছেড়েছে।
০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই মোল্লারা কারা?
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২২ রাত ১১:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
সবচেয়ে আগে জানলো কাতার।
আরবরা হ্যান্দি ভাষা বোঝে?
ভারতের কোন চিপায় কে কি বলছে তা বাংলাদেশ পাকিস্তানের আগে কাতার কিভাবে জেনে যায়? মালামাল নামিয়ে ফেলে?
চীনের বেলায় তো বলা কেন, পুটুমেরে সাদা করে ফেললেও কোথাও কেউ একটুও নড়তে দেখিনা।