নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমার কর্জে হাসানা প্রজেক্ট থেকে ব্লগারদের দেওয়ার জন্যে এখনো কিছু টাকা বাকি আছে। ইতিমধ্যে, ৩-জন ব্লগারসহ ১৮-জন প্রায় ১০ লক্ষ টাকা হাতে পেয়েছেন। ব্লগারদের একজন নিজের স্ত্রীর পড়ালেখার জন্যে, আরেকজন নিজের গেমসের ব্যবসার জন্যে, এবং আরেকজন মিডিয়া ব্যবসায় বিনিয়োগের জন্যে টাকাগুলো নিয়েছেন।
যিনি নিজের স্ত্রীর পড়ালেখার জন্যে ধার নিয়েছেন, তিনি আগেও আমার কাছে একবার টাকা চেয়েছিলেন। আমার কাছে সেই সময়ে দেওয়ার মতো কোন টাকা ছিলো না বলে লজ্জিত বোধ করেছিলাম। এবারে তাঁকে টাকাটা দিতে পেরে বেশ ভালো লাগছে।
ব্লগের সুপরিচিত একজন ব্লগারের কম্পিউটার গেমসের ব্যবসা আছে শুনে আনন্দিত হলাম। তবে, এখন তিনি আমার কর্জে হাসানার টাকা দিয়ে আরও যে ৩-টি কম্পিউটার কিনেছেন, তা ইদের বাজারে বেশ কাজে লেগেছে বলে ফোনে জানিয়েছেন। মাঠের আকালে ঢাকা শহরে শিশুরা যাতে একটু আনন্দ করতে পারে, সেজন্যে এই ব্লগার যে উপায় করে দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
করোনা কালে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় লালবাতি জ্বলেছিল। এই ব্যবসায়ে জড়িত অনেকেরই ধার-দেনা বেশ। আমাদের সামুর এক ব্লগারেরও ব্যবসাতে ব্যাংক লোন জমে গিয়েছে। কিস্তির টাকা দিতে পারছিলেন না। তাঁর জন্যে কর্জে হাসানা প্রকল্প থেকে ৫০,০০০ টাকা দেওয়াটা জরুরী হয়ে পড়েছিলো।
আমার কাছে এখনো কিছু টাকা বাকি আছে। কোন ব্লগার যদি খুব ছোট আকারের লোন দরকার পরে যা ৮-১০ মাসে ফিরিয়ে দিতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন।
২| ০৯ ই মে, ২০২২ রাত ১১:৫৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: খুব ভালো কাজ, মহৎ উদ্যোগ প্রশংসার দাবী রাখে,
৩| ১০ ই মে, ২০২২ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: আমি ভাই কোনোদিন কারো কাছ থেকে ধার নিই নাই। নিবোও না।
তবে আমার টাকার দরকার আছে। একটা ল্যাপটপ ও একটা মোবাইল কিনব। আমার ল্যাপটপের করুণ দশা হয়েছে।
প্রয়োজনে আপনার কিছু কাজ করে দিতে পারি।
৪| ১০ ই মে, ২০২২ রাত ১২:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
আমি নিবো ভবিষ্যৎ'এ, তার পূর্বে আপনার "সফটওয়্যার টেস্টার" কোর্স করতে চাই।
৫| ১০ ই মে, ২০২২ রাত ১২:২৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: দেশে থাকলে খুব সম্ভবত এই মুহুর্তে এটার দরকার পড়তো। আজকেই এখানের কয়েকজনকে ফোন দিলাম কিছু টাকার জন্য। ২৬ তারিখ বেতন পেয়ে দিয়ে দিবো! মাগার কেউ হেল্পাইলো না!
আপনাদের কর্জে হাসানা প্রোজেক্ট বেঁচে থাকুক।
আমি নিজ উদ্যোগে এমন কিছু একটা করি। তবে চেনা পরিচিতদেরই দেই। এমাউন্টের হিসাবে খুব নগন্য। তবে আমি জানি, যাদের এখন পর্যন্ত দিয়েছি, তাদের সকলেরই উপকারে এসেছে। আলহামদুলিল্লাহ।
৬| ১০ ই মে, ২০২২ রাত ২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কর্জে হাসানা প্রোজেক্টের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।
৭| ১০ ই মে, ২০২২ ভোর ৪:২৬
ম. তওফিকুর রহমান বলেছেন: Excellent initiative towards Akhira. Alhamdulillah and Jajakalla
৮| ১০ ই মে, ২০২২ ভোর ৬:১৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনার সাথে যোগাযোগের মাধ্যম কী?
৯| ১০ ই মে, ২০২২ সকাল ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই অনন্য উদ্যোগ নিয়েছেন আপনি ভায়া।
যদিও পূজিবাদের জন্য এটা মারাত্বক হুমকি। তার মাঝে নিরন্তর সাহস আর ঝুকি নিয়ে
সকলের প্রতি মমত্ব আর ভালবাসা নিয়ে যে এগিয়ে চলছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
নির্বিঘ্নে চলুক আপনার এই সমাজ কল্যানী প্রকল্প। আরো বেশি মানুষ উপকৃত হোক।
আর সম্পদশালী যাদের আইডল মানি অলস পড়ে থাকে তাদের মাঝে এই চেতনা জাগ্রত হোক। নিজেরা না পারলে
আপনার মাধ্যমে মানব সেবায় তা কাজে লাগাতে এগিয়ে আসুক।
সত্যিই! আপনার কর্জে হাসানা আমার দারুন কাজে লেগেছে।
পরিশোধ কালীন আমার ক্ষুদ্র কন্ট্রিবিউশন প্রস্তাব কবুল করায়ও আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা
আশা করি অন্যরাও খুশি মনে সকলেই এমনই মিনিমাল কন্ট্রিবিউন করায় আগ্রহ বোধ করবে।
যদিও তা আপনার শর্তে নেই- এটা জাগ্রত আত্মার স্বকীয় দায়বোধ মাত্র।
১০| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০০
স্প্যানকড বলেছেন: মহৎকর্ম ! দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ভালো থাকবেন।
১১| ১২ ই মে, ২০২২ সকাল ১১:০৫
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ধার আমি নিতে পারি তবে ধার নেওয়ার জন্য আগে সঞ্চয়ের জন্য কোন টাকা দিতে পারবো না। এখন সিদ্ধান্ত নেন। দেবেন তো?
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২২ রাত ১১:৫৮
সোনাগাজী বলেছেন:
ভালো খবর।