নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
'দরিদ্রদের দেখে রাখবে, আর, নিজের জন্যে কখনো আরাম চাইবে না। মেষপালক যদি বুঝতে পারে যে, তাঁর ভেড়াগুলোর মাঝে একটি নেকড়ে ঘুরে বেড়াচ্ছে, তাঁর আরামে ঘুমানো উচিৎ নয়। যারা খুব গরীব, তাদের সর্বদা রক্ষা করে চলবে, এই মানুষগুলোর জন্যেই তো একজন রাজার মাথায় মূকুট ঊঠে।
একটি ভূমির জনসাধারণ হচ্ছে কোন বৃক্ষের জড়ের মতো। আর রাজা তার উপরে একটি গাছ। এই কথা মনে রাখবে, ও আমার পুত্র, এই গাছ সেই জড় থেকেই শক্তি পায়। তাই, এমন জনগণের উপর অত্যাচার করা রাজার উচিৎ নয় যারা সেই রাজ্যে আঘাতের ভয়ে ভীত। এমন কোন ভূমিতে প্রাচূর্যের আশা করবে না যেখানে জনগণ তাদের শাসনকর্তা দ্বারা অত্যাচারিত।
আর, যারা গর্ব করে এবং স্রষ্টাকে ভয় পায় না, তাদের ভয়ে ভীত থাকবে।'
মৃত্যুর আগে পুত্রকে এমন কথাগুলোই নসিহত করে গেছেন পারস্যের চতুর্থ রাজবংশের বিংশতম রাজা নৌশিরাভান। এই ঘটনাটি শেখ সাদী তাঁর বিখ্যাত গ্রন্থ 'বোস্তান'-এ উল্লেখ করেছেন।
২২ শে মে, ২০২২ রাত ১০:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি কোন ভালো মানুষকে আনসোশ্যাল দেখি নাই!
ধন্যবাদ।
২| ২২ শে মে, ২০২২ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: রুমি কে বেশি ভালো লাগে।
৩| ২৩ শে মে, ২০২২ রাত ১২:৩৪
নূর আলম হিরণ বলেছেন: বালাগাল উলা বি কামালিহি,
কাশাফাদ্দুজা বি জামালিহি,
হাসুনাত জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি...
শেখ সাদি আমাদের দেশে এই চার পদের কাব্যই আটকে আছে।
৪| ২৩ শে মে, ২০২২ রাত ১২:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু আমরা আমাদের রাজার কাছ থেকে কি
পাচ্ছি! রাজা সিন্ডিকেটদের হাতে জিম্মি। তারা
যে ভাবে নাচায়, রাজা সেইভাবে নাচে।
৫| ২৩ শে মে, ২০২২ ভোর ৬:২৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুধু রাজা একই নন, সেই সাথে তার উজির-নাজির, পাইক পেয়াদা সবারই মনমানসিকতার পরিবর্তন প্রয়োজন।
৬| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কথাগুলো চমৎকার।
৭| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১
রানার ব্লগ বলেছেন: বালাগাল উলা বি কামালিহি,
কাশাফাদ্দুজা বি জামালিহি,
হাসুনাত জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি.
নামাজের পর ইহা একটা সুরার মতো করেই পড়া হয়
৮| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
ব্লগে দরিদ্র দেশের সরকার প্রধানগণ আসেন না। যারা আসেন তারা সরকার প্রধানগণের মাথায় মূকুট তুলে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলা হতভাগা পাবলিক।
এরা সরকার প্রধানদের নিয়ে কি করবেন, এরকম কেউ কি কিছু নসিহত করে গেছেন ?
৯| ২৩ শে মে, ২০২২ রাত ১০:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের উজির নাজির গন তাদের পিতার কাছ থেকে কি শিক্ষা /নসিহত পেয়েছিলেন।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২২ রাত ১০:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
শেখ সাদি সোসালিস্ট মানুষ ছিলেন।