নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ধরুন, দু'জন গুণী ব্লগারের সাথে আপনার পরিচয় হলো। তাঁদের লেখা আপনি সামুতে পড়ে থাকেন। কিন্তু, এই দু'জনের মাঝে কে বেশি ভালো তা কিভাবে বুঝতে পারবেন? গুণ বিচারে কে অধিকতর সম্মান পাবার যোগ্য তা বোঝার উপায় কি?
কিন্তু, আপনি যদি কৌশলী একজন মানুষ হয়ে থাকেন,
তাহলে, বুঝতে পারবেন, সেই দু'জনের মাঝে কে বড় আর কে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতাসম্পন্ন।
এই দু'জনের মাঝে যার জ্ঞানের ভান্ডারটা একটু খালি,
তাকে প্রায়শই লেখায় বিরতি দিয়ে কল্পনার ফানুশ ঊড়াতে দেখা যাবে। হতাশায় মোড়া তার অভিব্যক্তি আর পোস্ট, আপনাকেও হতাশ করে দিবে।
অন্যদিকে, একজন গুণী ব্লগার,
অন্য কাউকে আঘাত তো করবেনই না, নিজের প্রতিও অবিচার করা থেকেও দূরে থাকবেন।
আর সেই সাথে,
তিনি ব্লগময় ছড়িয়ে দিতে থাকবে্ন .............আলো!
অবশ্যই মানুষের গুণের কোন সীমা-পরিসীমা নেই। এটাও ঠিক, প্রত্যেকটি মানুষেরই একটি ইউনিক আইডেন্টিটি আছে।
কিন্তু, কর্মক্ষেত্রে যখন সবাইকে নামতে হয়, তখন আমাদের কর্মই আমাদের আলাদা করে দেয়।
ধরুন, একজন ভিক্ষুককে যে যার সামর্থানুযায়ী সাহায্য করলো। কেউ নিজের পকেটে থাকা ১০০ টাকার চার ভাগের ১ ভাগ দিলো, কেউ দিলো অর্ধেক। অন্য কেউ একজন পকেটে থাকা ১০ টাকার পুরোটাই দিয়ে দিলো।
কাকে বেশি দয়াবান বলবেন? যে ১০০ টাকার অর্ধেক অর্থাৎ ৫০ টাকা দিলো, তাঁকে? নাকি, যে নিজের পকেটের ১০ টাকার পুরোটাই দিয়েছেন, তাঁকে?
৫০ টাকার চেয়ে ১০ টাকা কম। কিন্তু, দয়া দেখানোর দিক থেকে যিনি ১০ টাকা দিয়েছেন, তিনিই বেশি দয়াবান নন কি?
ইউনিক হওয়া সত্ত্বেও আমাদের কর্মই আমাদের মাঝে পার্থক্য করে দেয়। আমাদের কর্মই আমাদের নির্ণায়ক।
===========মহান পারসী কবি হাফিজের ছায়াবলম্বনে
====================================
২| ০৩ রা জুন, ২০২২ রাত ৮:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার হয়েছে লেখাটি। আসলে কম'ই মানুষকে আলাদা করে।
৩| ০৩ রা জুন, ২০২২ রাত ৯:০৬
সোনাগাজী বলেছেন:
ব্লগের লেখা ও আলোচনা থেকে মানুষের দৃষ্টিভংগি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
৪| ০৩ রা জুন, ২০২২ রাত ৯:০৮
মিরোরডডল বলেছেন:
প্রথমেই যখন বলা হলো দুজন গুণী ব্লগার, তারমানে দুজনেই ভালো লেখেন ।
ব্লগ লেখা ছাড়াও একজন মানুষের আরও কাজ থাকে ব্যস্ততা থাকে, তাই যিনি বিরতি নিয়ে লিখেন, তারমানে এই না যে জ্ঞানের ভান্ডার খালি । সামু ব্লগে এমন গুণী ব্লগার আছেন যারা অনেক বিরতি নিয়ে লেখেন কিন্তু যখন আসেন চারদিক আলোকিত করেই আসেন ।
কম অভিজ্ঞতাসম্পন্ন ব্লগারও উঁচু মনের অধিকারী হতে পারেন, আবার অভিজ্ঞ ব্লগারও অহংকারী হতে পারেন ।
শুরুতেই বলা হয়েছে দুজনেই গুণী ব্লগার । কে বেশী সন্মান পাবার যোগ্য ?
যে অন্যকে সন্মান করে, নিজের জ্ঞান আর গুণের জন্য আত্ম-অহমিকা নেই এবং বিনয়ী, সেই অধিক সন্মান প্রাপ্য ।
৫| ০৩ রা জুন, ২০২২ রাত ৯:১৯
মিরোরডডল বলেছেন:
যিনি ১০০ টাকার অর্ধেক ৫০ টাকা দিয়েছে, আমার কাছে সেটাই সঠিক এবং বাস্তববাদী মনে হয়েছে ।
গিভিং অবশ্যই প্রশংসনীয় কিন্তু সেটা নিজেরটা রেখে তারপর । এভাবে দিলে সবসময়ই দেয়ার মতো অবস্থা থাকে ।
কিন্তু ১০ টাকার পুরোটাই দিবে, আপাতদৃষ্টিতে দয়াবান মনে হলেও ওটা বোকামি । যা আছে সব উজার করে দিলে, নিজেকেই শেষে অপরের দয়ার শরণাপন্ন হতে হবে ।
৬| ০৩ রা জুন, ২০২২ রাত ৯:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুণীরা ব্লগার হয়,
ব্লগার গুণী হয় না।
৭| ০৩ রা জুন, ২০২২ রাত ৯:৩২
লেখার খাতা বলেছেন: গণ্ডির বাহিরের লোকালয়ের মতামত গ্রহণ যোগ্যতার সম্ভাবনা বেশি।
৮| ০৩ রা জুন, ২০২২ রাত ১০:৩৮
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
৪নম্বর মন্তব্যের মিরোরডডল এর সাথে সহমত পুরোটাই।
৯| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
টাকা দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় প্রভাব কার কতটুকু কাজ করৈ, সেটা একটা বিষয়।
১০| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: আজ সকালে ভাবলাম- সত্যপথিক শাইয়্যান সাহেবকে দেখছি না কেন?
ভাবলাম তাকে একটা ফোন দেই।
যাইহোক, এখন আপনার পোষ্ট দেখলাম। ভালো লাগছে।
১১| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১২| ০৫ ই জুন, ২০২২ ভোর ৫:১০
বেবিফেস বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম শ্রেণির সাথে নিজের বেশ মিল পাচ্ছি।