নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
অনেকেই আপেলকে গাছ থেকে পড়তে দেখেছেন...কিন্তু, একমাত্র নিউটনই জিজ্ঞাসা করেছিলেন- "ওটা পড়লো কেন?"
আমরা চারপাশে অনেক কিছুই ঘটতে দেখি। সেই ঘটনাগুলো আমাদের মনে কোন দাগ কাটে না। কেমন যেন পাশ কাটিয়ে যাই ওগুলোকে।
অথচ, একটু যদি ভেবে দেখতাম ঘটনাগুলো কেন ঘটছে, কত বিস্ময়কর কাহিনীই না বের হয়ে আসতো!
অনেকেই আছেন প্রশ্ন করতে লজ্জা পান, আবার এমনও অনেকে আছেন যাদেরকে প্রশ্ন করলেই ক্ষেপে যান। আপনারা হয়তো কোরআনে বর্ণিত খোয়াজ খিজির (আঃ) আর মুসা নবী'র ঘটনা শুনেছেন। খিজিরের কাছে আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন কিছু শেখার জন্যে। খিজির মুসাকে বলেছিলেন যে, তাঁকে কোন প্রশ্ন করা যাবে না। কিন্তু, হযরত খিজির একেকটি কাণ্ড ঘটান, আর, মুসা নবী সেটা নিয়ে প্রশ্ন করে বসেন! এভাবে তিন তিনবার হযরত মুসা প্রশ্ন করার পরে, তাঁদের মাঝে বিচ্ছেদ ঘটে!
অথচ, প্রশ্ন করা এবং প্রশ্ন শোনা দুইয়ের মাঝেই কতই না শিক্ষা লুকিয়ে আছে! এই প্রসঙ্গে সেই পিতা বা পুত্রের কাহিনী মনে করিয়ে দেওয়া যায়।
পিতা ও পুত্র মাছ ধরতে গিয়েছে। নৌকা যখন মাঝ নদীতে, হঠাৎ করেই পুত্র পিতাকে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো।
"আচ্ছা, বাবা, নৌকা পানিতে ভাসে কেন?"
পিতা উত্তর দিলেন- "আমার ঠিক জানা নেই, সোনা।"
ছেলেটি আবারো জিজ্ঞাসা করলো, "মাছগুলো পানির নিচে কিভাবে শ্বাস নেয়?"
বাবা'র উত্তর- "এটাও আমার ঠিক জানা নেই, পুত্র।"
"বাবা, আকাশের রং নীল কেন?" ছেলে আবার জিজ্ঞাসা করে।
পিতা এবারেও উত্তর দিলেন- "আমি ঠিক জানি না।"
ছেলে এবারে প্রশ্ন করে, "তোমাকে যে এতোগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এরজন্যে কি তুমি আমার উপর রাগ করেছো, বাবা"
পিতা একগাল হেসে উত্তর দিলেন, "কখনোই না! তুমি যদি প্রশ্নগুলো না করো, কখনোই তুমি কোন কিছু শিখতে পারবে না।"
তাই, প্রশ্ন করো হে বন্ধু, প্রশ্ন করো।
২০ শে মে, ২০২২ সকাল ৯:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার মণে হয়, আমাদের প্রশ্নগুলোর সাথে মহানবী'র প্রাচারিত ধর্মের কোন মারামারি নেই!
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন
২০ শে মে, ২০২২ সকাল ৯:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুতে ৫ বছর পূর্ণ করায় অভিনন্দন।
সামুর বিকল্প কোন ব্লগ বর্তমানে আছে দেশে ?
২০ শে মে, ২০২২ সকাল ৯:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ।
সামু'র বিকল্প এখনো পাইনি। অবশ্য, খুঁজার ঝামেলায় যাইনি তো!
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লেখা।অভিনন্দন
২০ শে মে, ২০২২ সকাল ৯:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
৫| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
বাঙালীরা শুধু বলতে চায়,প্রশ্নের মূল্য তেমন বুঝে না।
২০ শে মে, ২০২২ সকাল ৯:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিছু বাঙালীর ক্ষেত্রে তা সত্যি।
ধন্যবাদ।
৬| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১০
সোনাগাজী বলেছেন:
অভিনন্দন, আপনার ব্লগিং অর্থপুর্ণ।
নিউটনের প্রশ্ন ছিলো, " উহা 'নীচে রদিকে' পড়লেো কেন?"
২০ শে মে, ২০২২ সকাল ৯:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ, চাঁদগাজী ভাই।
দুঃখিত। ভুল করার জন্যে।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: প্রশ্ন করো সমস্যা নাই। কিন্তু বিনা দ্বিধায় বিশ্বাস করতে হবে। নইলে তো ইমান থাকবে না। লজিকের ধারধারা যাবে না।