নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি মানুষকে উৎসাহ যোগাতে চেষ্টা করি...আজ আমাকে কেউ একটু উৎসাহ দিবেন কি, প্লিজ? বলবেন কি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এরা সারা জীবন কি পথেই ভিক্ষা করে বেড়াবে? মোহাম্মদপুর টাউনহল মার্কেটে চাঁদ রাতে ৩০-৪০ জন বাচ্চা ছেলে-মেয়ে আমাকে ঘিরে ধরেছিলো। ইদের কাপড় কিনে দিতে হবে।
আমি ১৯-জনকে কিনে দিতে পারলাম। বাকিদের পারলাম না! পকেটে তখন কিছু টাকা বাকি আছে শশুর বাড়িতে যাবার জন্যে। বাচ্চাগুলো আমার পিছু পিছু বাসা পর্যন্ত এলো। আমি নিকটস্থ দোকান থেকে বাকিতে তাদের আইসক্রিম আর চিপস খাওয়ালাম।
এখন বসে বসে ভাবছি- যে বাচ্চাগুলো নতুন কাপড় পায়নি, তাদের ইদটা কেমন কাটলো!
তারচেয়েও বড় কথা- এই যে পথে পথে ছেলে-মেয়েগুলো সময় কাটাচ্ছে, তারা চোখের সামনে আমাদেরকে বিলাসী জীবন-যাপন করতে দেখছে....কি ধরণের মানসিকতা তৈরি হচ্ছে তাদের মাঝে?
একটা পরিকল্পনা চাইঃ
আমি একটি ব্যবসা করি। বছরে গড়ে আমার লাভ আসে প্রায় ১৭ লক্ষ টাকা। অথচ, পকেটে এখন বাকি র্য়েছে কয়েক হাজার টাকা। আমার বাসা ভাড়া দিতে হয় না। শুধু খাওয়া খরচটা লাগে। এই অবস্থা নিয়ে এতোগুলা মানুষের দায়িত্ব ভার নেওয়া সত্যিই অসম্ভব ব্যাপার। যদি না কেউ সাহায্যে এগিয়ে আসেন।
অথবা, আমার নিজের জমিটি কিংবা পৈত্রিক সূত্রে পাওয়া বাড়িটি কি বিক্রি করে দিয়ে এদের জন্যে কাজ শুরু করবো? বিক্রি করে দেওয়াটা আমি পারবো। কিন্তু, তাতে এই পথশিশুদের জীবনমানে কোন পরিবর্তন আসবে কি? আসলে, কিভাবে?
০৪ ঠা মে, ২০২২ রাত ২:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
না বেচে একটি ভ্রাম্যমাণ স্কুল স্থাপনের চেষ্টা করছি। আর, কি কি করা যায় ভাবছি। উত্তম দাম পেলে জমিটা বেচে দিবো এরপরে, না পারলে বাড়িটাও। এরপরে, ভাড়া বাড়িতে থাকবো।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৪ ঠা মে, ২০২২ রাত ২:৪১
প্রতিদিন বাংলা বলেছেন: রাস্তায় যে পথশিশু দেখেন
শুনতে খারাপ লাগলেও
এদের একটি অংশ ,অন্যের ব্যাবসার মূলধন
আসল পথ শিশু খুঁজে পেতে একটি সংস্থা প্রয়োজন
০৪ ঠা মে, ২০২২ রাত ২:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পথশিশু বলেই অন্যের ব্যবসার হাতিয়ার এরা।
ধন্যবাদ।
৩| ০৪ ঠা মে, ২০২২ ভোর ৫:১১
সোনাগাজী বলেছেন:
আপনি চেষ্টা করেন, পথ বের হবে।
৪| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৮:২২
বিজন রয় বলেছেন: আপনি একা দেশের বা পৃথিবীর সব মানুসের দায়িত্ব নিতে পারেন না, সেটা সম্ভবও নয়।
আমাদের দেশে ওরকম নিঃশ্ব, সহায় সম্বলহীন বাচ্চাদের সংখ্যা এত বেশি যে আপনার ওই জমি বা বাড়ি বেচার টাকায় সম্ভবও না। ওই টাকায় আপনি কতদিন, কত বাচ্চার সাহায্য করবেন। ওই টাকা একসময় ফুরিয়ে যাবে। তখন একুল-ওকূল দুকূলই যাবে।
তার চেয়ে এক কাজ করুন আপনার পরিচিত বন্ধুদের নিয়ে একটি সংগঠন বা চ্যারিটি ফান্ড গঠন করুন। এখানে যেন যেমন বললেন ইংল্যান্ড প্রবাসী একজন ছাত্রে টাকা পেয়েছে। এভাবে চেষ্টা করতে থাকুন, পথ বেরিয়ে আসবে।
পথে নামলে নতুন পথের দয়ার খুলবেই।
৫| ০৪ ঠা মে, ২০২২ দুপুর ২:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার অন্তরকান্না কে সম্মান জানাই।
বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ৫০০ খানিক পথশিশুর দায়িত্ব নিয়েছেন। তিনি যা ইনকাম করেন তার সিংহ ভাগ ডোনেশন দেন পথশিশু দের শুধু ইনার পীস এর জন্য।
আমার একবন্ধু আছে শায়লা। ও একটা এন জিও এর বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার। আমার ব্লগে গেলে ওকে দেখতে পারবেন। ওরা পথশিশু নিয়ে কাজ করে। ওর নাম নিয়ে একটা পোস্ট দেয়া আছে।
আপনি সামর্থ্য অনুযায়ী করুন। আপনার মতো অনেকেই কাজ করছেন এদের নিয়ে। একদিনে তো সমস্যা কমবেনা। আস্তে আস্তে কমবে ইনশাআল্লাহ।
শুভ কামনা আপনার জন্য। ইদ মুবারক। ♥️
৬| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৪:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এইটি আবেগী চিন্তা।
দেখন কার জন্য ভালো কিছু করতে চাইলে প্রথমে নিজেকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, স্বচ্ছল থাকতে হবে।
আপনার যখন নিজের সংসার চালানোর জন্য চিন্তা করতে হবে তখন আপনি অন্যের জন্য কিছু করার সুযোগ কম পাবেন।
আপনার ভালো থাকা, সুস্থ থাকা, স্বচ্ছল থাকাতেই বরং এখন আপনি যাদের কথা ভাবছেন তাদের জন্য মঙ্গলকর।
বাড়ি-জমি বিক্রি না করে আপনি বরং এমন একটা কিছু করার চেষ্টা কেরন যেখান থেকে প্রতি মাসে নির্দিষ্ট একটা অর্থ আপনার হাতে আসবে (পরিমান যাই হোক) এবং আপনে সেই অর্থ ওদের জন্যই শুধু ব্যয় করবেন।
আপনার মঙ্গল হোক, শুভকামনা রইলো।
অযাচিত পরামর্শের জন্য সরি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২২ রাত ১:৫৩
সোনাগাজী বলেছেন:
আপনার নিজের বাড়ী বিক্রয় করা সঠিক হবে না; আপনি যতদুর পারেন ততটুকু করেন, আপাতত।