নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আশা যেখানে একবার অঙ্কুরিত হয়, সেখান থেকে জীবনের বৃক্ষকে জন্মাতেই হবে, হে বন্ধু!
রাত হয়তো ক্ষণকালের জন্যে বাধা হয়ে উঠে, কিন্তু, এ কথা মনে রাখতে হবে, সেই রাত্রিকে ধাওয়া করে আসা দিবালোক বৃক্ষকে জন্মাতে সাহায্য করবেই!
শুভেচ্ছা চিরক্ষণ।
২| ০১ লা মে, ২০২২ রাত ১০:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: গভীর রাত্রিটা শেষ হলে সূর্য তো উঠবেই। দরকার প্রার্থনা আর ধৈর্য।
৩| ০১ লা মে, ২০২২ রাত ১১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশাই ভরসা জানি জীবন চলার পথে
সে আশায় জল দেয় কিছু প্রাণ নিস্বার্থ ভালবেসে...
আপনি তাদেরই একজন
আপনার সকল শুভ উদ্যোগের জন্য অফুরান শুভকামনা, কৃতজ্ঞতা
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
ঈদ মোবারক
৪| ০২ রা মে, ২০২২ রাত ১২:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
আশা নিয়ে ভালোলাগার মত প্রথম বাক্য শুনেছিলাম মুভি "শশ্যাংক রিডেম্পশনে।"
৫| ০২ রা মে, ২০২২ রাত ১:১৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আশাই আমাদের জীবন সংগ্রামে অবতীর্ণ হতে উদ্বুদ্ধ করে !
আপনার অংকুরিত আশার চারাটি একদিন মহীরুহে পরিণত হোক এই কামনা করি।
৬| ০২ রা মে, ২০২২ সকাল ৮:২২
জগতারন বলেছেন:
আশা যেখানে একবার অঙ্কুরিত হয়, সেখান থেকে জীবনের বৃক্ষকে জন্মাতেই হবে, হে বন্ধু!
সুন্দর !
লাইক !!
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২২ রাত ১০:০৪
বিজন রয় বলেছেন: আশা ও স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে।
আপনার আশা ও স্বপ্ন পূর্ণ হোক।
শুভকামনা।