নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
খুব শীঘ্রই বাজেট অধিবেশন বসবে। এবারের বাজেটকে কীভাবে দরিদ্র-বান্ধব করা যায়? সেটা নিয়ে কিছু ভাবনা পেশ করছি।
২০১৯ সালে প্রথম আলোতে প্রকাশিত হোয় যে, বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা ৫০ লক্ষ। আর, প্রায় ১২ কোটি মানুষ মাটির ঘরে বাস করে। অন্যদিকে, ১.১০ কোটি মানুষ তীব্র ক্ষুধার স্বীকার হোয়।
এখানে উল্লেখ্য যে, ২০২১ সালে ব্যাংক বাংলাদেশে মিলিয়নিয়ার একাউন্টের সংখ্যা ১,০১,৯৭৬। আর, যারা ইতিমধ্যে মিলিয়নেয়ার হয়ে গিয়েছেন তাদের সংখ্যা ২১,৩৯৯-জন। এই পরের ব্যক্তিগণের প্রত্যেকে ইতিমধ্যে ১-৪ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন। আর, বাংলাদেশে রেস্টুরেন্টের সংখ্যা ৫০,০০০।
উপরের তথ্য-উপাত্তের সাথে বাজেটের কি সম্পর্ক? আমি যা চিন্তা করছি-
১) সরকার এই ১.১ লক্ষের বেশি মিলিয়নেয়ার ব্যাংকহোল্ডারদের সব ট্যাক্স ও ভ্যাট মকুফ করে দিক। বিনিময়ে- তারা প্রতিদিন ১-জন ক্ষুধার্থকে খাওয়াবে।
২) প্রায় ২১ হাজার মিলিয়নেয়ারেরও সব ট্যাক্স ও ভ্যাট মওকুফ করে দেওয়া হোক। বিলাসী গাড়ির আমদানি করলে কোন ট্যাক্স নেওয়া না হোক তাদের কাছ থেকে। বিনিময়ে- প্রত্যেকে প্রতি বছর ১টি পরিবারকে বাড়ি তৈরি করে দিবে।
৩) ৫০ হাজার রেস্টুরেন্ট প্রতিদিন ৫-জন ক্ষুধার্থকে অন্ন দান করবে। বিনিময়ে তাদের ট্যাক্স মওকুফ।
এভাবে করা কি সম্ভব?
২৫ শে মে, ২০২২ বিকাল ৫:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হতে তো কোন বাধা নেই!!!
ধন্যবাদ।
২| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: ্না এরকম হবে না।
বাজেট এখনও ঘোষনা হয়নি। অলরেডি জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সামান্য সিগারেটের দাম পর্যন্ত বেড়ে গেছে। ভাবা যায় একটা বেনসন ১৬ টাকা!!!
২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হবে, হবে! অর্থমন্ত্রী ইতিমধ্যেই এই নিয়ে চিন্তা করছেন।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
৩য় বিশ্বের বাজেট দরিদ্রবান্ধব হয় কখনো?
২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হবে। অর্থমন্ত্রী চেষ্টা করছেন।
শুভেচ্ছা।
৪| ২৫ শে মে, ২০২২ রাত ১০:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরকারতো প্রতি বছত বাজেট পেশ করে তাই বলে।
গরীব বান্ধব, জনগণের জন্য কল্যান মূখী বাজেট।
বিরোধী দল বলবে গরীব মারার বাজেট।
আল্লাহই গরীবের একমাত্র ভরশার স্থল।
৫| ২৬ শে মে, ২০২২ রাত ১২:০১
সোনাগাজী বলেছেন:
আপনি যেগুলো ভাবছেন, এগুলো অর্থনীতি কিংবা ফাইন্যান্স সাপোর্ট করবে না; অর্থনীতিতে মানুষের অবস্হা উন্নয়নের ফর্মুলা হলো, মানুষকে কাজ দেয়া; একজন বেকার যদি অন্যের উপর বসে খায়, এতে জাতির "কর্ম ঘন্টা" বাড়ে না, অর্থাৎ সম্পদ বাড়ে না; সম্পদ না বাড়লেও, মানুষ ও খরচ বাড়বে সময়ের সাথে।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৫১
অরণি বলেছেন: সেরকম বাজেট কি কখনো হয়েছিল?